বাচ্চাকে একটু সময় দেয়ার মাধ্যমে রঙিন কাগজের ফুল তৈরি

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_3649.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মা ও মেয়ের রঙিন কাগজ দিয়ে একটি ফুলের ডাই পোস্ট নিয়ে। আমি মোটেও এ ব্যাপারে দক্ষ নই, শুধুমাত্র মেয়েকে সঙ্গ দেওয়ার জন্য তার সাথে এই কাজটি করেছি। বাচ্চাদেরকে নিয়ে খুবই প্রবলেমে পড়েছি। বাসায় যতক্ষণ থাকবে শুধু ট্যাব, মোবাইল আর টিভি নিয়ে ব্যস্ত থাকবে।তাই এসব থেকে দূরে রাখার জন্য একটু প্রচেষ্টা।আর তারা আমার সাথে এ ধরনের কাজ করতে খুবই ভালোবাসে। যাইহোক তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই কাজটি করেছিলাম। খুব একটা ভালো হয়নি, তবে একেবারে খারাপও হয়নি।আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।


চলুন দেখে নেয়া যাক ফুল তৈরি করতে আমাদের কি কি উপাদান লাগবেঃ
  • রঙিন কাগজ (লাল ও সবুজ)
  • পেন্সিল
  • গ্লু
  • স্কেল
  • সিজার

কার্যপদ্ধতিঃ

IMG_3597.jpeg

ফুল তৈরি করতে যা যা লাগবে।

IMG_3598.jpeg

প্রথমেই সবুজ কাগজটিকে দৈর্ঘ্য ও প্রস্থে ৭ সেন্টিমিটার করে চার পিস করে কেটে নিয়েছি।

IMG_3599.jpeg

এরপর মাঝ বরাবর এভাবে ত্রিকোনাকৃতি করে ভাঁজ করে নিয়েছি।

IMG_3601.jpeg

ঠিক একইভাবে আরও দুইবার ভাঁজ করে নিয়েছি।

IMG_3603.jpeg

এরপর এভাবে ভাঁজ করে নিয়েছি।

IMG_3604.jpeg

এরপর বাড়তি অংশটুকু কেটে ফেলে দিয়ে একটি ভাঁজ খুলে নিয়েছি।

IMG_3611.jpeg

এরপর কাগজের উপরে পেন্সিল দিয়ে পাতার মতো এঁকে নিয়েছি।

IMG_3608.jpeg

এরপর সিজার দিয়ে কেটে নিয়েছি।

IMG_3610.jpeg

এরপর ভাঁজগুলো খুলে নিয়েছি।

IMG_3613.jpeg

এভাবে চারটি ফুল বানিয়ে নিয়েছি।

IMG_3615.jpeg

এরপর লাল কাগজ থেকে দৈর্ঘ্য ও প্রস্থে ২১ ও ৩ সেন্টিমিটার কেটে লম্বালম্বি ভাবে কেটে ভাঁজ করে নিয়েছি।

