মজাদার ভেড়ার মাংসের চাপ এর গ্রিল রেসিপি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মজাদার ভেড়ার মাংসের গ্রিল চাপ এর রেসিপি নিয়ে । খুবই সহজ মজাদার এই রেসিপিটি পরিবারের সকলেরই অনেক পছন্দের।ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি সম্ভব।খুব বেশি উপকরণ লাগে না, মাংস রান্না করতে যে সব উপকরণ লাগে সেগুলো দিলেই হয়ে যাবে, সাথে শুধু অতিরিক্ত টক দই যোগ করতে হবে।আশা করি মজাদার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে , চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

234A985F-3A9A-4E2C-B848-A999119B9FBF.jpeg

চলুন দেখে নেয়া যাক রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবে।

উপকরণপরিমাণ
চাপ৭/৮ পিস
লবনপরিমান মত
আদা রসুন পেষ্ট১ টেবিল চামচ
টক দই১ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার২ চা চামচ
হলুদ গুঁড়া১ চা চামচ
মরিচের গুড়া২ চা চামচ
কারিপাউডার২ চা চামচ
জিরা গুড়া১ চা চামচ
গরম মসলার গুড়া১ চা চামচ
সরিষার তেল১ টেবিল চামচ
ধনে গুড়া১ চা চামচ

কার্যপদ্ধতিঃ

89EF6DD2-DE74-44DF-A427-2D1662E404AA.jpeg967366A5-0404-4E3D-822E-E2ED3EEB795C.jpeg
636BA05E-6137-4AF8-8249-F64092278642.jpegDA32A38B-6E3B-4CE8-8E37-E61C73AFA25B.jpeg
3BBB0CD7-C92A-44E5-ADA5-64549F67BB44.jpeg26E64AC9-A6AA-47FC-84DC-18907B3C1603.jpeg
7D07246B-D731-4FEE-921C-FC26ED855F7B.jpegCE388B90-3231-4E5B-A034-60964B646D4E.jpeg
1BEC9D40-B865-4759-8AEB-4B29576C56AC.jpeg932CFE71-337D-4017-8BD1-3FA3446AA980.jpeg
12DD276F-CCB6-4F01-844D-A1188DA103A6.jpeg80D5C912-D4EB-4722-8998-8350037961D1.jpeg

একে একে সব উপকরণ দিয়ে চাপগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

81EB6365-0390-4747-A6D2-D25C3F0728DC.jpeg

এরপর টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

AE2FB918-F886-4972-BEF2-46089FB7220D.jpeg

এরপর গ্রিল করার জন্য ওভেন ট্রেতে রেখেছি।

8434D8B4-3FB0-4851-B671-169B523E9EFA.jpeg

এরপর ওভেনে 180 ডিগ্রীতে রেখে 45 মিনিটের জন্য রেখে দিয়েছি।

AF3451C6-269B-4FDF-89DB-5888F5DFD0FF.jpeg

45 মিনিট পরে ওভেন থেকে বের করেছি। হয়ে গেল আমার মজাদার ভেড়ার মাংসের চাপের গ্রিল রেসিপি।

C51EB0EB-1346-4C2B-B25B-1AFC2E311094.jpeg

পরিবেশনের জন্য এনেছি।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

মজাদার ভেড়ার মাংসের চাপ এর গ্রিল রেসিপি খুবই লোভনীয় হয়েছে আপু। তবে ভেড়ার মাংস আমার কখনো খাওয়া হয়নি। আমি জানিনা ভেড়ার মাংস খেতে কেমন লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর ভাবে এই মজার রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

মুরগির মাংসের গ্রিল বহুত খাইছি,কিন্তু ভেড়ার মাংসের গ্রিল তো কোনদিন খাওয়া হয় নাই😁।বহুৎ টেস্টি মনে হচ্ছে গ্রিল গুলা।আর তৈরি প্রক্রিয়া গুলা বেশ ভালো ভাবে উপস্থাপন করেছেন😍

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

দশ বারো ধরনের উপাদানের সমন্বয়ে তৈরি খুব সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রান্নার প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব সুন্দর ভাবে প্রক্রিয়াগুলো উপস্থাপন করেছেন ব্লগের মাধ্যমে। আসলেই ওভেনে ট্রেতে রাখা দৃশ্যগুলো খুব ক্লিয়ার। সবমিলিয়ে বলব দারুন একটি রেসিপি

