ভাসুরের বাসায় ছোট্ট একটি পার্টি, সাথে কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ অনেকদিন পর কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তিন দিন আগে ভাসুরের বাসায় ছোট্ট একটি পার্টি ছিল।ভাসুরের মেয়ের বিয়ের কথা বার্তা চলছে, মোটামুটি সবকিছুই ঠিকঠাক, এখন শুধু বাকী বিয়ের দিন ঠিক করা।ওই দিন দুপুরে ভাত খেয়েই রওনা হয়ে যাই আমরা, আর আমার আরেক ভাসুরের পরিবার।আমাদের এখান থেকে যেতে প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগে গাড়িতে।মেহমানরা মাগরিবের নামাজ পরে চলে আসেন।তারা প্রায় ১৫ জন ছিল বাচ্চাকাচ্চা সহ।এরপর তাদের সাথে কিছু কথা বার্তা পাকা করা হয়।নানান রকমের খাবারের আয়োজন করা হয়।সবগুলো খাবার ঘরে তৈরি। স্নাক্স গুলোর ফটোগ্রাফি শুধু নিয়েছি এবং অন্যান্য খাবারের ফটোগ্রাফিগুলো মিস করে ফেলেছি। পোলাও, রোস্ট, মাছ, চিংড়ি মাছ ভুনা,মিট এবং আরও অনেক আইটেম করা হয়েছিল।এ ছাড়া তাঁরাও যে জিনিসগুলো এনেছিল তার ফটোগ্রাফিগুলোও করেছি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ফল গুলো দিয়ে ডালার ডেকোরেশন। খুবই চমৎকার ছিল দেখতে। এছাড়া নানান ধরনের কসমেটিকস ও কিছু গিফট ছিল সুন্দর করে ডেকোরেশন করা।এখন আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে যাচ্ছি।আশাকরি ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে, চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

E0580389-857F-4646-92B7-FDDDAE8945EB.jpeg

36E51203-8B9E-47D9-A2CA-C34321AB4D30.jpeg

F034EE70-1FC6-4A15-8E74-C428A98D3796.jpeg

3D74D0C2-15DB-4806-9007-78C1455D7B3E.jpeg

B5D8DB7F-F61A-4763-B75C-A47FAD2D4E84.jpeg

850475E9-1C0E-4ACA-9B6D-12486471B85C.jpeg

0CC78923-55B5-4AAA-AA50-68F7DE95A05C.jpeg

উপরের সবগুলো মেয়ের বাড়ির আয়োজন ছিল।

0A594275-5BF2-45FB-BCE1-83BA0D6A57D6.jpeg

400ED6EA-648C-466F-B5D9-F84B1355DF41.jpeg

D7BA9C1F-F0F8-4F3A-9F62-65F783CD2A01.jpeg

0A9952E1-C979-4FAC-8770-27954D31A07E.jpeg

D02867C2-196E-45B7-AA5A-06F212E92F53.jpeg

এগুলো ছেলের বাড়ি থেকে আসা।

এরপর ছেলেপক্ষ বাসায় যেতে যেতে রাত প্রায় ১১ টা বাজিয়ে ফেলে। আমাদের রওনা দিতে দিতে রাত প্রায় সাড়ে বারোটা বেজে যায় এবং বাসায় পৌছাই রাত দেড়টায়। পরের দিন মেয়েদের কোন স্কুল ছিলনা, তাই দেরি করে এসে কোনো সমস্যা হয়নি। ওরাও খুব ইনজয় করেছে কারণ তাদের সাথে ছোট ছোট বাচ্চারাও ছিল, অনেক খেলাধূলা করেছে।

3177FA55-C749-425D-AC6D-A85A66C2F0CA.jpeg

এ হচ্ছে আমার ভাসুরের পরিবারের সবচেয়ে ক্ষুদে সদস্য।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

আপু খুব ভাল লাগলো খাবারগুলোর ডেকোরেশন। ডেকোরেশন করলে যেকোন জিনিসের সৌন্দর্য অনেক খানি বেড়ে যায়। আপনার ভাসুরের মেয়ের বিয়ের দিন পাকা উপলক্ষে দারুন সময় বাচ্চাদের নিয়ে কাটিয়েছেন পড়ে খুব ভাল লাগলো। ছেলেপক্ষরা রাত ১১ টায় গেল আর আপনারা অনেক রাতে রাত সাড়ে বারো টায় চলে গেলেন। খুব ইনজয় করেছে বাচ্চারা খুব ভাল লাগলো জেনে।অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

