বিদায় বেলার একটি মুহূর্ত, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমাদের অনেক কষ্টের একটি দিন ছিল। হাজবেন্ড তার ব্যক্তিগত কিছু কাজের জন্য বাংলাদেশে যাচ্ছে আজ। আমরা গত বছর ডিসেম্বর মাসে বাংলাদেশে গিয়েছিলাম বলে তাই এ বছর আর যাচ্ছিনা। যদি সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ আগামী বছর জুলাই মাসে স্কুল হলিডেতে পরিবারের সকলে মিলে বাংলাদেশে যাব। আপনারা অনেকেই হয়ত জানেন বাংলাদেশে আমার বাবা-মা ভাই-বোন আত্মীয়-স্বজন সকলে রয়েছে, তাই ঘনঘন যাওয়া হয় বাংলাদেশে।কিন্তু খুব খারাপ লাগে পরিবারের কেউ মিসিং থাকলে, কি আর করা কাজের তাগিদে মানুষকে এখান থেকে ওখানে ছুটে বেড়াতে হয়। এটাই তো নিয়ম! মেনে নিতেই হয়।

সকালে উঠেই জরুরি কাজকর্ম শেষ করে চলে যাই Heathrow বিমানবন্দরের উদ্দেশ্যে। বাসা থেকে বিমানবন্দরে যেতে প্রায় এক ঘণ্টা সময় লাগে, যদিও আমাদের বাসার কাছেই একটি বিমানবন্দর রয়েছে। করোনা হওয়ার পর থেকে এখান থেকে বাংলাদেশের কোন ফ্লাইট যায় না।তাই হিথ্রো বিমানবন্দর থেকেই আমাদেরকে যেতে হয়। ইংল্যান্ডে যতগুলো বিমানবন্দর রয়েছে তার মধ্যে হিথ্রো বিমানবন্দর সবচেয়ে বড়। বাসা থেকে একটু আগেই বেরিয়ে গিয়েছিলাম, কারণ যদি জ্যাম হয়।কিন্তু রাস্তায় কোন জ্যাম ছিলো না, আমরা খুব শীঘ্রই পৌঁছে যাই।প্রায় তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছে যাই। গিয়ে দেখি বিমানবন্দর একেবারেই ফাঁকা, মানুষ জন খুব কমই যাচ্ছে বাংলাদেশের ফ্লাইটে। কারণ এখন স্কুল হলিডে শেষ হয়ে যাচ্ছে, বাংলাদেশ থেকে এখন আসার টাইম হয়ে গিয়েছে যারা গিয়েছিল তারা এখন ফিরছে। খুব কম লোকজনই এখন যাচ্ছে। বাংলাদেশ বিমানের সিকিউরিটি ম্যান বলল যেখানে সিট থাকে ২৮০ জনের, আজ সেখানে মাত্র দেড়শ জন যাত্রী। তাহলে চিন্তা করুন কি অবস্থা এখন?

31BAB752-A1F0-4CB0-B700-7D59863CE4E6.jpeg

504A7B6D-ECE4-46DB-BEFF-BEDC34BEA422.jpeg

32187CA0-2C9F-40A7-AAF0-1F1A4EB0615A.jpeg

0EC6668F-D5A3-4203-A58E-C2E20F1F2256.jpeg

A3449C18-6582-4394-B913-12583ED7F09F.jpeg

বিমানবন্দরে যাওয়ার সময় কিছু ফটোগ্রাফি।

DD61B776-3D85-41FF-985F-22D7D850FAA8.jpeg

AE1ED758-CCB0-46E7-A23A-5DAD74D7A805.jpeg

966ACDDB-318B-48C1-84E4-15F99F046FEA.jpeg

সবচেয়ে করুণ দৃশ্য ছিল এটি। যাওয়ার সময় দুজনেই বাবাকে জড়িয়ে ধরে কাঁদছিল।কিছুতেই কান্না থামাতে পারছিলাম না।
অবশেষে হাজব্যান্ড কে বিদায় দিয়ে অশ্রু ভরা চোখে সবাই বাসায় ফিরি। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, সে যেন সহিসালামতে আগামীকাল বাংলাদেশে পৌঁছে যায়।

what3words address:

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

সত্যিই ,আপু পরিবারের কেউ দূরে গেলে মন বিষণ্নতায় ভরে যায়।তবুও যেতে ইচ্ছে না করলেও কাজের সূত্রে যেতেই হয়।আশা করি আপনার হাজব্যান্ড ভালোভাবে বাংলাদেশে পৌঁছে গিয়েছেন!শুভকামনা রইলো আপনাদের জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু তোমাদের সকলের দোয়ায় ভালোভাবে পৌঁছে গিয়েছে, অনেক ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

ভাইয়ার যাত্রা শুভ হোক।অনেক দোয়া রইল উনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শেষ ছবিটি দেখে তো আমারই কষ্ট লাগছে। মনে হচ্ছে যে কি দরকার ছিল বাচ্চাদের এভাবে রেখে আসার। খুবই কষ্টকর। আপনার জন্য কষ্টকর হলেও আমাদের জন্য কিছুটা আনন্দের।আশা করি খুব শীঘ্রই ভাইয়ার সঙ্গে দেখা হবে।

 2 years ago 

ইনশাআল্লাহ দেখা হবে।

 2 years ago 

বিদায় সবসময় কষ্টের। আপনার মেয়ে দুজনেই বাবাকে বিদায়ের বেলায় কেঁদে দিয়েছে এটা দেখে খারাপ লাগছে। আশা করি ভাইয়া সহিসালামতে বাংলাদেশে পৌঁছেছে।

 2 years ago 

সত্যিই ওই মুহূর্তটা খুবই বেদনাদায়ক ছিল, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপু। পরিবারের কেউ মিসিং থাকলে সত্যি অনেক খারাপ লাগে। দোয়া করি ভাইয়া যেনো সুন্দর ভাবেই বাংলাদেশে পৌছে আবার কাজ শেষ করে আপনাদের কাছে ফিরে যেতে পারে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বাবাকে জড়িয়ে ধরে আপনার সন্তানদের কান্নার দৃশ্যটির মধ্যে পিতা ও সন্তানদের অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, মায়া-মমতার বহিঃপ্রকাশ ঘটেছে। আপু আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই আপু পরিবারের কেউ মিসিং থাকলে খারাপ লাগে। মেয়েরা তার বাবার জন্য কাদবে এটাই স্বাভাবিক আপু। মেয়েদের বাবার প্রতি নাকি ভালোবাসা বেশি থাকে। দোয়া রইল ভাইয়ার জন্য তিনি ভালোভাবে বাংলাদেশে পৌঁছে যান।

 2 years ago 

জ্বি ভাইয়া সে ভালোভাবেই বাংলাদেশে পৌঁছে গিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ইংল্যান্ডে যতগুলো বিমানবন্দর রয়েছে তার মধ্যে হিথ্রো বিমানবন্দর সবচেয়ে বড়।

নতুন তথ্য জানতে পারলাম, তাছাড়া এক বিমানে ২৮০ টি সিট বিষয়টি আসলেই আশ্চর্যজনক।
দোয়া করি ভাইয়া যেন সহিসালামতে বাংলাদেশে পৌঁছে যায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59508.12
ETH 2603.38
USDT 1.00
SBD 2.39