লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থান পরিদর্শন, সাথে কিছু ফটোগ্রাফি, পর্বঃ ১৮

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।প্রচন্ড ঠান্ডা পড়েছে আজ, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি এবং সর্বোচ্চ ১৪ ডিগ্রি।বাইরে প্রচন্ড বাতাস, তবে দুপুর টাইমে একটু রোদের দেখা পেয়েছিলাম। যাইহোক লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থানের ১৮তম পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। যখন আমরা এই ভ্রমণ গুলো করেছিলাম তখন আবার প্রচন্ড গরম ছিল, প্রায় ৩৫ ডিগ্রী তাপমাত্রা ছিল। গত পর্বে আমরা লন্ডন বিগ বাসে ভ্রমণ করে লন্ডন শহরের অনেকটা অংশ ঘুরে যে সকল ফটোগ্রাফি তুলেছিলাম তার প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করেছিলাম।আজকে তার ২য় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম।আবারও মনে করিয়ে দিচ্ছি লন্ডন বিগ বাস এ ভ্রমনের এই ব্যবস্থা মূলত টুরিস্টদের জন্যই করা হয়েছে। কারণ উদ্দেশ্য হচ্ছে অল্প সময়ে টুরিস্টদের জন্য লন্ডনের বিশেষ কিছু স্থান ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করা । আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম লন্ডন গ্রীন পার্ক থেকে ।সেখান থেকে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে লন্ডন ওয়েস্ট মিনিস্টার পর্যন্ত কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

CB503903-5357-413F-8314-80165D325CB7.jpeg

796FE5D5-90DE-48FA-81CD-C0B7079CFC9C.jpeg

E093AD07-0FDA-4D4A-B546-987F0808D41C.jpeg

6807E1C8-E2BD-4112-8F4D-CB48BED97077.jpeg

7E83B409-5836-40E6-B1E7-594FB2BEF256.jpeg

58FB2D17-EC2F-4E75-895E-44027B199EDE.jpeg

DC205BB4-430D-4C02-8285-53AEBEC5ED2C.jpeg

C01CFD6C-DD9A-4C53-8F9F-5980E1B8547D.jpeg

দেখুন এই পোকাটি দেখতে মনে হচ্ছে সত্যি কারের একটি পোকা, কত সুন্দর করে বানিয়ে রেখেছে।

0B53BD02-3963-44F4-A48B-0657C2E6DFB4.jpeg

BBC0BE47-0BB2-4CDE-950A-16BCFB079011.jpeg

5F7128E5-6833-424D-A239-158737625987.jpeg

D1425411-EA23-433D-83A7-D679BF912910.jpeg

0FE6010A-B2BE-44CF-8229-CA0C876FFA5C.jpeg

দেখুন কত সুন্দর করে মূর্তি দিয়ে বিল্ডিংয়ের কারুকার্য করা। জুম করলে ভালোভাবে দেখতে পাবেন।সিটি অফ ওয়েস্ট মিনিস্টার থেকে এই ফটোগ্রাফি গুলো নেয়া হয়েছে।

4B511DE8-3ED6-4278-90CD-BA4DF26A69EC.jpeg

উপরের ফটোগ্রাফি টি যখন পার্লামেন্টের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন নেয়া হয়েছে।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের ভাল লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

সর্বোচ্চ ১৪ ডিগ্রী? আর আমাদের এখানে সর্বনিম্ন ১৪ ডিগ্রি হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় । তাহলে তো প্রচুর ঠান্ডা পরছে এখন আপনাদের ওখানে। আপনার বিগ বাসে লন্ডন ভ্রমণের আগের পর্বটি দেখেছিলাম খুব ভালো লেগেছিল আজকের পর্বেও খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম । এই বিগ বাসে ঘুরলে একবারে লন্ডন শহর ঘোরা হয়ে যায় যা দেখে খুবই ভালো লাগলো দেখে তো আমারই যেতে ইচ্ছা করছে।

আমাদের কলকাতায় আজকের তাপমাত্রা ৩০°সেলসিয়াস। তার মানে আপনাদের ওখানে তো প্রচুর ঠান্ডা। জানিনা কখনো এই জিনিসগুলো সামনাসামনি দেখতে পারবো কিনা, তবে আপনার শেয়ার করো ফটোর মাধ্যমে অনেক কিছুই দেখতে পারলাম। ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর এবং স্পষ্ট হয়েছে।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

ইংল্যান্ডের টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন শহরটি চকচকে রোদে দেখতে অসাধারণ লাগছে। বিগ বাসে চড়ে আপনি আমাদের জন্য যে ছবিগুলো শেয়ার করেছেন তা আসলেই মনমুগ্ধকর। আপনার শেয়ারকৃত সবগুলো ছবি আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে সিটি অফ ওয়েস্ট মিনিস্টার। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি তাহলে তো তাপমাএা অনেক কম।আর আমাদের বাংলাদেশে এখনও ফ্যান চালাতে হয়।ঢাকাতে তেমন শীতই পড়েনি।যাই হোক আপেলের সাথে পোকাটি দেখে মনে হচ্ছে আসলেই সত্যিকারি।সবগুলো ফটোগ্রাফি বেশ সুন্দর। ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

ওয়ালাইকুম আসসালাম,
লন্ডনে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রী সেলসিয়াস ছিল তাহলে তো অনেক শীত পরছে ওখানে। আর বাংলাদেশ আমি যেখানে আছি এখানে ২৫ ডিগ্রি সেলসিয়াস। যাহোক আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে লন্ডন থেকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের উপহার দেয়ার জন্য।

 2 years ago 

লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থান পরিদর্শনের কয়েকটি পর্ব দেখেছিলাম।ঝকঝকে শহরের ঐতিহ্য বাহী স্থানের ফটোগ্রাফি দেখতে ভালো লাগে। আপেলের উপর পোকাটাকে দেখতে সত্যি বাস্তব মনে হচ্ছে।পার্লামেন্টের পাশের ফটোগ্রাফি টি ও অনেক সুন্দর হয়েছে আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

লন্ডনের ঐতিহ্যবাহী ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ফটোগ্রাফি সত্যিই অসাধারণ। শহরটি খুবই সুন্দর। আপনার ফটো গুলো মাধ্যমে দেখতে পেলাম এবং পোকাটি দেখে আমি অবাক হয়ে গেছি। সত্যিকারে প্রকার মত লাগছে।

 2 years ago 

আপনার এই সিরিজের একটা পোস্টও আমি মিস করিনি। আপনার দক্ষ ফটোগ্রাফিতে ফুটে উঠা লন্ডনের ঐতিহ্যবাহী জায়গা গুলো। এগুলো কেউ মিস করে। আজকের সবগুলো ফটোগ্রাফি চমৎকার ছিল আপু। নতুন কিছু দেখলাম। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

দেখছি আপনাদের ওখানে অনেক বেশি শীত পড়ছে। আমাদের দেশের তুলনায় তো অনেক বেশি ঠান্ডা। আপনার এই পর্বগুলো আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে পোকাটি দেখে আমিও ভেবেছিলাম সত্যিকারের একটি পোকা। আর আপনার ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ লাগে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64116.01
ETH 2758.41
USDT 1.00
SBD 2.65