স্নাক্স এবং বিভিন্ন ফলের সুন্দর ডিজাইনের দারুন ফটোগ্রাফি করেছেন আপু। আরো খাবারের ফটোগ্রাফি মিস করে ফেলেছেন এত ধরনের খাবার তাহলে উপভোগ করেছেন অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আজকে। খুবই সুন্দর ডিজাইন ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year (edited)

আপনার ভাসুরের মেয়ের বিয়ে উপলক্ষ্যে বেশ সুন্দর একটি সময় কাটিয়েছেন সবাই মিলে আপু।তাছাড়া ডেকোরেশন গুলো কিন্তু দারুন ছিল প্রতিটি নাস্তার আইটেম এর।কিছু ফটোগ্রাফি মিস করেছেন।সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ভাসুরের মেয়ের বিয়ে উপলক্ষে দেখছি খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সকলের সঙ্গে। আসলে বিয়ের কথা শুনলে খুবই ভালো লাগে তবে সেটা অন্য কারোর বিয়ে হাহাহা। যাইহোক আপনার ভাসুরের পরিবারের ক্ষুদে সদস্য আসলেই অনেক কিউট আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তোবা একটি পুতুলের ফটোগ্রাফি পড়ে যেন সত্যিই রীতিমতো অবাক হলাম। মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু,একে তো এত এত সুন্দর করে ডেকোরেশন তার উপর খাবারের জিনিস আমার তো বেশ লোভ হচ্ছে। যাক তাহলে আপনি খুব শীঘ্রই একটা বিয়ে খাচ্ছেন। ছেলে বাড়ি থেকেও তো অনেক কিছু নিয়ে এসেছে। এবার খালি বিয়ের তারিখ ঠিক হলেই হয়।অনেক রাত করে বাড়ি ফিরলেন।পরের দিন স্কুল ছিলো না বিদায় স্বস্তি। ভালো লাগলো। ধন্যবাদ

 last year 

আপু এত সুন্দর সুন্দর খাবার দেখে তো লোভ লেগে গেল। এখন দুপুর বেলা আমার তো এই খাবারগুলো দেখে আমার ক্ষুধা বেড়ে গেছে। প্রত্যেকটা খাবার অতি লোভনীয় ছিল। ডেকোরেশন গুলো অনেক সুন্দর ছিল।তবে আপু সোনামনির হাসিটুক কিন্তু খুবই কিউট ছিল। আপনার পরিবারের জন্য শুভকামনা রইল।

 last year 

আপু ইংল্যান্ডে বিয়ের অনুষ্ঠান কেমন হয় দেখার ইচ্ছে অনেক দিনের। মনে হচেছ আপনার ভাসুরের মেয়ের বিয়ে প্রায় ঠিকঠাক। আশাকরি বিয়ে ঠিক হলে আপনার কাছ থেকে বিয়ের সব পর্বগুলো দেখতে পাব।

 last year 

সব ডেকোরেশনই অনেক সুন্দর হয়েছে।আমি তো ভেবেছিলাম ওখানে বিয়ের নিয়ম কিছুটা আলাদা হবে।কিন্তু এখনো আপনার বাংগালী সংস্কৃতি ধরে রেখেছেন দেখে ভাল লাগল।ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফ ও মুহুর্ত গুলো শেয়ার করার জন্য।

 last year 

আপনার ভাসুরের মেয়ের বিয়ের কথা চলছে ৷ আর তার জন্য এতো কিছু আয়োজন ৷ খাবারের আইটেম দেখে তো অনেক ভালো লাগলো ৷ এতো খাবার দেখলে তো মাথা খারাপ হওয়া অবস্থা ৷
যা হোক আপনার ভাসুরের মেয়ের জন্য অনেক শুভকামনা ৷

 last year 

আপু আপনার ভাসুরের মেয়ের বিয়ে ঠিক হয়েছে জেনে ভালো লাগলো। মেয়ের বাড়ির আয়োজন করা খাবার গুলো সত্যি দারুন লাগছে দেখতে। ডেকোরেশনও অনেক সুন্দর হয়েছে। আর সেই সাথে ছেলের বাড়ি থেকে আনা বিভিন্ন জিনিসপত্রগুলোর ফটোগ্রাফিও ভালো লাগলো দেখে। সবচেয়ে বেশি ভালো লাগলো আপনার ভাসুরের পরিবারের সবচেয়ে ছোট সদস্যকে দেখে। ভারী মিষ্টি দেখতে। যাইহোক আপু যেহেতু মানহা ও রিহার স্কুল বন্ধ ছিল তাই তো তারা ইনজয় করেছে এবং অনেক রাতে বাসায় গিয়েও কোন সমস্যা হয়নি। অনেক অনেক শুভকামনা রইল আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59479.71
ETH 3174.48
USDT 1.00
SBD 2.44