বাগানের জন্য প্রস্তুতি ৫ম পর্বঃ 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পর আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বাগানের প্রস্তুতির পর্ব নিয়ে। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম চারাগুলোকে ঘর থেকে বাগানে নিয়ে যাওয়া নিয়ে । এখানকার আবহাওয়া এখনো ঠান্ডা রয়েছে, পুরোপুরি গরম এখনো পড়েনি , এ কারণে গাছগুলোর বৃদ্ধিও তেমন হয়নি। এ কারণে একটু দেরিতে আসলাম বাগানের পঞ্চম পর্ব নিয়ে ।তবে এ সপ্তাহে ওয়েদার একটু ভালো আছে। এখন দেখা যাক এই ওয়েদারে গাছগুলোর কতটুকু বৃদ্ধি হয় । এছাড়া ঘরে যেগুলো বাকি ছিল সেগুলো থেকে এখন পুরোপুরি চারা গজিয়ে গিয়েছে। শুধুমাত্র ঢেঁড়স ও পেঁপে এই দুটি মিস করে ফেলেছি, এগুলো গজায়নি, মনে হয় না এগুলো আর হবে । অনেক সময় বীজ খারাপ থাকে এ কারণে গজাতে পারে না । যাইহোক যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে সন্তুষ্ট, এখন এগুলো হতে আশানুরুপ ফল পেলেই হলো। চলুন তাহলে দেখা যাক আমার বাগানের বর্তমান অবস্থা।

144F4C60-7635-4F0F-B824-E5274271FAC1.jpeg

8BBD2B58-D509-4907-BD77-B7948FC70E50.jpeg

8AD919A8-4F5C-4B90-80DF-EA5B923799F9.jpeg

36DEDBDC-2775-4097-8459-11E91CA5BBFB.jpeg

0CA8388A-B53D-4065-BC1F-4AF94FEEA419.jpeg

0E90E38B-5B41-483D-8C1A-7FE6DFFCC0AF.jpeg

প্রথমেই ফুল দিয়ে শুরু করলাম ।উপরের সবগুলো ফুল আমার বাগানের। এর মধ্যে রয়েছে ক্রিসেনথিমাম, পিটুনিয়া, জেরানিয়াম। বাগানে অনেকগুলো গোলাপের চারাও রয়েছে, তার মাঝে কিছু কিছু গাছের কুঁড়ি এসে গিয়েছে।

83D53FCF-7C9D-45F6-95D6-C83025856C8D.jpeg

একটি আপেল গাছের, গতপর্বে দেখেয়েছিলাম আপেল ফুল, ফুল থেকে এখন ফল হয়ে গিয়েছে। আমার বাগানে চারটি আপেল গাছ রয়েছে, তার মাঝে দুটিতে ভালোভাবে আপেল ধরেছে, বাকি দুটিতে খুবই সামান্য। আপেল গুলো খুবই টেস্টি হয়।

166C4A95-94CB-4015-92D6-772B8FB4716F.jpeg

এটি আঙ্গুর গাছ, ছোট ছোট আঙ্গুর ফুল দেখা যাচ্ছে। দুটি আঙ্গুর গাছ রয়েছে ,একটি কালো আর একটি সবুজ।

FABB4BF3-886E-48C8-9D1E-D5C6B1503D89.jpeg

টমেটো গাছ, টমেটো গাছে ফুল এসে গিয়েছে।

2E29131B-B153-4D7B-B561-FC8EC6CFB140.jpeg

স্ট্রবেরি গাছে ফুল ফুটেছে।

E134D268-49E9-4802-A331-3DD1D733DFCF.jpeg

5EA1632F-2B6C-42BE-B41B-8DCD3BED7B88.jpeg

AEB3AB40-038E-4C98-84D2-49D4C7F740E7.jpeg

উপরের টব গুলোতে বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি এবং লেটুস রয়েছে। অনেক আশা নিয়ে বসে রয়েছি, জানিনা ফল পাব কিনা?

