লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থান পরিদর্শন, সাথে কিছু ফটোগ্রাফি, পর্বঃ ১৫ ( বিশেষ পুরস্কার ১০ স্টিম)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমাদের এখানে কিন্তু শীত চলে এসেছে।আজকে তাপমাত্রা সর্বোচ্চ 17° এবং সর্বনিম্ন 10° রেকর্ড করা হয়েছে। আজ সকালে প্রচন্ড ঠান্ডা ছিল, সাথে ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। এদেশে কিন্তু শীতের সময়ে বেশি বৃষ্টিপাত হয় গরম সিজন থেকে, যদিও গরম বেশি দিন থাকেনা।বছরের বেশিরভাগ সময় ঠান্ডাই থাকে।

যাই হোক লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থানের ১৫ তম পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম।গত সপ্তাহে আপনাদের সাথে শেয়ার করেছিলাম London Madame Tussauds এর ৫ম পর্ব যেখানে দেশ-বিদেশের বিভিন্ন সেলিব্রেটিদের মোমের মূর্তি রাখা আছে।আজকে Madame Tussauds এর ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের সেলিব্রিটিদের মধ্যে বেশিরভাগই রয়েছেন সঙ্গীত জগতের শিল্পীরা। হয়তো আপনারা কেউ না কেউ কাউকে চিনতে পারবেন, চিনতে পারলে আপনাদের জন্য টিপস রয়েছে ।আজকের পর্বের শিল্পীদের কাউকেই দেখে মনে হচ্ছে না যে তারা মূর্তি, দেখলেই বুঝতে পরবেন। চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

আজকের পর্বে বিশেষ একটি আকর্ষণ রেখেছি। সঠিক উত্তরদাতা প্রথম তিন জনকে যথাক্রমে ৫ স্টিম, ৩ স্টিম ও ২ স্টিম করে টিপস দেয়া হবে।এডিট করা যাবেনা, হুবহু কপি করা যাবেনা। সর্বোচ্চ যে আনসার করবে সেই হবে উইনার।

আলোকচিত্র : ১

9F449FC1-29FB-4D21-AFB4-59E18A935B93.jpeg

দেখুন একসঙ্গে কতগুলো কত ভঙ্গিতে বানিয়ে রেখেছে, নিশ্চয়ই তারা অতি পরিচিত মুখ হয়ে থাকবে, যেহেতু তাদের মূর্তিগুলো এখানে স্থান পেয়েছে।

