বাগানের জন্য প্রস্তুতি ২য় পর্ব , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা, আজ আমাদের তৃতীয় রোজা চলছে। রোজার মধ্যে একটু ঠান্ডা আবহাওয়া হলে ভালো হয় জানি এখন বাংলাদেশে প্রচণ্ড গরম পড়েছে, খুবই কষ্টদায়ক ব্যাপার। এক সপ্তাহ আগে এখানকার ওয়েদার খুবই চমৎকার ছিল, এখন আবার শুরু হয়ে গিয়েছে ঠান্ডা পড়া ,সর্বনিম্ন তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড আর সর্বোচ্চ 9°C. দুই তিন দিন দিন আগে স্নো পড়েছে, খুব একটা বেশি পড়েনি কিন্ত তাপমাত্রা অনেক ঠান্ডা করে দিয়েছে। আজকে আবার সারাদিন বৃষ্টি পড়ছে। যাই হোক আজকে আমি আমার বাগানের ২য় পর্ব নিয়ে হাজির হয়েছি। আশা করি ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

652EAD01-66B1-4866-967E-2ED9E4D31F4C.jpeg

প্রতিবারের মতো এবারও ঘরোয়া পদ্ধতিতে বিচি থেকে চারা বানিয়েছি, আর এই কাজটি করেছি আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ।এই বিচিগুলো বাংলাদেশ থেকে আনা হয়। কিছু কিছু বিচির সমস্যার কারণে চারা হয় না, আবার কিছু কিছু বিচি হতে দ্রুত চারা উৎপন্ন হয়। কয়েক সপ্তাহ আগে আপনাদেরকে একটি পোস্ট দেখিয়েছিলাম যেখানে মরিচের চারা কিভাবে উৎপন্ন করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত ওই চারা উৎপন্ন হয় নি, কারণ বিচি খারাপ ছিল। নতুন করে নানা প্রকারে অনেকগুলো বিচি দিয়ে আবার শুরু করলাম। আমার এই বিচি গুলোর মধ্যে ছিল কাঁচামরিচ, বোম্বাই মরিচ, তিন প্রকারের লাউয়ের বিচি, দুই প্রকারের মিষ্টি কুমড়ার বিচি, সিম, করলা, শষা, বেগুন, টমেটো, পুঁই শাক, তরমুজ, পেঁপে। প্রতিবছর এভাবে চারা উৎপন্ন করি । এভাবে চারা করতে হলে প্রথমে বিচিগুলোকে আগের রাত্রে পানিতে ভিজিয়ে রাখতে হয়। এরপর পটের মধ্যে মাটি নিয়ে বিচিগুলোকে বপন করে ক্লিনিং পেপার দিয়ে প্যাঁচিয়ে রাখা হয় যেন বাতাস ঢুকতে না পারে। আর এই পটগুলোকে একটু গরম জায়গায় রাখলে দ্রুত হয়ে যায়, এ কারণে জানালার পাশে রেখেছি, কারণ জানালার পাশে রুম হিটার গুলো থাকে।

0E15ADE6-4BE4-4FC5-A5B0-4BADA49AE661.jpeg

বিচিগুলোকে আগের রাত্রে পানিতে ভিজিয়ে রেখে ছিলাম।

CE179B40-1D09-4361-9C59-EE8168D5E19B.jpeg

E2253B3A-DC27-4E84-B332-7F4209A00430.jpeg

47DB2805-30F6-438A-A702-56DC1FBEF617.jpeg

4C6EF533-C563-46C3-A1E2-FECC0D9EFAE9.jpeg

পটগুলো জানালার পাশে রেখে দিয়েছি রুম হিটার এর কাছাকাছি।

এখন শুধু অপেক্ষার পালা কখন চারাগুলো উৎপন্ন হবে? চারাগুলো উৎপন্ন হলে একটু বড় করে গার্ডেনে নিয়ে যাই। কিছু কিছু চারা দ্রুত উৎপন্ন হয় এবং কিছু কিছু চারা অনেক সময় নেয়, যাইহোক দেখা যাক কি ঘটে, কেবল ১০/১২ দিন হল। প্রতি বছর তো এভাবে চারা উৎপন্ন হয়, আশা করি এ বছরও হবে ইনশাআল্লাহ। কিছু কিছু যারা অলরেডি গিফট পেয়ে গিয়েছি, আমাদের এক রিলেটিভ চারাগুলো দিয়েছেন তিনি এ বিষয়ে খুবই এক্সপার্ট, আমরা তার কাছ থেকেই শিখেছি ও অনুপ্রাণিত হয়েছি।

