রাইগেট পার্কের কিছু ফটোগ্রাফি এবং বাচ্চাদের সাথে কিছু সময় অতিবাহিত (10% beneficiary @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলেই ভ্রমন প্রিয় মানুষ কিন্তু সময়ের অভাবে তা পেরে উঠতে পারিনা ।আর এখন আমার বাচ্চাদের স্কুল হলিডে চলছে, আর মাত্র কয়েকদিন পরেই স্কুল খুলে যাবে সে কারণেই চেষ্টা করেছি তাদেরকে নিয়ে ঘুরতে, তাদারকে কিছু সময় দিতে। আরো ভালো লাগে আপনাদের সাথে তা শেয়ার করতে। আসলে বাচ্চারা সব সময় ঘরে বসে থাকতে থাকতে বোরিং হয়ে যায় তাই আমাদের উচিত তাদেরকে একটু সময় দেওয়া।

দুইদিন আগে আমরা তাদেরকে নিয়ে একটি পার্কে গিয়েছিলাম, পার্কটির নাম ছিল রাই গেট পার্ক। কারণ বাচ্চারা পার্ক বেশি পছন্দ করে, তাই চেষ্টা করি তাদেরকে নিয়ে বিভিন্ন পার্কে ঘুরে বেড়াতে। পূর্বে আপনাদের সাথে টিল গেট পার্কের অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিলাম ,সেই পার্কটি ছিল বিশাল অরণ্যে ঘেরা এক অপরূপ প্রকৃতি, বন্য পশু পাখি এবং বাচ্চাদের জন্য খেলার উদ্যান কিন্তু এই পার্কটি শুধু বাচ্চাদের জন্যই তৈরি হয়েছে। খুবই চমৎকার এই পার্কটি, বাচ্চাদের অভিভাবকদের বসার জন্য জায়গায় জায়গায় বেঞ্চ সেট করা রয়েছে, আর এর চারপাশের অপরূপ প্রকৃতি আপনাকে মুগ্ধ না করে পারবে না । এখানে আপনি ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে পারবেন কারো কোনো আপত্তি থাকবে না । চলুন উপভোগ করা যাক পার্কটি।

212515F8-3C19-4ACF-8FB2-F016C7B8AFB8.jpeg

3B5BB482-3F8C-4140-B17F-E27E95D50226.jpeg

পার্কে ঢোকার রাস্তা,অনেক বড় বড় বৃক্ষ এখানে রয়েছে।

22ACD219-63F9-4011-81AB-02FA2DCDCB57.jpeg

89D06BC7-76C5-414E-B5F7-B6A2C0B8C645.jpeg

5CE04BB0-E59A-4FEC-B0D2-E69F8C6769DA.jpeg

561311BE-B828-415C-9583-4683B62CBCBE.jpeg

890A1E49-0447-48D3-8947-C99DD00EF51C.jpeg

অসাধারণ পানির ফোয়ারা বাচ্চারা উপভোগ করছে।

84345AE5-2A79-451D-8117-5F43C44F3DC4.jpeg

0AE4E3A0-9AB2-44DD-9100-E59802FA695E.jpeg

F6E505A8-ECB8-4685-9C3C-4FB8BCF05270.jpeg

স্লাইড উপভোগ করছে ।

28624BDB-9FA3-4622-AC6A-1226E6860F31.jpeg

33DFE637-DD97-452C-B1B1-B7FD58B4A6C4.jpeg

D739C89D-CCFE-400A-92F8-60A6D8207D56.jpeg

এখানে একটি জিনিস লক্ষ্য করুন খেলার মাঠটি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যদি কোন বাচ্চা নিচে পড়ে গিয়ে ব্যথা না পায়, এটি অনেক আরামদায়ক। পুরো খেলার মাঠ টি এভাবে তৈরি করা।