IMG_3616.jpeg

এরপর মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

IMG_3618.jpegIMG_3619.jpeg

এরপর আরও একবার মাঝ বরাবর ভাঁজ করে সিজার দিয়ে এভাবে কেটে নিয়েছি।

IMG_3621.jpegIMG_3622.jpeg

এরপর প্যাঁচিয়ে গ্লু লাগিয়ে এভাবে জোঁড়া দিয়ে নিয়েছি।

IMG_3624.jpegIMG_3628.jpeg

এরপর সবুজ ফুলগুলিতে গ্লু লাগিয়ে এভাবে একটি উপর একটি রেখে দিয়েছি।

IMG_3629.jpeg

এরপর মাঝ বরাবর গ্লু লাগিয়ে লাল অংশটুকু লাগিয়ে দিয়েছি।

IMG_3635.jpeg

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি সম্পন্ন হল।

IMG_3637.jpeg

এটি আমার মেয়ের তৈরি ফুল।

IMG_3644.jpeg

IMG_3648.jpeg

মা ও মেয়ের তৈরি ফুল।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

আপু আপনি ভালোই করেছেন বাচ্চাদেরকে এসব যান্ত্রিক জিনিস থেকে দূরে রাখতে এসব ডাই শেখাচ্ছেন। এখনকার বাচ্চারা ঘরে বসে সারাদিনে টিভি, মোবাইল ,ল্যাপটপ, ট্যাব, নিয়ে বসে থাকে, যা ওদের জন্য খুবই ক্ষতিকর। খুব সুন্দর কাগজের ফুল তৈরি করেছেন আপু।ভাল লেগেছে।

 last year 

আসলেই আপু, বর্তমান সময়ের অধিকাংশ ছেলে মেয়েরাই মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব এবং টিভি নিয়ে বেশি ব্যস্ত থাকতে পছন্দ করে। কিন্তু তাদের এ ধরনের বদঅভ্যাস থেকে অবশ্যই আমাদেরকে মুক্ত করার চেষ্টা করতে হবে। যাহোক আপু, আপনি আপনার মেয়েকে সঙ্গে করে নিয়ে অনেক সুন্দর একটি রঙিন কাগজের ফুল তৈরি করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের ফুলটি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার এই ফুল তৈরি করার ক্ষেত্রে সবুজ রঙের কাগজটি ভাজ করে নেওয়াটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপু এখন তো বাচ্চারা টিভি ট্যাব মোবাইল ছাড়া কিছুই বুঝেনা। আর তাদেরকে এই নিয়ম থেকে বের করতে হলে অবশ্যই তাদেরকে কিছুটা সময় দিতে হয়। আপনি অনেক বুদ্ধিমতির একটি কাজ করেছেন। তাদের সাথে বসে রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর করে ফুল বানিয়ে নিলেন। কে বলল আপনি খারাপ ফুল বানান। অনেক সুন্দর হয়েছে আপু আপনারবানানো ফুল। আবার ফুল বানানোর প্রতিটি ধাপ আপনি বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি রঙিন ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপু আপনার মতো আমারও এই একই সমস্যা। এখন বেশকিছু দিন স্কুল ছুটি তাই ট্যাব,নয়ত কম্পিউটার নয়ত টিভি নিয়ে বসে থাকবে।তাই নিজে আমি ডাই পোস্ট করি। ছেলেকে দিয়েও বলি তুমি কিছু করো।ছোট হলেও বেশ ভালোই বানাতে পারে।আপনি আপনার মেয়েকে নিয়ে তো দেখছি খুব সুন্দর একটি ফুল করে ফেললেন।দারুন হয়েছে দেখতে।আপনি সবুজ না নিয়ে হলুদ অথবা লাল রঙের কাগজ দিয়ে ফুলটি করলে আরো অনেক বেশি ফুলের সৌন্দর্য ফুটে উঠতো আপু।অনেক ভালো লেগেছে আমার কাছে।আপনার মেয়ে তো খুব খুশি হয়েছে তাই না। ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আসলে বাচ্চারা বাসায় থাকলে মোবাইল, টিভি,ট্যাব নিয়ে সারাক্ষণ পড়ে থাকে, আর আপনি সেগুলোর থেকে দূরে রাখার জন্য এই প্রচেষ্টাটা করেছেন ভালোই করেছেন। আপনার মেয়ে দেখছি অনেক সুন্দর ফুল তৈরি করেছে আপনার সাথে। মোবাইল, টিভি, ট্যাব এগুলোর থেকে বাচ্চাদের যত দূরে রাখা সম্ভব ততই দূরের রাখবেন। আপনার তৈরি এবং আপনার মেয়ের তৈরি এত সুন্দর ফুল দেখে সত্যি একেবারে মুগ্ধ হলাম। আপনার মেয়ে কিন্তু অনেক সুন্দর ফুল তৈরি করতে পারে। আপনার বাচ্চা যেন বড় হয়ে ভালো কিছু করতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই কামনা করি।

