|| আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১৩ || বসন্ত ফুলের ফটোগ্রাফি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এ আয়োজিত বসন্তের ফটোগ্রাফি প্রতিযোগিতায়। যখন প্রথম এই প্রতিযোগিতার ঘোষণা শুনলাম তখন মনটা খুব খারাপ হয়ে গেল। কারণ ইংল্যান্ডে এখন প্রচন্ড ঠান্ডা, ঠান্ডায় ফুল দেখা যায় না বললেই চলে। এই দুই তিন মাস বাদে সব সময়ই চারিদিকে ফুলে ভরপুর থাকে।এখানে এখনও বসন্ত আসে নি।তারপরও হাল ছাড়িনি, বিকাল বেলায় বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছিলাম এই তীব্র শীতের মধ্যে। অনেক কষ্ট করে কয়েকটি ফুল জোগাড় করতে পেরেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশাকরি খুব একটা খারাপ লাগবে না,মোটামুটি ভালই লাগবে।

D1FF955A-380B-4F4E-A880-53D79143738C.jpeg

খুব একটা দূরে যাইনি, আমার এলাকার চারিপাশে ঘোরাঘুরি করে এই ফুলগুলো সংগ্রহ করেছি। হয়তো দূরে কোথাও আরো ঘোরাঘুরি করলে কালেকশনে আরো কিছু যোগ হতে পারতো। কিন্তু কি আর করা এই মুহূর্তে ঘর থেকে দূরে যাওয়া সম্ভব ছিল না। তবে যা পেয়েছি তাতেই আমি সন্তুষ্ট কারণ এই সময়ে ফুল পাওয়া খুবই মুশকিল, অন্তত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলাম।

আলোকচিত্র : ১

297C02A0-A8FD-4F79-9DFF-E30239376225.jpeg

এটি Gazania ফুল। দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মত, কিন্তু আকারে অনেক ছোট।

আলোকচিত্র : ২

02D2F5AF-3F2D-4A6B-91B3-7450E321F1FA.jpeg

7EA8231E-0208-4E27-B53F-D27B100660FF.jpeg

উপরের ফুল দুটি ড্যাফোডিল।এই ফুলের নামে একটি কবিতা পড়েছিলাম, “ ড্যাফোডিল” ।বাংলাদেশ এ থাকতে কখনো দেখেনি, ইংল্যান্ডে আশার পর ফুলটির সাথে পরিচিত হই।

আলোকচিত্র : ৩

D34611AF-22EA-4865-A254-27EBDA10CBE8.jpeg

এই ফুলটির নাম Bargenia. এই ফুল গাছ প্রায় 12 ইঞ্চির মতো হবে, এর পাতা গুলো দেখতে প্রায় চামচের আকৃতির মত হয়।

আলোকচিত্র : ৪

D0023F68-FA9D-487F-9F35-ABD3356F3F68.jpeg

7088AE23-705C-4D58-AC86-2EC218567C77.jpeg

এই ফুল দুটি virbernum নামে পরিচিত। খুবই চমৎকার দেখতে ফুলটি, গুচ্ছাকারে থোকায় থোকায় ফোঁটে।

আলোকচিত্র : ৫

4156359F-6B44-4117-B1F7-0351978DEF7E.jpeg

এই ফুলটিকে Triteleia বলে, এর আর একটি কমোন নাম রয়েছে যা triplet lily নামে পরিচিত।এটি একটি বন্য ফুল, লম্বায় অনেক বড় হয়।এই ফুলের কালার আমার কাছে খুবই ভালো লাগে।

আলোকচিত্র : ৬

A4DED987-6588-4BD4-8732-A5D1B196D4F4.jpeg

E11A00D5-45C3-43E5-A630-8477889AD96F.jpeg

উপরের ফুল দুটিকে Japanese camellia বলে। আবার কখনো কখনো একে rose of winter বলা হয়। আমার কাছে একদম গোলাপের মতই লাগে কিন্তু এ ফুলের তেমন কোনো ঘ্রাণ নেই, দারুন সুন্দর দেখতে এই ফুলগুলো।

