ঈদের আগের দিনের ব্যস্তময় দিনটি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম,

ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা ।বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি। দেখতে দেখতেই আবার ঈদ চলে এলো, এইতো মনে হলো কিছুদিন আগে ঈদুল ফিতর উদযাপন করলাম। সময় আসলেই কারেন্টের মত চলে যায়। আমরা শনিবারে ঈদ উদযাপন করছি, বাংলাদেশের একদিন আগে। এই কয়েকটি দিন খুবই ব্যস্ততার সাথে কাটছে, সময় পাচ্ছিনা স্টিমিট এ ঢুকতে, অনেক কমেন্টস পড়ে আছে রিপ্লাইও দিতে পারছি না। যাই হোক ঈদ চলে যাক তারপর আবার রেগুলার হয়ে যাব। খুব মনে পরে ছোটবেলায় যখন ঈদ উদযাপন করতাম তখন কতই না আনন্দ ছিল, কিন্তু এখন আর আগের মতো আনন্দ হয় না। এখন অনেক কাজ, আর দায়িত্বের মধ্যে বাঁধা পড়ে আছি। সোনালী সেই দিন গুলো খুব বেশি মনে পড়ে। যাই হোক আজকে আমি আপনাদের সাথে আমার ঈদের আগের দিনের প্রস্তুতি কিভাবে নিয়েছি তার কিছু অংশ শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে।

D09007B9-BD74-4074-B388-43A8ABCF944D.jpeg

প্রতিবছর ঈদ আসলেই ঈদের আগের দিন সকল প্রকার রান্না-বান্না শেষ করে ফেলি, ঈদের দিন কোন কাজ রাখিনা। ঈদের দিনটি পরিবার নিয়ে উপভোগ করার জন্য যাবতীয় কাজকর্ম আগের দিনই শেষ করে রাখি। বাংলাদেশে দেখেছি মা ও বোনেরা তারা ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে একটুও রিলাক্স করতে পারেন না। কিন্তু আমাদের ইংল্যান্ডের সিস্টেম বাংলাদেশ থেকে ভিন্ন, এখানে প্রায় প্রতিটি পরিবারেই ঈদের দিন তাদের সকল প্রকার রান্না-বান্না শেষ করে ফেলে ।আর ঈদের দিন সারাদিন ঘোরাঘুরি আর আত্মীয় স্বজন ও পরিবার নিয়ে সময় কাটায়। দিনটি তারা পুরোমাত্রায় কাজে লাগায়। আমার বেলায়ও তাই, সেই ভোর সাড়ে ছয়টায় উঠে রাত 11 টা পর্যন্ত কাজ করে গিয়েছি একটানা। যথেষ্ট পরিশ্রম করতে হয় ঈদের আগের দিনটিতে। বাংলাদেশের মানুষের তাও একটু শান্তি আছে কারণ তাদের সাহায্য করার জন্য কাজের লোক থাকে, কিন্তু আমাদের এখানে এ ধরনের কোনো সিস্টেম নেই, নিজের কাজ নিজেই করতে হয়।

189528D6-ABAC-4EC6-BDAE-645301AE21AD.jpeg

718FE0D0-EB14-4395-8F31-9588AA434138.jpeg

6B3DD8E7-5B91-426F-8366-5F452D77F1B6.jpeg

F31DFDC1-5AF4-4634-90B0-0A1B4309358D.jpeg

3ACC1333-4ED9-4783-B89B-4E066920B655.jpeg

মাছ, মাংস, কোরমা, রোস্ট সবকিছুই ঈদের আগের দিন করে রেখেছি, শুধু মাত্র বাকি রেখেছি ঈদের সেমাই ও পোলাও। রান্না বান্না শেষ করে এরপর শুরু করে দেই ঘর গোছানোর কাজ। বাচ্চারা থাকলে সব সময় ঘর এলোমেলো করে রাখে, এ কারণে ডাবল পরিশ্রম করতে হয়। এরপর সমস্ত কাজকর্ম সেরে রাত আটটার সময় যাই গোসল করতে। এরপর বাচ্চাদের খাবার দাবার দিয়ে শুরু হয় আরেকটি ডিউটি, সেটি হচ্ছে মেহেদি পরা ও পরানো। বাচ্চাদেরকে মেহেদি পরিয়ে তারপর নিজেও পরি। মেহেদী না পড়লে যেন ঈদ মনে হয় না। বাচ্চারা খুব এক্সাইটেড থাকে মেহেদী পরার জন্য।

53F2908C-BE66-472E-9C60-14A5A3130DB9.jpeg

আমার বড় মেয়ের হাতের মেহদী ডিজাইন। ও আমার করা মেহেদির ডিজাইন আর্ট থেকে এই ডিজাইনটি পছন্দ করেছে, তাই ওকে ডিজাইনটি পড়িয়ে দিয়েছি।

বন্ধুরা ভালো কথা, আজ বাংলাদেশ টাইম রাত দশটায় সবাইকে ডিজে পার্টিতে উপস্থিত থাকার জন্য একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছি। আশা করি সবাই উপস্থিত থাকবেন, খুব মজা হবে, মাস্তি হবে ।আমাদের দাদাও কিন্তু উপস্থিত থাকবেন, আশা করি আপনারা উপস্থিত থাকবেন। এই আয়োজন টি করেছি শুধুমাত্র আপনাদের সাথে ঈদের আনন্দ একটু ভাগাভাগি করে নেওয়ার জন্য।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

