বাগানের জন্য প্রস্তুতি চতুর্থ পর্বঃ 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম বাগানের প্রস্তুতির চতুর্থ পর্ব নিয়ে। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিচি থেকে চারা গজানোর ধাপ নিয়ে।আজকে দেখাবো চারাগুলো এখন কোন পর্যায়ে রয়েছে এবং সাথে কিছু নতুন ফুলের গাছ বা চারার সংযোগ করা হয়েছে।এখন ওয়েদার একটু ভালো কিন্তু খুব বেশি ভালো না, বাইরে এখনো অনেক বাতাস।তারপরও চারাগুলোকে বাগানে নিয়ে গিয়েছি।চলুন তাহলে দেখা যাক চারাগুলোর বর্তমান অবস্থা।

2804D56E-44DE-438E-997E-82D89EEB7683.jpeg

গত পর্বে আমরা দেখেছিলাম এক একটি পটে অনেকগুলো চারা গজিয়েছিল সেই চারাগুলোকে সেপারেট করে ভিন্ন ভিন্ন পটে লাগানো হয়েছে, কারণ একটি পটে অনেকগুলো চারা ভালো ভাবে বড় হতে পারেনা। গত পর্বে আপনাদেরকে বলেছিলাম কিছু কিছু চারা এখনো গজায়নি, এখন নতুন করে আরো কিছু চারা গজিয়েছে,তার মধ্যে রয়েছে আমার অতি পছন্দের শসা এবং ঢেঁড়স। কিছু কিছু চারা বাইরে রেখেছি এবং কিছু কিছু চাড়া গ্রীন হাউজ এর মত ছোট্ট ঘরে রেখে দিয়েছি যেন বাতাসে মরে না যায়।

0D8DE37C-4780-44C9-85EC-07CE5021619F.jpeg

C6915B47-8F97-46D7-A27D-0D05C3453612.jpeg

E99DBBDF-792D-414D-BD35-44A03CAB4AF4.jpeg

3601F5AC-326D-4BAF-A552-D7C084CBE8DC.jpeg

A74B9E95-DF0F-40C5-B873-765829B92E20.jpeg

244640FF-00A9-464E-8ECD-DD58279C7CC1.jpeg

177F8AEE-7C38-4E7B-8878-4B9825C32A9F.jpeg

4EFA37C4-3405-4466-B6CA-4BF9DD30DD3C.jpeg

এছাড়া নতুন করে কিছু ফুলের চারা বাজার থেকে কিনে আনা হয়েছে, তার মধ্যে রয়েছে বড় আকারের লাল গোলাপ আর হলুদ গোলাপ যার ফুল এখনও ফোঁটেনি এবং আরও রয়েছে দুই কালারের ক্রিসেনথিমাম ফুল , একটি গোলাপি এবং অন্যটি হলুদ কালারের।

A03E37E4-B57B-4003-B76D-88739B19FF6C.jpeg

3BF61AA7-603D-4B2B-BF40-91E558DF12F5.jpeg

397CB93B-6F36-4A41-8619-6558CF4884D0.jpeg

BD94AFED-7255-4A2B-B6A5-079DC2124E87.jpeg

8D83AB94-BB0F-42F1-9FBF-062BD299F582.jpeg

এছাড়াও বাগানে আরো রয়েছে, আপেল, পেয়ার, আঙ্গুর, স্ট্রবেরি পিচ এবং ফিগ ফল গাছ, যেগুলোর কিছু কিছু ফুল ফুঁটেছে। ফুল গুলো দেখতে খুবই চমৎকার লাগে।

B295AE9D-8FCE-4385-9AA8-12EA7C09C5D8.jpeg

5D66332A-F7D5-4B8F-9738-8B732C3DDF8F.jpeg

E199BB4C-EE78-4819-8C92-D76272116DD1.jpeg

EB669CB4-9D91-4297-AE45-EB60DFB7E3DE.jpeg

F5D8B162-3AA6-425E-9582-5AA57AE9B681.jpeg

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

আপনার বাগান প্রস্তুতি নিয়ে করা পোস্ট গুলোর মধ্যে এইটা আমি প্রথম দেখছি। আগের গুলো মিস করে ফেলেছি ওইগুলো দেখতে হবে। একটা টবে চারা না রাখাই ভালো এতে করে সেগুলো ঠিকমতো বড় হয় না। এবং ফল ফুল অন‍্যান‍্য গাছ দিয়ে বাগান টাকে ঢেলে সাজিয়েছেন দেখছি আপু। অনেক ভালো লাগল।

 2 years ago 

জ্বী ভাইয়া ভালো লাগলে আগের পর্ব গুলো দেখে নিতে পারবেন, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও আপু চমৎকার সব ফুলের গাছ দিচ্ছে আপনার বাগানে। প্রত্যেকটা ফুল এত সুন্দর আপু যে কি বলব আপনার ফটোগ্রাফি গুলো এত সুন্দর হয়েছে যে দেখে মনে হচ্ছে আমি আপনার ফুলের বাগান থেকে ঘুরে এসেছি। তবে আপু আমি ফিগ ফল নামের এই ফলটি চিনতে পারলাম না তবে এই গাছের ফুল গুলো সত্যিই খুব চমৎকার। আশা করি যখন গাছের ফল ধরবে আপনি আমাদেরকে ফল গুলো দেখাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

