"এসো নিজে করি" (DIY), টিস্যু  পেপার দিয়ে একটি ফুল বানানো (10% beneficiary to @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি diy project নিয়ে।এই প্রথম এসো নিজে করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি ,আসা করি আপনাদের ভাল লাগবে। আসলে diy project এতো সহজ একটি কাজ নয় , এটি তৈরি করতে যথেষ্ট খাটনির প্রয়োজন হয়, না করলে বোঝা যায়না, যারা অংশগ্রহণ করে তারা বোঝে এবং যথেষ্ট সময়ের প্রয়োজন হয়। আমিও অনেক সময় নিয়ে এই কাজটি করেছি ।চলুন চলে যাওয়া যাক তাহলে আমার diy project এ।

আজকে আমি আপনাদেরকে দেখাবো টিস্যু পেপার দিয়ে কিভাবে একটি ফুল বানানো যায়।

4151E01C-EF6A-483C-9826-BB6B2B3988D1.jpeg

চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ফুলটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে?

  • তিন পিস টিস্যু পেপার
  • ২ টি সাদা পেপার
  • একটি স্কেল
  • সবুজ কালার পেন্সিল
  • সেলো টেপ
  • গ্লু
  • সুতা

2EE1791F-C009-4CAA-A383-93731A6E43C4.jpeg

প্রয়োজনীয় উপকরণ:

কার্যপদ্ধতি:

প্রথমে টিস্যুটিকে লম্বালম্বিভাবে সমান করে ভাঁজ করে নিয়েছি।

E065DDA5-E01D-4642-B610-64776D2E9116.jpeg

69FEF8D2-1300-433F-AD99-F9AB5B3C4F61.jpeg

এরপর ট্রায়াঙ্গেল করে টিস্যু দুই পাশ কেটে নিয়েছি।

ACA2D278-DA70-4DAB-903B-C952B191B45C.jpeg

5B1A0508-E6D7-4994-9788-C2FEAD032987.jpeg

এরপর টিস্যুকে ভাঁজ করে নিয়েছি, টিস্যুর এই ভাঁজ টিকে ভালভাবে আপনাদেরকে দেখাতে পারছিনা তাই একটি কাগজ ভাঁজ করে আপনাদের দেখাচ্ছি, ঠিক এভাবে ভাঁজ করতে হবে।

5B059E62-3827-4DD4-A690-27F61B32C87A.jpeg

A0785B24-E922-41D1-92C6-9741BC5C625B.jpeg

এরপর ভাঁজ হয়ে গেলে ভাঁজ এর মাজখানে সুতা দিয়ে ভালোভাবে বেঁধে নিতে হবে।

290FD7DF-5528-4982-8267-63B7738BDF24.jpeg

6572E7B4-43BE-4F96-A48A-53FA6A4FA755.jpeg

6D30E2A0-172A-4E06-A51D-34F1B09CE77C.jpeg

প্রতিটি ভাঁজে ভাঁজে টিস্যুর তিনটি করে প্লট আছে প্লটগুলো আস্তে আস্তে খুলতে হবে। দুইপাশেই এভাবে খুলে ফেলতে হবে।

A64EFDF3-ECC9-4FDE-8F22-53B4A585A69B.jpeg

01498EA5-3B81-430E-AD24-7CF813A8C20A.jpeg

2EA7B90D-5C09-4091-A4D7-9EE2844FB9F5.jpeg

2696811A-100D-46E7-96C5-DAE73E805E70.jpeg

এরপর নিচের দিকে হাঁত দিয়ে চেপে এভাবে ফুলের আকৃতিতে আনতে হবে।

9631D50D-10C5-4CD7-A38E-319457B7CCEF.jpeg

D59A5E5E-7F7B-4164-917F-36D50B0FE362.jpeg

ধাপ ২:

এবার একটি পেপার কেটে লম্বা ও চওড়ায় ২১ সেন্টিমিটার ও ১০ সেন্টিমিটার এবং অন্য আরেকটি পেপার ১০ সেন্টিমিটার ও ৮ সেন্টিমিটার করে কেটে নিয়েছি।

3A4D6CBF-DAC4-4FA8-923B-031968F8CC98.jpeg

এ কাগজ দুটি সবুজ কালারের হলে ভালো হতো, আমার সবুজ কালারের কোন কাগজ ছিল না তাই সবুজ কালার পেন্সিল দিয়ে কালার করে নিয়েছি।

