ব্রাইটন সমুদ্রসৈকত ভ্রমন, শেষ পর্ব (10 beneficiary @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ব্রাইটন সমুদ্র সৈকত ভ্রমণের শেষ পর্ব নিয়ে ।আপনারা অনেকেই জানেন কিছুদিন আগে আমি ও আমার পরিবারের সকলকে নিয়ে ব্রাইটন সমুদ্র সৈকতে ভ্রমন করেছিলাম, ইতিমধ্যে আপনাদের সাথে একটি পর্ব শেয়ার করেছি,আজকে হাজির হয়েছি তার শেষ পর্ব নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।

A7F42206-5962-4D07-B63A-983A7D289A59.jpeg

যখনই এ সমুদ্র ভ্রমণ করতে যাই তখনই আমার বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের কথা মনে পড়ে যায়, কক্সবাজার সমুদ্র সৈকতের সাথে পৃথিবীর কোন সৈকতেরই তুলনা হয় না। কক্সবাজার সমুদ্র সৈকতের প্রতি অন্যরকম একটা টান অনুভব করি। বীচের উপর দিয়ে যখন হেঁটে যাই, তখন অন্য এক রকম ফিলিংস উপলব্ধি করি, কারণ এর বীচটি অনেক সফট ও বালুকাময়।বীচের তীর দিয়ে খালি পায়ে শুধু হাঁটতেই মন চায়। কিন্তু এই ব্রাইটন সমুদ্রসৈকতে হেঁটে আরাম পাওয়া যায়না, কারণ সৈকত জুড়ে রয়েছে শুধু ছোট ছোট পাথর আর পাথর। কিন্তু এর চারপাশের পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর ভাবে সবকিছু সাজিয়ে রাখা হয়েছে, এ কারণেই এই বীচটি অনেক সুন্দর লাগে। আমার এই আজকের পর্বটি সাজিয়েছি মনমুগ্ধকর কতগুলো ফটোগ্রাফি দিয়ে, চলুন ফটোগ্রাফি গুলো উপভোগ করা যাক।

F81E1E19-B8D2-4911-87D7-1031276F24EA.jpeg

7119D7D7-6C36-4876-9CBC-0F38794F857E.jpeg

54AC992A-DB01-4025-A5CF-7E5AE1DD0F34.jpeg

DA78B0FC-3BE8-4845-BA41-9F691E27CB1D.jpeg

7B225029-946E-4A63-A73A-2057BBCF0E02.jpeg

9FB488FC-A448-4695-B686-2A1A24811D0F.jpeg

86F7B497-E477-4CE1-B176-8267E2006CAD.jpeg

2AF9EEE7-FA8A-4262-B43D-3F6B4CE40C8C.jpeg

8448D32A-772B-46CA-A36F-ED92B7693ED1.jpeg

75B79BD3-D7C2-48DE-8FFE-1F94254C3D40.jpeg

134C5612-8CFA-4BEC-87AB-C7D156385380.jpeg

DEF51408-F522-4EF3-A474-356A5BF13ECB.jpeg

840F57B8-FFA1-415A-BE74-0B3A46FDD097.jpeg

06260D80-F610-4ABA-84CA-5D8E399CD632.jpeg

এ বীচ এর অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি সমুদ্রের উপর দিয়ে উড়ে বেড়াচ্ছিল এবং তীর দিয়ে কিছু কিছু হেঁটে বেড়াচ্ছিল যা দেখতে খুবই সুন্দর লাগছিল। এখন এদেশে ওয়েদার একটু ঠান্ডা, আর সমুদ্রের পানিও অনেক ঠান্ডা, তাই এ সময়ে পানিতে নেমে আরাম পাওয়া যায় নি। আমার বড় মেয়েটির অনেক সাহস, ও পানিতে নেমে গিয়েছিল এবং কাপড়চোপড় গুলো ভিজিয়ে ফেলেছিল , আর ছোট মেয়ে খুবই ভীতু ও পানিতে নামতে পারেনি, তাই ওর বাবা ওকে কোলে নিয়ে পানিতে নেমেছিল।

2000A0C8-4FE5-4D52-B013-0A44DC04B488.jpeg

957C2310-CD66-4377-815D-A234BCA40E58.jpeg

9FDC6C68-F87D-4646-9A5D-AA2A2B5F3DF9.jpeg

B64A4388-9EA9-4C8C-909A-7D71021E0A0C.jpeg

C753A14C-7F14-48F2-8979-D74C9F0BE6B5.jpeg

0017E940-AF85-45A0-A1C1-A568FF86B830.jpeg

441B928C-D6BC-49F9-8503-B726A485146B.jpeg

সবগুলো ফটোগ্রাফির what3words address.
https://w3w.co/small.attend.tone

বাসা থেকে আসার সময় আমরা বিরিয়ানি বানিয়ে নিয়ে এসেছিলাম, কারণ এলাকাটি অনেক বড়, পুরো এলাকা ঘুরে দেখতে অনেক সময় লাগে , তাছাড়া বীচে গেলে টাইম একটু বেশি লাগে, মন চায় না ফিরে আসতে। যদিও এখানে খাওয়ার অনেক ব্যবস্থা আছে কিন্তু কোথাও হালাল খাবার নেই, তাই আমাদের এই আয়োজন। খাওয়া-দাওয়া শেষে আর একটু ঘোরাফেরা করে অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেলাম।

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স

আশা করি আমার এই আজকের আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

Cc: @rme

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

দারুন লাগলো। প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত হয়ে আছে। আপনার ফটোগ্রাফির হাত ও খুব ভালো। দারুন সময় উপভোগ করেছিলেন। ছবি গুলি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ আপনার এলাকার সৈকতের সৌন্দর্যের পরিবেশ আশ্চর্যজনকভাবে ভাল।

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

অসাধারণ একটি পর্যটন এলাকা এটি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। সতস্ফূর্ত ভাবে আপনি পর্যন্ত কেন্দ্রটি ঘুরে ঘুরে উপভোগ করেছেন।সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

সমুদ্র সৈকত টা অসাধারণ ছিল। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনি এবারও অনেক সুন্দর একটি স্থানের অনেকগুলো ফটোগ্রাফি তুলে ধরেছেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

🙂🙂

 3 years ago 

ছবিগুলো খুবই সুন্দর হয়েছে।খুবই সুন্দর সময় কাটিয়েছেন সমুদ্রের পারে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তোমাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

প্রতিটি ছবি খুব সুন্দর আপু।পাখিগুলি অনেক সুন্দর দেখতে।খুব সুন্দর সময় উপভোগ করেছেন দেখে ভালো লাগলো ।ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।

 3 years ago 

ও আপু আমাকেও নিয়ে যাইয়েন একদিন 😉।দুষ্টামি করলাম আপু।
ছবি গুলো খুব দারুণ হয়েছে, বিশেষ করে সমুদ্রের পাড়টা বেশি জোস।নুড়ি পাথরগুলো বেশি সুন্দর আর পাখিগুলোও কি সুন্দর পাশে পাশে এসে বসছে।সব মিলিয়ে খুব সুন্দর।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.031
BTC 68870.08
ETH 3734.86
USDT 1.00
SBD 3.73