ঈদের আগের দিনটি সবসময় ই অনেক ব্যস্তময় হয় । আপনি অনেক আনন্দে কাটিয়েছেন ঈদের আগের দিনটি। এবং খাবারগুলো অনেক লোভনীয় ছিল। দেখেই খেতে ইচ্ছা করছিল। আর আপনার বড় মেয়ের হাতের মেহেদির ডিজাইন টা আমার অনেক পছন্দ হয়েছে। এটা দেখতে অনেক সুন্দর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

প্রথমেই আপনাকে ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ এবং এত সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন ঈদের আগের দিন এবং সেই গুলো আমাদের সাথে তুলে ধরেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসবে আপু আপনি ঈদের আগের দিন সব কাজ শেষ করেন। এটা খুবই ভালো লাগলো, কারণ ঈদের আগের দিন সব কাজ শেষ করে ঈদের দিন পুরো সময় পরিবারের সাথে আনন্দময় মুহূর্ত কাটাতে পারবেন। কিন্তু আমাদের বাংলাদেশে আমার মা-বাবা এবং চাচা-চাচীদের দেখেছি তারা ঈদের দিন-রাত সন্ধ্যা বা রাত দশটা পর্যন্ত তারা কাজ করে থাকে। আসলে আপনার এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

পুরো পোস্টটি পড়ে বুঝতে পারলাম খুবই ব্যস্ত সময় পার করেছেন পুরো দিনটাই। তবে রেসিপিগুলো দেখে কিন্তু লোভ সামলানো যাচ্ছে না অনেক আইটেমের রেসিপি প্রস্তুত করেছেন বিশেষ করে ইলিশ মাছের রেসিপিটা সবথেকে বেশি ভালো লাগলো।

 2 years ago 

ঈদ মোবারক আপু আপনাকে।

আপনার ঈদের প্রস্তুতি দেখে আমার কাছে বেশ ভালো লাগল। এটা ঠিক ঈদ আসলে যেন আমাদের দেশের মহিলাদের ব‍্যস্ততা হাজারগুণ বেড়ে যায়। আপনার মেহেদী ডিজাইন পোস্ট অনেক দেখেছি। এখন দেখছি আপনি দারুণ ভাবে আপনার মেয়ের হাতে মেহেদী দিয়ে দিয়েছেন। আমার কাছে বেশ দারুণ লেগেছে।।

 2 years ago 

ইশ আবার যদি সেই ছোট বেলার ঈদ ফিরে পেতাম বেশ মজা হত। খুব মিস করি ওই সময়টাকে। এই বুদ্ধিটা অবশ্য খুব ভালো। আগের দিন সব কাজ করে ঈদের দিন রিলাক্স থাকা। আমাদের এখানে তো ঈদের দিন রান্না করতে করতেই দিন শেষ হয়ে। খুব সুন্দর কাটুক ঈদের দিন।

 2 years ago 

ঈদ মোবারক আপু। ঈদ বয়ে আনুক হাসি, ঈদ বয়ে আনুক আনন্দ এই কামনাই করি। ইংল্যান্ড থেকে বাংলাদেশে থাকা আপনার মা বাবাকে অনেক মিস করেন আপু। পরিবারের সাথে ঈধ করার অনুভূতিটাই অন্যরকম। আর ঈদে আপনি একাই সব কাজ করতে হয়। যায়হোক, সব কষ্ট দূরে ঠেলে অনাবিল আনন্দে ভরে উঠুক আপনার জীবন ❤️

 2 years ago 

আশা করি সবাই উপস্থিত থাকবেন, খুব মজা হবে, মাস্তি হবে ।

আপু প্রথমে আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক। আমিও ছোটবেলা থেকেই দেখে আসছি ঈদের দিন বাড়িতে ব্যস্ততা বেশি থাকে। তাই আগের দিনেই যদি সব রান্নাবান্না করে রাখা হয় তাহলে পরিবার নিয়ে উপভোগ করার মত অনেক সময় পাওয়া যায়। তবে যাইহোক আপু আজকে চেষ্টা করব আপনাদের সাথে যুক্ত হয়ে ডিজে পার্টির সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য। শুভকামনা রইল আপু।

 2 years ago 

ঈদের আগের দিনে প্রতিটি মানুষই অনেক ব্যস্ত সময় পার করে ঠিক তেমনি ভাবে আপনিও দেখছি অনেক ব্যস্ত সময় পার করেছেন। আপনি দেখছি ঈদের আগের দিনে অনেক ধরনের রেসিপি তৈরি করে রেখে দিলেন। ঈদের আগের দিনে সব থেকে বেশি যে জিনিসটা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে মেহেদী হাতে দেওয়া।

 2 years ago 

আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে ঈদের আগের দিন অনেক ব্যস্তময় একটি দিন অতিবাহিত করেছেন আপনার মত করে আমিও আজকে অনেক ব্যস্তময় একটি দিন অতিবাহিত করছি। একটু সময় পাচ্ছি না বসে থাকার জন্য শুধু এখান থেকে ওখানে ওখান থেকে এখানে দৌড়ে বেড়াচ্ছি। অনেকটা মিলে গিয়েছে আপনার সঙ্গে ।ধন্যবাদ আমাদের মাঝে আপনার মুহূর্ত শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ঈদের আগের দিন সকলেই একটু ব্যস্ত থাকে, শুধু মহিলারাই নয় ছেলেরাও অনেক ব্যস্ত থাকে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61129.70
ETH 2660.38
USDT 1.00
SBD 2.55