মজাদার চিকেন সাসলিক রেসিপি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মজাদার চিকেন সাসলিক এর রেসিপি নিয়ে। খুবই মজাদার একটি রেসিপি রেস্টুরেন্ট আমরা যেভাবে খাই, ঠিক তেমন স্বাদ।আমার অনেক পছন্দের একটি খাবার।আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে , চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

CCA4879F-867A-47D3-B067-BF619A9790C4.jpeg

চলুন দেখে নেয়া যাক রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবে।

উপকরণপরিমাণ
চিকেন ব্রেস্টদুই পিচ
ক্যাপসিকামতিন টি ( তিন কালারের)
টমেটোদুইটি
পিঁয়াজএকটি
হলুদএক চা চামচ
টক দইএক টেবিল চামচ
লেবুর রসএক টেবিল চামচ
ফুঁড কালারহাফ চা চামচ
সরিষার তেলএক টেবিল চামচ
মরিচের গুঁড়াহাফ চা চামচ
আদা রসুন পেস্টদেড় চা চামচ
মিন্ট সসএক চা চামচ
টিক্কাপেষ্টএক চা চামচ
তান্দুরী পেষ্টএক চা চামচ
কাশ্মীরি পেস্টএক চা চামচ
গরম মসলার গুঁড়াহাফ চামচ
কারিপাউডারএক চা চামচ
লবনপরিমান মত
বারবিকিউ স্টিক৫/৬ টি

কার্যপদ্ধতিঃ

1469D21E-8E9F-4367-AF81-03E1B9D82A14.jpeg

8DFE74B0-16A6-41D5-B999-4B5F8471466F.jpeg

প্রথমে চিকেন ব্রেস্ট দুইটি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আদা রসুন, লেবুর রস ও মিন্ট সস দিয়ে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি।

E9EA2418-45FA-4C61-BA7E-D0CBC95D6882.jpeg

এরপর ক্যাপসিকাম গুলো, পিয়াজ ও টমেটো এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে হলুদ লবণ ও মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করে রেখেছি।

D5F0D137-0B3F-4E66-ACBA-B6656CC82801.jpeg

1C1F1B6C-5E61-48C0-84D5-7607E21152EA.jpeg

3464ADCC-DC1E-484D-B5AB-EF188D03E9C1.jpeg

27AE4778-95F5-4163-8896-EF9CFABCA575.jpeg

204A0F20-C94B-4B37-876C-B6F914C17521.jpeg

এরপর একে একে করে বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছি।

1BEE2F38-0624-4BC1-8021-62E320A111B6.jpeg

7F377F13-0D86-4C6D-A265-1014F798E100.jpeg

এরপর বারবিকিউ স্টিক এ একে একে করে ম্যারিনেট করা টমেটো,চিকেন ,পেঁয়াজ ক্যাপসিকাম এভাবে গেঁথে নিয়েছি।

FDE27B73-E0E4-4C22-A276-9106FDC2037B.jpeg

801E6E44-040A-4551-8D04-2B0574E257CB.jpeg

এরপর ওভেনে 180 ডিগ্রীতে রেখে 45 মিনিটের জন্য রেখেদিয়েছি।

7D3D3FB4-7894-4BDF-922A-2A06531DEE05.jpeg

45 মিনিট পরে বের করেছি, হয়ে গেল আমার মজাদার চিকেন সাসলিক রেসিপি।

1BC937DA-8E44-4B78-80FD-FEBD917D7448.jpeg

পরিবেশনের জন্য এনেছি, সাথে কিছু চিকেন বল দিয়ে দিয়েছি।চিকেন বল এর রেসিপি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 3 years ago 