8ACE7681-88C0-4584-A239-168753662DC4.jpeg

8AFBCAC0-893C-4E97-93F4-A55F7F044EB2.jpeg

পানির মধ্যে ছোট ছোট বোট নিয়ে উপভোগ করছে, এর জন্য আপনাকে টাকা খরচ করতে হবে কিন্তু পার্কে ঢুকতে কোন খরচ করতে হবেনা।

7E1F793C-7655-43E2-9F60-001CB536946E.jpeg

CDBB0826-6F3D-468C-B595-279932E69B8C.jpeg

3BE0D196-D5C6-4C4D-925F-25F752B0CCBD.jpeg

18CA1BE8-94BD-4BCB-8CF4-067CD2C67770.jpeg

A12D5B69-881F-461F-8A4C-98CD636C2930.jpeg

331C7DD9-DEDD-479E-A8DC-C277118A9927.jpeg

90569152-DA77-4DEB-8972-759719F8F565.jpeg

69FEB997-2FF6-469A-92E7-0885C90A5925.jpeg

দেখুন আকাশ ও মাঠ মিলে কত অপরূপ সুন্দর লাগছে। মাঠটি দেখলেই মন জুড়িয়ে যায়।

FFBBDE28-1DFE-4145-AE0F-008F88A2C88B.jpeg

পার্কের মধ্যে সুন্দর একটি বাড়িও দেখা যাচ্ছে।

94061F67-340B-43A4-B7F4-F9D4C59A1AB0.jpeg

সবগুলো ফটোগ্রাফির what3words address:
https://w3w.co/neat.boom.things

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স
ফটোগ্রাফার@tangera

বন্ধুরা এটাই ছিল আমার আজকের আয়োজন, কিছু সময় বাচ্চাদের সাথে অতিবাহিত করার পর আমরা গেলাম একটি সুন্দর লেকে। এই লেকের মধ্যে অনেকগুলো সোয়ান খেলা করছিল দেখতে খুবই সুন্দর লাগছিল , অন্য আর একদিন এই লেকটির সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

জায়গাটি খুবই সুন্দর ছিল, বাচ্চাদের জন্য এই জায়গা গুলো খুবই উপযুক্ত, জায়গাগুলো মনকে বিকশিত করে। আপনি অনেকগুলো ছবি যোগ করেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার ছবি গুলো দেখতে খুবই সুন্দর। ছবি গুলোর মাধ্যমে অনেক সৌন্দর্য ফুটে উঠেছে।
ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

আপু দারুন মুহূর্ত কাটিয়েছেন। ছবি গুলো চমৎকার ছিলো। ঝকঝকে প্রকৃতি। খুব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জায়গা টা আমার কাছে খুবই ভালো লেগেছে।আশা করছি আপনিও খুব সুন্দর সময় উপভোগ করেছেন।ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

আপনাকেও অনেক ধন্যবাদ।

চমৎকার লাগলো, আনন্দ হাসিতে ভরপুর একটা দিন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জায়গাগুলো অসাধারণ। ধন্যবাদ এইরকম দৃশ্য এবং গল্পগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

জায়গাটি খুব সুন্দর ছিল আপু। বাচ্চাদের জন্য এই জায়গা গুলো খুবই উপযুক্ত। দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ বৌদি, আসলেই জায়গাটি অনেক সুন্দর, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।ণ

 3 years ago 

ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে নীল আকাশের ফটো গুলো। ব্যক্তিগত ভাবে নীল আকাশ আমার খুবই প্রিয়। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

পার্কটি খুব সুন্দর।আমার খুব পছন্দ হয়েছে।বাচ্চাদের কাছে আনন্দ উপভোগের জন্য পার্ক ই উত্তম স্থান।অসাধারণ ছবি।ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে

 3 years ago 

বিদেশের পার গুলো অনেক বেশী গোছানো পরিপাটি থাকে যেখানে আমাদের দেশের পার্কগুলো কিছুটা নোংরা থাকে। পরিবেশটা অনেক চমৎকার ছিল এবং অনেক আনন্দঘন উপভোগ্য সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67002.47
ETH 3459.18
USDT 1.00
SBD 2.65