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নাহ! এভাবে ভেড়ার মাংসের চাপ এখনো খাওয়া হয় নাই, রমযান চলে যাচ্ছে তবুও কেউ দাওয়াত দিলো, দুঃখ খুব দুঃখজনক বিষয় এটা হি হি হি।

বেশ দারুণ লাগছে, সত্যি দেখেই অনেকটা অনুমান করা যাচ্ছে খেতে স্বাদের লেভেলটা কি রকম হতে পারে। ধন্যবাদ রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

কেন হাফিজ ভাই আপনাকে তো দাওয়াত দেয়া হয়েছে, আগামী বছর আপনার পরিবারবর্গ সহ দাওয়াত রইলো।

 2 years ago 

আপনি অনেক মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ভেড়ার মাংস এবং গ্রিল রেসিপি টা দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে রেসিপিটি শেয়ার করেছেন দেখেই খেতে ইচ্ছা করছে। এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

জিবে জল আসার মতো একটা রেসিপি শেয়ার করেছেন আপু ভেরার মাংসের গ্রিল চাপ শুনেই তো কেমন লোভ পাছে ভাবছি হাফিজ ভাইয়া এই রেসিপি দেখে কিভাবে না খাইয়া থাকবে😁😄😁আমার খুবই ভালো লেগেছে রেসিপিটা ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

ভেড়ার মাংস কখনোই খাওয়া হয়নি আমার।কারণ বাংলাদেশ এ খুব একটা পাওয়া যায় বলে তো মনে হয়না।তবে আপনার এই চাপ এর গ্রিল বানানো দেখে বেশ ভালো লেগেছে।

 2 years ago (edited)

আমাদের এখানে কিন্তু ভেড়ার মাংস বেশি চলে, গরুর মাংস বা খাসির মাংস এতটা চলে না , আমার কাছে ভালোই লাগে।

 2 years ago 

ভেড়ার মাংস কখনো খাইনি আপু জানিনা এর স্বাদ কেমন তবে অনেকে বলে ভেড়ার মাংস খেতে নাকি খাসির মাংসের মতো। তবে আপনার ভেড়ার মাংসের চাপ এর গ্রিল দেখে আমার খুব খেতে ইচ্ছা করছে। এত সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা দেখেই লোভ সামলাতে পারছিনা। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে নিখুঁত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার মাধ্যমে আমি নতুন একটি রেসিপি শিখলাম। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল আপু। অগ্রিম ঈদ মোবারক।

 2 years ago 

আপনাকেও ঈদ মোবারক আপু। আপনি ঠিক বলেছেন ভেড়ার মাংসের সাথে খাসির মাংসের একটু মিল আছে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু ভেড়ার মাংস কোনোদিন খাই নি। এর স্বাদ সম্পর্কে কোনো ধারণা নেই। আপনার রেসিপির সর্বশেষ ফটোগ্রাফি দেখে জিভে জল চলে এলো। ইচ্ছে করছে এখনই এক পিস নিয়ে টেস্ট করে দেখি। খুব সুন্দরভাবে সম্পূর্ণ রেসিপি টি উপস্থাপন করেছেন আমাদের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এবং শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

অনেক মজা পেলাম আপু আপনার মন্তব্যটি পড়ে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আমি ভেড়ার মাংস কখনোই খাইনি। এর স্বাদ সম্পর্কে আমরা কোন রকমের ধারনা নেই বললেই চলে। কিন্তু আপনার রেসিপিটির ফাইনাল লুক এত সুন্দর হয়েছে যে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়ে ছিলো ভেড়ার চাপ গুলো অনেক সুস্বাদু হয়েছে। একদম পরিষ্কার-পরিচ্ছন্ন একটি রন্ধন প্রক্রিয়া শেয়ার করেছেন আপনি। দেখে আমার বেশ ভাল লেগেছে আপু।

 2 years ago 

বলেছেন আপু খুবই মজার ছিল, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.33
TRX 0.11
JST 0.034
BTC 66598.01
ETH 3236.65
USDT 1.00
SBD 4.66