আলোকচিত্র : ২

5D9BBE04-C0CF-484E-83C3-2162B87DD892.jpeg

আলোকচিত্র : ৩

0CC413AB-B54A-422A-8FDF-DAAEB0F9FC70.jpeg

5B66B7F2-534A-41BA-B169-7B9850E60365.jpeg

দেখেই বোঝা যাচ্ছে জনপ্রিয় কোন সঙ্গীতশিল্পী হবে।

আলোকচিত্র : ৪

B185DACC-0231-4BDF-B96E-53C3A528B899.jpeg

এই শিল্পীর অবস্থা দেখুন।

আলোকচিত্র : ৫

DC0CC80F-021E-400D-B552-540CE8F4BBD8.jpeg

আলোকচিত্র : ৬

30EC08D5-5EC0-4DFD-A447-D09617B17135.jpeg

উপরের দুজনের নাম লেখা আছে, তাদের নাম বললে হবে না।

আলোকচিত্র : ৭

12C31266-22A2-4D96-9C40-15E7C17A16FC.jpeg

আলোকচিত্র : ৮

433C99F1-875E-45FD-9B4F-B8BF104331A2.jpeg

এর নাম দেয়া আছে, বললে হবে না।

আলোকচিত্র : ৯

DDA838BD-17E5-4E0A-A0CF-ACE820E006AD.jpeg

আলোকচিত্র : ১০

591C9C2A-1CA6-49FA-8E35-1C6D1690C698.jpeg

এটি মনে হয় কোন মডেল হবে, তার নাম বললেও হবে।

আলোকচিত্র : ১১

67789D4E-5C1F-49DE-AB8F-E1EE28ACBBB6.jpeg

আলোকচিত্র : ১২

4318A92D-F409-46F6-942C-6C2854AC951F.jpeg

আলোকচিত্র : ১৩

73428516-D25F-43AA-B7CE-141293BECFA2.jpeg

location

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
Loading...
 2 years ago 

লন্ডনে ঐতিহ্যবাহী সুন্দর জায়গা পরিদর্শন এবং সাথে ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর সুন্দর মূর্তির ফটোগ্রাফি দেখে বোঝাই যাচ্ছে না কোনটা আসল কোনটা নকল। খুবই ভালো লাগলো এবং শিল্পীদের মূর্তির ফটোগ্রাফি ভালো লেগেছে। এই গুলো দেখে মনে হচ্ছে পুরো বাস্তব।

 2 years ago 

কাছ থেকে দেখেও একেবারে বাস্তবই মনে হয়, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আজকে আপনার আলোকচিত্রগুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর সুন্দর মূর্তি যা দেখে আমি সত্যিই অবাক। কোনটি আসল আর কোনটি মূ্র্তি বোঝা যাচ্ছে না। খুবই সুন্দর মূর্তি বিশেষ করে সংগীতশিল্পী গুলোর অসাধারণ। দাদা অনেকগুলোর নামও বলে দিয়েছে, সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago (edited)

আমিও মুগ্ধ হয়ে গিয়েছি দাদার এই কমেন্টসটি পেয়ে। অনেক ধন্যবাদ আপনাকেও।

 2 years ago 

আমাদের দেশে থেকে সম্পুর্ন উল্টো।তাপমাত্রা সর্বোচ্চ ১৭° এবং সর্বনিম্ন ১০° রেকর্ড করা হয়েছে। তাহলে শীত অনেক ছিল। বাংলাদেশে ২৫° ডিগ্রি নিচে হলে অনেক ঠান্ডা লাগে।লন্ডনে মূতিই গুলো এমন সুন্দর বানানো হয়,দেখে বুঝা যায় না। আসলে মানুষ নাকি মূর্তি? আলোকচিত্র ৮,৯ দেখে মনে হচ্ছে না মূর্তি।আমার কারো নাম জানা নাই আপু।অনেক ধন্যবাদ আপু আপনার পোস্টে মাধ্যমে লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থান সম্পর্কে জানতে পারলাম।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যি বলছি আপু আজকে একটি নতুন বিষয় জানতে পারলাম ৷ যে আপনি যে দেশে থাকেন অর্থাৎ লন্ডনের আবহাওয়া সম্পর্কে জানতে পারলাম ৷ একটা নতুন বিষয় আসলে শীতকালীন অবস্থাও যে বৃষ্টি হয় ৷ সেটা আমাদের দেশে অন্ততপক্ষে খুব কম দেখা দেয় ৷ বলতে গেলে শীতকালীন বৃষ্টি নেই বললেই চলে ৷ যাহোক সর্বনিম্ন ১০ ডিগ্রী দিকে নেমেছে ৷ তাহলে তো বোঝা যাচ্ছে বেশ ঠান্ডা পড়েছে৷

আপনার এর আগের পর্বর ফটোগ্রাফি গুলো আমি দেখেছিলাম আপনি লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থান পরিদর্শন, করে চমৎকার ফটোগ্রাফি,করেছেন ৷ আজ এখানে বেশিরভাগ ফটোগ্রাফি ছিল সিঙ্গার যদিও তাদের নাম কিংবা তাদের পরিচয় আমরা কিছু জানি না৷ তবে সত্যি প্রতিদিন ফটোগ্রাফি যেন বাস্তবিক রূপ দিয়েছে৷ ভালো লাগলো ফটোগ্রাফি দিল এবং কি লন্ডনের শীতকালীন কিছু বিষয় নিয়েও জানতে পারলাম৷
ধন্যবাদ ৷