 last year 

আপু, রঙিন কাগজের তৈরি জিনিসগুলো তৈরি করতে আপনার তেমন দক্ষতা না থাকলেও আপনি খুবই পারদর্শিতার সাথে চমৎকার করে রঙিন কাগজের ফুল তৈরি করেছেন। আমার বিশ্বাস আপনার মেয়েকে সময় দেয়ার পাশাপাশি চমৎকার এই ফুলটি আপনার মেয়েকে অনেক অনেক আনন্দিত করেছে। আপনার কথাটি ঠিক আপু, এখনকার সময়ে আমাদের ছেলে ও মেয়েরা শুধু মোবাইল, ট্যাব, কিংবা ল্যাপটপে আসক্ত হয়ে গেছে। সে দিক থেকে আপনার মেয়েকে সময় দেয়ার জন্য চমৎকার আইডিয়া বের করেছেন। আমার বিশ্বাস আপনার মেয়ের সাথে কাটানো সময়টুকু আপনি খুবই এনজয় করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর একটি রঙিন কাগজের ফুল তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

বর্তমানে এই সময়ে বাচ্চারা টিভি ল্যাপটপ এগুলো নিয়ে পড়ে থাকে। আসলে আপু কিছু করার নেই যুগের পরিবর্তন। এর মধ্য দিয়ে আমাদের চেষ্টা করতে হবে এইসব জিনিস থেকে এদেরকে বিরত রাখার জন্য। বাচ্চাদের আনন্দ দেয়ার জন্যই আপনি রঙিন কাগজের ফুল তৈরি করেছেন। আপনার তৈরি ফুলটি কিন্তু দারুণ হয়েছে। প্রতিটা ধাপে খুব চমৎকারভাবে ফুল তৈরিতে আমাদেরকে দেখিয়েছেন। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আসলেই আপু বাচ্চাদের এই ধরনের ডিভাইস গুলো থেকে দূরে রাখাই ভালো। আর আপনি বাচ্চাদেরকে এই ধরনের ডিভাইস গুলো থেকে দূরে রাখার জন্য ডাই প্রজেক্ট তৈরি করেছেন। মা মেয়ে দুজনে মিলে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। ফুলের কালার কম্বিনেশন টা তো আমার কাছে বেশ ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 last year 

বাচ্চাদের এভাবে সময় দেওয়া কিন্তু ভালো। না হলে বাচ্চাটা সারাক্ষণ মোবাইল, টিভি, ট্যাব এগুলো নিয়ে পড়ে থাকবে যার জন্য ভবিষ্যতে খারাপ কিছু হতে পারে। আর বাচ্চাদেরকে একটু ভালো কিছু করানোর জন্য তাদের পাশে এভাবে থাকলে এবং তাদেরকে একটু সময় দিলে ভালোই হবে। আপনি এবং আপনার মেয়ে দুইজনে মিলে খুবই সুন্দর রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছিলেন। আপনার মেয়ে কিন্তু অনেক সুন্দর ফুল তৈরি করে। দুইজনের ফুলটাই খুব সুন্দর লাগছে। ফুলের ভেতরে লাল রংয়ের রঙিন কাগজ দিয়ে দেওয়ার কারণে খুব সুন্দর লাগছে।

 last year 

বর্তমান সময়ে বাচ্চারা আসলেই মোবাইল ট্যাব যত রকমের সোশ্যাল মিডিয়া আছে এসবের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে পড়েছে যেটা সত্যিই অনেক বেশি কষ্ট সাধ্য। আপনার এই ছোট্ট উদ্যোগ আমার কাছে অনেক বেশি ভালো লাগলো বাচ্চাদেরকে ওসবের থেকে দূরে রাখার জন্য রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে রঙিন কাগজের এত সুন্দর একটি ফুল তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56160.19
ETH 2367.48
USDT 1.00
SBD 2.31