B6756FBD-8EF1-4629-97D3-5BBD167BB68A.jpeg

এই চারাগুলো এখনো সেই আগের জায়গায় রয়েছে, শীতের কারণে খুব বেশি বেড়ে উঠেনি।

A99374BE-DDAF-493B-A955-1836F7080061.jpeg

B240FBC9-A423-40BD-A875-0A50353E2EE5.jpeg

644B5478-2615-49AC-9610-2B6679232415.jpeg

7DE6ECCC-6EFB-439B-9C8A-986977091578.jpeg

C934BBEA-B45F-42D1-9861-0B2DBC6DC3A1.jpeg

এখনো এই চারাগুলো ঘরের মধ্যেই রয়েছে, জানালার পাশ দিয়ে রেখে দিয়েছি, নেক্সট উইকে এগুলোকে বাগানে নিয়ে সেপারেট করে ফেলব। এর মধ্যে রয়েছে তরমুজ, পুঁইশাক, মিষ্টি কুমড়া, শসা ,কাঁচা মরিচ, টমেটো , সীম ও বেগুন।

74287FC3-6496-464D-8082-4DF9317CF6E2.jpeg

শেষের যে চারাটি দেখছেন এটি সূর্যমুখী ফুলের চারা ।আমার ছোট মেয়ে স্কুল trip গিয়েছিল একটি ফরেস্টে, সেখান থেকে সবাইকে একটি করে seed সহ পট দেয়। সীড থেকে এখন চারা গজিয়েছে, যা দেখে আমার মেয়ে খুব খুশি।।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

আপনার বাগানের প্রস্তুতি দেখে বেশ ভালই লাগলো ।অনেক বড় বাগান তৈরি করছেন আপনি। আপনার বাগানের ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পিটুনিয়া ফুল টি আমার খুবই পছন্দের একটি ফুল ।এছাড়াও বিভিন্ন ফলের গাছ রয়েছে। চমৎকার একটি বাগান তৈরি করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার বাগানের ফুলের ফটোগ্রাফি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপেল ফুল থেকে ফল হয়েছে দেখে খুবই ভালো লাগছে এবং স্ট্রবেরি ফুলগুলো সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম। শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মেয়ের পাওয়া সূর্যমুখী চারাটা গজাতে দেখে আমার ই তো খুশি লাগছে আপু।আশা করি আপনি সব ফল পাবেন।

 2 years ago 

এ সপ্তাহের ওয়েদার এটা খুবই ভালো যেটা আপনার পঞ্চম পর্বে দেখা যাচ্ছে। এবং আপনার পঞ্চম পর্বের যে ফটোগ্রাফি গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন সেগুলো বেশ সুন্দর দেখাচ্ছে এর পেছনে অন্যতম ভূমিকা রয়েছে আবহাওয়ার। তবে আপনার ঢেঁড়স এবং পেঁপের বিচি গুলা এখনো গজায়নি। হয়তোবা আর নাও গজাতে পারে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপু আপনার সমস্ত ফটোগ্রাফি গুলো মধ্যে আমার আঙ্গুর ফলের ফটোগ্রাফি টা খুব ভালো লেগেছে, কারণ আমি বড় আঙ্গুর ফল দেখেছি কিন্তু ছোট অবস্থা কখনো দেখা হয়নি। আজ আমি আপনার মাধ্যমে দেখতে পারলাম। এর জন্য খুব ভালো লাগছে।

 2 years ago 

আপনি আজকে আমাদের সাথে আপনার বাগানের কিছু ফুলের ফটোগ্রাফি এবং গাছের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে আপনি যদি আমাদের এগুলো শেয়ার না করতেন তাহলে হয়তোবা আমরা বুঝতে পারটাম না আপনি কতটা গাছ প্রেমী মানুষ। আমিও গাছ অনেক ভালোবাসি, গ্রামে যখন বাড়িতে যাই তখন অনেক সময় আমার বাগানে গিয়ে বসে থাকি এবং এই গাছগুলো দেখি। আর আপনার আজকের এই বাগানের গাছ গুলো দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

অনেক সুন্দর বাগান আপনার আপু,দেখে মন ভরে গেল।অনেক সুন্দর সুন্দর ফুলের সঙ্গে সঙ্গে সবজিগুলো দেখে ভালো লাগলো।আপেল ফুলগুলি কিছুটা আমার কাছে বেগুনের ফুলের মতো লাগছিল।আর স্ট্রবেরির গাছ লাগানোর আমার অনেক দিনের স্বপ্ন ,জানিনা কবে লাগাতে পারবো আর এই আবহাওয়াতে আদৌ হবে কিনা!যাইহোক তবে আমাদের সবজি বাগানে ঢেঁড়স চাষ করেছেন বাবা।ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60035.79
ETH 3187.54
USDT 1.00
SBD 2.45