00BA9CE0-FB3A-49D9-A17D-F8CE09494792.jpeg

এরপর বড় পেপারটির এক কর্নার থেকে এভাবে ভাঁজ করে নিতে হবে এবং ভাঁজের একটু শেষে গ্লু লাগিয়ে ভাঁজ শেষ করেছি যেন না খুলে যায়।

8EE594D2-679A-412C-BADA-A16A11EF8F41.jpeg

2C1EBDF3-86E6-4871-B9C2-FE59C7E51675.jpeg

018E537B-8344-4A79-8326-384FBEDF2DFA.jpeg

এরপর কাগজটির মাথা সেলো টেপ এর সাহায্যে ফুলের নিচের দিকে যুক্ত করে দিয়েছি।

D1CACCD7-B6BE-4FBB-A015-73AE1C4272B6.jpeg

এবার ছোট পেপারটি মাঝখান থেকে ভাঁজ করে একটি পাতার শেপে কেটে নিয়েছি ।এরপর ওই পাতায় গ্লু লাগিয়ে ফুলের দন্ডের সাথে লাগিয়ে দিয়েছি।

4B4AAAC4-6B87-4909-98AD-AB377A1D30AD.jpeg

F8A06039-C9F6-46E6-815D-0A2C5887A874.jpeg

90DDE17E-A2FE-45F3-BA72-0E5D9AFD7D66.jpeg

1FFBF72C-D541-4A3E-8FE1-668B3BA0DB09.jpeg

8AE8A53A-44AB-4DBB-B6E5-0149CECD4AA1.jpeg

হয়ে গেল আমার টিস্যু পেপারের সাহায্যে একটি ফুল বানানো। মনে হচ্ছে এ যেন একটু সত্যিকারের ফুল।

Photographer@tangera
DeviceI phone 10 X max

বন্ধুরা এটি ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের ভাল লেগেছে ।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

টিসু পেপার দিয়ে আপনি অসাধারণ ফুল তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপনার জন্য শুভকামনা থাকলো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আপনার জন্যও শুভকামনা।

 3 years ago 

বাহ্ আপু আপনি তো টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর ফুল বানিয়ে আছেন। আর ধাপে ধাপে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

টিসু পেপার দিয়ে অনেক সুন্দর একটি ফুল বানিয়েছেন আবার তা আমাদের মঝে ভাগাভাগি করেছেন।আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

টিসু পেপার দিয়ে তৈরি ফুলটা অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ আপু,আপনি টিসু পেপার দিয়ে অনেক সুন্দর একটি ফুল বানিয়েছেন। যেটা দেখে আমি সত্যিই অবাক হয়েছি।

হয়ে গেল আমার টিস্যু পেপারের সাহায্যে একটি ফুল বানানো। মনে হচ্ছে এ যেন একটু সত্যিকারের ফুল।

সত্যিই এটা প্রথম বার যে কেউ দেখলে ভাববে সত্যিকারের সাদা গোলাপ,অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন আপু,শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

টিস্যু দিয়ে অনেক সুন্দর একটি ফুল বানিয়েছেন। আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

সত্যিই মনে হচ্ছে এটা সত্যি কারের ফুল। আর হা আপু আমরাও জানি এসো নিজে করি""প্রযুক্তি অত্যন্ত সময় নিয়ে করতে হয়। বিশেষ করে সময়ের অভাবে আমি এখন পর্যন্ত একটি কাজও করতে পারিনি।

অনেক সুন্দর মানের ফুলের আকর্ষণ তৈরি করেছেন আপনি

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

টিস্যু পেপার দিয়ে তৈরি ফুলটা খুবই সুন্দর হয়েছে। আপনার হাতের কাজের তুলনা নেই। এবং ফুল তৈরির ফটোগ্রাফি গুলো সুন্দরভাবে দিয়েছেন এবং ধাপে ধাপে উপস্থাপনা টাও খুব ভালো ছিল।।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু কত বেশি যে সুন্দর হয়েছে তা বলার বাইরে। আমি আগে ভাবতাম টিস্যু দিয়ে ফুল বানানো বুঝি অনেক কঠিন।কিন্তু আপনার কাজ থেকে বুঝতে পারছি এই কাজটি অনেক সোজা ।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ফুলগুলো দেখতে খুব সুন্দর বন্ধু, শেয়ার করার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64319.13
ETH 3411.87
USDT 1.00
SBD 2.51