মজাদার চিকেন সাসলিক রেসিপি দেখতে খুবই লোভনীয় লাগছে। আশাকরি খেতেও অনেক মজা হবে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জি ভাইয়া খেতে অনেক মজার ছিল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চিকেন সাসলিক আমার খুবই পছন্দের। মাঝে মাঝেই আমি বাহিরে গেলেই চিকেন সাসলিক খাই।
তবে জানতাম না কিভাবে চিকেন সাসলিক তৈরি করা হয়, আপনার রেসিপিটি দেখে শিখে নিলাম।
যাইহোক আপনার তৈরি করা চিকেন সাসলিক গুলো দেখে মনে হচ্ছে খেতে খুবই মজার হয়েছে। আমারতো দেখেই খেতে ইচ্ছা করছে।
ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

জি ভাইয়া খেতে অনেক মজা হয়েছিল, অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চিকেন সাসলিক 😋😋!! আমার তো খুবই পছন্দের। রমজান মাসে এমন সময় এই রেসিপি দেখে লোভ সামলানো সত্যিই খুব কষ্টকর। আমি নিজের বাসায় অনেকবার চিকেন সাসলিক বানিয়ে খেয়েছি। আমার কাছে খুব ভালো লাগে এই খাবারটি। অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে এত লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

চিকেন সাসলিক খেতে অনেক বেশি মজার আপু। এটা আমার অনেক বেশি পছন্দ আপনি আজকে আমাদের মাঝে খুব সহজে চিকেন সাসলিক তৈরি করার পদ্ধতি উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আর আপনার এ সাসলিক খেতে খুব মজার হয়েছিল সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

চিকেন সাসলিক আমার খুবই পছন্দ আপু। তবে জানা ছিল না বাসায় কিভাবে তৈরি করে। আজকে আপনার রেসিপি দেখে শিখে নিলাম। আপনার রেসিপি দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

জেনে খুব ভালো লাগলো আপনার ভালো লেগেছে, অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

বাহ একদম লোভনীয় একটা রেসিপি তৈরি করেন আপু। এটা কিন্তু আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। নিজে কখনো তৈরি করা হয়নি। আপনার রেসিপি দেখে শিখে নিলাম। কখনো তৈরি করে দেখব নিশ্চয়ই খেতে সুস্বাদু হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

তৈরি করে দেখবেন আপু, আসলেই অনেক মজার ছিল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চিকেন সাসলিক অনেক দিন হলো খাওয়া হয় না ,রমজানে বাহিরে খুবই কম যাওয়া হয় এবং বাহিরের খাবার ও খুবই কম খাই।আপনি অনেক মজাদার রেসিপি শেয়ার করছেন।এতো সুন্দর করে আপনি তৈরী খুবিই ভালো লাগলো।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

বাসায় বানালে অনেক স্বাস্থ্য সম্মত হয় এবং এর স্বাদ ও অনেক মজার হয়, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার রেসিপি দেখে মনে হচ্ছে যে আপনার বাসায় গিয়ে খেয়ে আসি। এটা তো আর সম্ভব না। আপনার রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে সবকিছু র্বণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপের বর্ণনা দিয়েছেন। হেরও সুন্দর একটি চিকেন সাসলিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

মজাদার চিকেন সাসলিক রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। সত্যিই অসাধারণ। আপনি খুবই সুন্দরভাবে রেসিপিটি তৈরি করলেন। রেসিপির উপস্থাপন খুবই সুন্দর হয়েছে। এত লোভনীয় রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এমন একটি লোভনীয় রেসিপি দেখে কি নিজেকে সামলানো যায় বলেন তো আপু?আসলে এই চিকেন সাসলিক দেখেই আমার মুখে পানি এসে গেল ।আর আপনি এতো সুন্দর করে সবগুলো মসলা দিয়ে তৈরি করেছেন যা নিশ্চিন্তেই বলা যায় খুব সুস্বাদু হয়েছে ,খেয়ে দেখা লাগবেনা। অনেক অনেক লোভ লেগে গেলো আপু আজকের রেসিপি দেখে।

 3 years ago 

আপনার তো দেখছি অনেক কনফিডেন্স আছে, সত্যিই অনেক মজার ছিল। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81242.61
ETH 3198.79
USDT 1.00
SBD 2.79