আপু কোরআন শরীফে সূরা তীন নামে একটি সূরা রয়েছে, ওই তিন ফলকেই ফিগ বলে।ফল হলে শেয়ার করবো। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ফলটা সম্পর্কে জানানোর জন্য।

 2 years ago 

এখন নতুন করে আরো কিছু চারা গজিয়েছে,তার মধ্যে রয়েছে আমার অতি পছন্দের শসা এবং ঢেঁড়স।

বাগান করতে আমারও খুবই ভালো লাগে। আপনার বাগান করার ধাপগুলো দেখে এবং সুন্দর সব কাজ গুলো দেখে আমারও ইচ্ছে করছে নিজের বাগান নতুনভাবে সাজাতে। আপনি আপনার বাগানে আপনার পছন্দের শসা ও ঢেঁড়স গাছের চারা লাগিয়েছেন দেখে ভালো লাগলো। আসলে নিজের হাতে লাগানো গাছ থেকে যদি ফলন হয় তাহলে তা খেতে অনেক ভালো লাগে এবং মনের মাঝে তৃপ্তি আসে। আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া, তৃপ্তি পাওয়া টাই হচ্ছে বড় ব্যাপার, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার বাগানের চতুর্থ পর্ব মনে হয় একটু লেটে আপনি আমাদের সাথে তুলে ধরেছেন। যদিও তৃতীয় পর্ব পর্যন্ত দেখেছিলাম খুব সুন্দর হয়েছে আপনার বাগানটি। আশা করি এভাবে বাকি এপিসোড গুলো আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অবশ্যই শেয়ার করব, আপনাদের ভালো লাগাটাই আমার ভালোলাগা, পাশে থাকবেন, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এছাড়াও বাগানে আরো রয়েছে, আপেল, পেয়ার, আঙ্গুর, স্ট্রবেরি পিচ এবং ফিগ ফল গাছ, যেগুলোর কিছু কিছু ফুল ফুঁটেছে। ফুল গুলো দেখতে খুবই চমৎকার লাগে।

আপু আপনার বাগানের ফটোগ্রাফি দেখে সত্যিই আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার সাথে বাগানটা তৈরি করছেন।এই সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা আমার খুবই ভালো লেগেছে। আসলে বাগানে আপেল আঙ্গুর স্ট্রবেরি গাছ এর কথা শুনে আরো বেশি ভালো লাগলো। পরবর্তীতে আরো সুন্দরময় আপনার বাগানের ফটো দেখার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

অবশ্যই দেখতে পাবেন ভাইয়া, তবে আরো অনেক সময় লাগবে ফলগুলো দেখতে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার বাগানের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে ।প্রতিটি ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর বেশ ভালো প্রস্তুতি চলছে আপনার বাগানের ।আপনার ফটোগ্রাফি গুলো দেখলেই বোঝা যাচ্ছে এত আপনি বাগানের পিছনে বেশ সময় ব্যয় করেন।খুব ভালোভাবে করেছেন কাজগুলো।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর বাগানের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছো প্রস্তুতি চলছে পুরোদমে, তবে এজন্য অনেক সময় ও পরিশ্রম এর দরকার, তোমার ভাইয়া ছাড়া এটি কখনোই সম্ভব হতো না,অনেক ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

আপু আপনার বাগান দেখে ভীষণ ভালো লাগলো। এর আগেও আপনার বাগানের পর্বগুলো দেখেছিলাম। চারাগাছ গুলোকে বাগানে নিয়ে গেছেন দেখে ভালো লাগলো। তার সাথে তো দেখলাম অনেকগুলো ফুলের গাছ। আমিও চিন্তা করলাম আমাদের ছাদে এইরকম বাগান করব।

 2 years ago 

করে ফেলুন আপু, আসলে নিজের বাগানে ঘোরাঘুরি করতে আনন্দই আলাদা, সাথে পরিতৃপ্তিও পাওয়া যায়, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আর যায় বলুন আপনাদের এত সুন্দর কাজের দক্ষতা দেখে আমি তো মুগ্ধ। গত পর্বে একরকম দেখেছিলাম এবার আরো সুন্দর দেখলাম আশাকরি ভবিষ্যতে পারবে এর চেয়েও মনমুগ্ধকর দেখতে পারবো। যেহেতু গাছগুলো চারা গজিয়ে গেছে, গাছগুলো বড় হবে, হয়তো গাছের ফল ফটোগ্রাফি করে আমাদের মাঝে দেখাবেন। আর ফুলের ফটোগ্রাফি গুলো কি বলবো, এক কথায় অসাধারণ।

 2 years ago 

অবশ্যই ভাইয়া প্রতিটি ধাপ আপনাদের সাথে শেয়ার করব, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার এসব দেখলেই ভালো লাগে।কারণ আমার ও খুব শখ বাগান করার।যা ভালো লাগে আমার।তবে জায়গার অভাব আর খুব একটা পারি না তাই করা হয়না।

 2 years ago (edited)

ছাদে করে ফেলো আপু, ছোট পরিসরে ছাদে করেও মনের তৃপ্তি পাওয়া যায়।

 2 years ago 

একটি পাত্রে চারাগাছ না রেখে ভিন্ন ভিন্ন পাত্রে চারা লাগালে গাছগুলো খুব ভালো হয়। আপনার পছন্দের শসা এবং ঢেঁড়স গাছ আছে এখানে সব মিলিয়ে পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33