F8147254-9A36-486C-9DA0-AA52A3E91581.jpeg

23344D46-3980-424C-9C50-4E93B95C2F1E.jpeg

18696706-FA93-487E-99D4-BEE854ABD9E5.jpeg

রিলেটিভ এর দেওয়া চারাগুলো, এর মধ্যে আছে মরিচ, বেগুন, সিম ও লাউ এর চারা।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে যখন চারাগুলো উৎপন্ন হবে তখন তৃতীয় পর্ব নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

আপু দারুণ আইডিয়া আপনার। ঘরোয়া ভাবে বীজ থেকে চারা উৎপাদন খুবই ভালো উদ্যোগ। মরিচ, টমেটো, পুঁইশাক, পেঁপে এত ধরনের বীজের উতপাদন খুবই ভাল হয়েছে। আসলে সবারই নতুন নতুন এমন আইডিয়া থাকা ভালো।আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago (edited)

আপনার পোস্ট দেখে মনে হচ্ছে আপনি প্রকৃতিকে অনেক বেশি ধারণ করেন। ঘরোয়া পরিবেশে এই ধরনের একটি পদক্ষেপ চমৎকারভাবে অনেক প্রশংসনীয়। যদিও এটি একটি শ্রমসাধ্য কাজ তারপরও আত্তার পরিতৃপ্তি ঘটে এর মধ্যে। এর মধ্য থেকে আমাদের অনেক কিছু জানার আছে শেখার আছে।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার এই বাগান তৈরি আইডিয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি ঘরোয়া ভাবে বীজ থেকে চারা উৎপাদন করে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আপনার এই আইডিয়াটা কাজে লাগাতে হবে। ধন্যবাদ আপু আপনার এই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এ ধরনের কাজ করলে মনে অনেক প্রশান্তি আসে,আপনার সুযোগ থাকলে করে দেখতে পারেন, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার এই বাগান করা দেখলেই যা ভালো লাগে আপু।আমার ও করতে ইচ্ছে করে।তবে বাসার সামনে এমন জায়গা নেই।এর পরের আপডেট এর জন্যে অপেক্ষা করছি কিন্তু।

 2 years ago 

অবশ্যই আপু পেয়ে যাবে খুব শীঘ্রই, অনেক ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

আপু আপনার নিজ উদ্যোগে করা এই বাগানের চারা উৎপাদন পদ্ধতি দেখে সত্যি অনেক ভালো লাগতেছে ।আসলে ঐরকম একটা পরিবেশে আপনি এত পরিশ্রম করে চারা উৎপাদন ,রোপন সব কাজ করতেছেন ।সত্যিই আপু আমারও ইচ্ছে করছে আপনার সাথে একসাথে কাজ করি। অনেক ভাল লাগল আপনার আজকের পোস্টটি পড়ে।

 2 years ago 

চলে আসেন আপু একসাথে করে দেখি। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসাধারণ পরিকল্পনা আপু,, আমার বাসায় একটি ছোট বাগান রয়েছে

 2 years ago 

আসলে আপু বাগান করে অনেক পরিতৃপ্তি পাওয়া যায়, যারা করে তারা বোঝে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এর আগের পোস্টে আপনাকে দেখতে পেলাম বাগান তৈরীর জন্য মাঠ প্রস্তুত করতেছেন। আর এখন দেখতেছি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছেন, গাছ রোপন করার জন্য। খুব সুন্দর ভাবে মাটি ভরাট করা পাত্রে গাছ লাগিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি এবং আপনার হাজবেন্ড মিলে মরিচ গাছের চারা লাগিয়েছেন সেই বীজ থেকে অবশেষে গাছ হয়েছে। ঘরোয়া পদ্ধতিতে গাছ লাগানোর যদি একটু পরিশ্রমের কাজ তারপরও এটা অত্যন্ত একটি ভালো উদ্যোগ নিয়েছে। কারণ এর মাধ্যমে নিজের চাহিদা মেটানোর পাশাপাশি অন্যের সবজির চাহিদা মেটানো যায়।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যর জন্য।

চারায় চারায় রিলেটিভিটি
ধারনা সুন্দর,
প্রকৃতির সাথে আপনার রিলেটিভ
বুঝতেই লাগে অতি চমৎকার।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দারুণ উদ্যেগ নিয়েছেন আপনি আপু।বলতে গেলে ছাদ কৃষি এটা আপনার।আপনি যেসব সবজির কথা বললেন এইগুলা সতেজ খেতে পারলে অনেক পুষ্টিকর আশা করি তা পূরণ করতে পারবেন।আপনার জন্য শুভ কামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32