আলোকচিত্র : ৭

9953D17D-8D5A-43E2-9CE4-44D0B6623DDD.jpeg

ADC96F5D-AEE8-46A3-A95B-EEDFEB69AE58.jpeg

উপরের ফুল দুটি ব্রাজিলিয়ান জেসমিন নামে পরিচিত।

Location :

https://w3w.co/brush.vines.takes

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপু। এই ফুলগুলো আমার কাছে একদমই নতুন। আমাদের বাংলাদেশের হয়তো এ ধরনের ফুল পাওয়া যায় না। আমি কখনো দেখিনি। প্রত্যেকটি ফুল খুবই সুন্দর। Triteleia ফুলটি আমার কাছে দারুণ লেগেছে। বিশেষ করে ফুলের রং টি খুব সুন্দর। আপনাকে ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু ইংল্যান্ডের ফুলগুলো অনেক সুন্দর।আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণেই অনেক বড় কিছু।যদিও আপনার তোলা সবগুলোই ফুলই চমৎকার। তবে আমার কাছে বীল রঙেরন Triteleia ফুলটা বেশি ভালো লেগেছে।ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপু আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল ।আনকমন সব ফুল নিয়ে আপনি হাজির হয়েছেন। এর বেশিরভাগ ফুলই আমার দেখা হয়নি। আপনার ফটোগ্রাফির মাধ্যমে ফুলগুলো সম্পর্কে জানতে পারলাম এবং দেখতেও পারলাম। প্রতিটি ফুলের দারুন ব্যাখ্যাও দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু তোমাকে।

 2 years ago 

আপনি এই শীতের মধ্যে যে ইংল্যান্ডে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এটা সত্যি আমাদের জন্য যেমন আনন্দের তেমন গর্বের একটা বিষয়। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের উপহার দিয়েছেন এবং বিস্তারিত লিখেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি ছিল অসাধারণ। আমাদের সাথে এত সুন্দর ফুলগুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-১৩ উপলক্ষে আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে ড্যাফোডিল এবং ব্রাজিলিয়ান জেসমিন ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার শেয়ার করা ফুলগুলো আমার কাছে একটু ভিন্ন ধর্মী এবং নতুন মনে হয়েছে, ‌ এই ফুলগুলো সম্ভবত আমাদের দেশে তেমন দেখা যায় না। তবে প্রতিটা ফুল কিন্তু অনেক সুন্দর বেগুনি কালারের ফুলটা বেশি সুন্দর লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু 💚

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বসন্ত ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারন হয়েছে আপু। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু সত্যি দেখতে চমৎকার লাগছে। আপনার ফুল গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু খুবই সুন্দর। প্রতিটি ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এতো সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপু আপনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ব্রাজিলিয়ান জেসমিন ফুলটি আমার কাছে একেবারেই নতুন। আপনার এই ফুলের ফটোগ্রাফি গুলোর মধ্যে অনেক জানা এবং নাম-না-জানা ফুলের ফটোগ্রাফি গুলো দেখলাম যে গুলো দেখে সত্যিই অনেক মুগ্ধ হয়েছি ।আপনার ফটোগ্রাফি গুলো খুবই স্পষ্ট ছিল এবং ফুলগুলো খুব তরতাজা। ধন্যবাদ আপু আপনাকে এমন সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করলেন ফুলের। আমার কাছে প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি খুবই চমৎকার লাগলো। কিছু কিছু ফুলের আমিতো নাম পর্যন্ত কখনো শুনিনি মনে হয়। কিন্তু আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। আমাদের মাঝে নানা রকম ফুল নিয়ে হাজির হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 64058.80
ETH 3150.15
USDT 1.00
SBD 3.99