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

সর্বোচ্চ ১৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১০ ডিগ্রি রেকর্ড করা হয়েছে তাহলে তো অনেক শীত পড়েছে। মনে হচ্ছে শীতের শুরুতেই একেবারে বেশি শীত পড়ে গেল। আপনাদের দেশের নিয়ম উল্টো আমাদের দেশে গরমের সময় বেশি বৃষ্টি হয় আপনাদের ওখানে শীতের সময় বেশি বৃষ্টি হয়। আপনানিতো দেখছি অনেক ছবি তুলেছেন ছবি শেষই হতে চাচ্ছেনা একটার পর একটা দিয়েই যাচ্ছেন। আজকে তো আবার ভালো একটি কুইজ রেখেছেন। আমি তো একজন কেউ চিনতে পারলাম না শুধু তিন আর 11 নম্বরের ভেতর থেকে দুজনকে চিনতে পেরেছি। একজন হল আমাদের রিহা বেবি আরেকজন হল আমাদের ভাইয়া।

 2 years ago 

দুজনকে চিনতে পেরেছেন বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের ওখানে ঠান্ডা শুরু আর আমাদের দিনে গরম রাতে ঠান্ডা হি হি। সংগীত জগতের তারকাদের মূর্তিগুলো সত্যি একেবারে বাস্তব মনে হচ্ছে। ইংলিশ বা অন্য ভাষার গান খুব একটা শুনি না। সেজন্য কোনো শিল্পীর নাম আমার জানা নেই। তবে বেশ কিছু মুখ আমার পরিচিত। তাদের কিছু গান শুনেছি।। এরমধ্যে ৮ নং চিএের ভদ্রলোক টা অন‍্যদের থেকে বেশি পরিচিত।

 2 years ago 

ঠিক বলেছেন ওনাকে প্রায় সকলেই চেনে, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমাদের দেশও মনে হয় ধীরে ধীরে লন্ডনের মত হয়ে যাচ্ছে। ইদানিং দেখি বাংলাদেশেও শীতকালে বৃষ্টি শুরু হয়েছে। তাপমাত্রা এত কম তাহলে তো প্রচণ্ড রকম ঠান্ডা পড়ছে। আর দুঃখিত আপু ইংলিশ গান শুনি না জন্য এসব শিল্পীদের কারোরই নাম জানা নেই। তাই স্টিম জিততে পারলাম না। একজন শিল্পীকে অবশ্য চিনেছি যে মহিলা মডেলটির পাশে দাঁড়িয়ে আছে তার নাম বললে হবে?

 2 years ago 

তার নামটি বললে হয়তো কিছু প্রাইস পেয়ে যেতে, যাই হোক মিস করে ফেললে।

 2 years ago 

এবার আর বোধহয় কপালে পুরস্কার নাই আপু। একজনকেউ চিনতে পারিনি। তবে মডেলের সাথে ভাইয়াকে চিনতে পেরেছি 😅। আর আমাদের ছোট মামনিকেউ চিনতে পেরেছি। ভাইয়াকে দেখে মনে হচ্ছে যেন সত্যি সত্যি তিনি কোন মডেলের পাশে দাঁড়িয়ে আছেন। প্রত্যেকটি মূর্তি একেবারে জীবন্ত লাগছে।

 2 years ago 

একদম ঠিক বলেছ মূর্তিগুলো একেবারেই জীবন্ত লাগে কাছ থেকে, অনেক ধন্যবাদ আপু তোমাকে।

 2 years ago 

আপাতত এই পর্বের মতো আর পুরস্কার পাওয়ার সুযোগ নেই কারণ দাদা পর্যায়ক্রমে সবগুলো উত্তর দিয়ে দিয়েছে আগে থেকেই। আসলে দেখে বোঝার কায়দা নেই যে এগুলো মোমের তৈরি মূর্তি, আমি তো প্রথমে দেখে মনে করেছিলাম এরা সত্যিকারের মডেল।

 2 years ago 

কাছ থেকেও তাই মনে হয় যেন সত্যিকারের মডেল। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60522.54
ETH 2602.42
USDT 1.00
SBD 2.64