রসুন দিয়ে চাপিলা মাছ ভুনা (10% beneficiary to shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রসুন দিয়ে চাপিলা মাছ ভুনার রেসিপি নিয়ে।এটি বাংলাদেশি মাছ, সিলেট বিভাগের লোকেরা একে চাপিলা মাছ বলে, অন্য বিভাগে কি বলে আমার জানা নেই, আমি আবার মাছের নাম কম জানি কয়েকটি কমোন মাছ ছাড়া।তবে নতুন করে অনেক মাছের নাম জেনেছি। এই মাছ রসুন দিয়ে ভুনা করলে অনেক মজা হয় ।আপনারা তো জানেন রসুন শরীরের জন্য খুবই উপকারী । আশা করি আমার এই আজকের রেসিপি আমাদের সকলেরই ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক মূল পর্বে।

DF936581-45F6-4A2B-8E61-5BD43D45F041.jpeg

চলুন দেখা যাক খাবারটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে?

উপকরণপরিমাণ
মাছ৭/৮ টি
পেঁয়াজ কুচিদেড় কাপ
কাঁচা মরিচ২/৩টি লম্বা করে কাটা
টমেটো কুচিহাফ কাপ
আস্ত রসুনদেড় কাপ
হলুদ গুড়া১ চাঃচাঃ
ধনিয়া গুড়া১ চাঃচাঃ
মরিচ গুড়া১ চাঃচাঃ
কারিপাউডার২ চাঃচাঃ
লবণস্বাদমতো
তেল২ টেবিল চামচ
ধনেপাতা কুচিহাফ কাপ

কার্যপ্রণালী : ধাপ ১

প্রথমেই পেঁয়াজ ,টমেটো ,কাঁচা মরিচ এবং ধনেপাতা কেটে নিয়েছি এবং রসুন গুলো ছুলে নিয়েছি ।এরপর মাছগুলোর বরফ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ।মাছগুলো পূর্বেই কাটা ও আঁশপরিষ্কার করা ছিল, এটি ফ্রজেন মাছ ।তারপর হলুদ গুঁড়া,মরিচ গুঁড়া এবং লবন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি ভাজার জন্য।

73B6B75D-7F07-4A31-A8E3-21B518132446.jpeg

F70BF764-3476-4961-84F8-3FB42AFD5F70.jpeg

D10779AD-FAB7-47F3-A7F3-B4DD46355CAB.jpeg

কার্যপ্রণালী : ধাপ ২

প্রথমেই একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, লবণ দিয়ে মাখিয়ে ঢেকে রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এই সময় চুলার আঁচ কমিয়ে দিতে হবে। এই ফাঁকে মাছগুলো ভেজে নিয়েছি।

কার্যপ্রণালীঃ গুলো নিম্নে দেখানো হলো:

425FFFE6-B269-46C8-923D-DAAAA2C01FD6.jpeg

E622CB53-3B88-4855-9B79-08DD535744E0.jpeg

53212F10-9852-4E6F-9D2D-071753F25E2C.jpeg

81725677-B895-4963-9CD1-436B34CC7763.jpeg

শেষ ধাপ:

এরপর পেঁয়াজ গলে গেলে সব মসলা দিয়ে ভালোভাবে নেড়ে রসুনগুলো দিয়ে ২/৩ মিনিট অল্প আঁচে কষিয়ে নিয়েছি। এরপর ভাজা মাছ গুলো দিয়ে ১ কাপ পানি যোগ করে চুলার আঁচ বাড়িতে ঢেকে রেখেছি ৫/৬ মিনিটের জন্য। এরপর চুলার আঁচ কমিয়ে আরো দুই-তিন মিনিট রেখে দিয়েছি, পরে ধনে পাতা যোগ করে আমার রান্না শেষ করেছি।হয়ে গেল আমার মজাদার রেসিপি রসুন দিয়ে চাপিলা মাছের তরকারি।

DA9669A0-1993-40CB-88D7-DBC8E6A38332.jpeg

88249772-C900-495E-9FFA-38180A874DF2.jpeg

BC8C63AC-10C4-4BE4-8596-98D3682B4288.jpeg

CAFDF9E3-2197-429F-9BEE-123645CC026B.jpeg

45B1D1B5-2F6C-40EF-AA5F-327FA09269C7.jpeg

EAF44EE4-65D5-42AC-8FE2-AFC85E1495BA.jpeg

পরিবেশনের জন্য এনেছি।

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স
ফটোগ্রাফার@tangera

আশা করি আমার এই আজকের আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

ধন্যবাদ আপনাকে এরকম একটি সুস্বাদু রেসিপি আমাদেরকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

চাপিলা মাছ অনেক সুস্বাদু। রসুন দিয়ে চাপিলা মাছের রেসিপিটা খুব সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর হয়েছে কিন্তু চাপিলা মাছটা ঠিক চিনে উঠতে পারলাম না☹️

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপু রেসিপিটি।তবে মাছের নাম শুনে নতুন মনে হচ্ছিল।আমরা এই মাছকে ইলিশে খইরা মাছ বলি।আপনার রেসিপিটি দেখেই লোভ লেগে গেল আপু।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ তোমাকে।

 3 years ago 

খুব সুন্দর রেসিপি আপু। এই মাছ টাকে আমরা চিতল মাছ বলি।মাছটা খুবই সুস্বাদু একটি মাছ। এবং রসুন দিয়ে আপনার রেসিপি একটু ইউনিক হয়েছে।।

 3 years ago 

চাপিলা মাছ শুধু ভাজা খেতেও দারুন লাগে। ভালো লাগলো যে সাত সমুদ্র তেরো নদী পাড়ে চাপিলা মাছ পাওয়া যায়

 3 years ago (edited)

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক চমৎকার রেসিপি এবং পরিবেশনা অনেক ভাল ছিল

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চাপিলা মাছ এই নামের সাথে একদম নতুনভাবে পরিচিত হলাম তবে আপনার রেসিপি দেখি অনেক সুস্বাদু মনে হচ্ছে সত্যি বলতে আপনি অনেক সুন্দর এবং নিখুঁত ভাবে উপস্থাপন করেছেন। আপনার রেসিপি অনেক সুন্দর ছিল, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কিছু বলার ভাষা নেই ।কারণ রেসিপি খুবই লোভনীয় হয়েছে। জিভে জল চলে আসছে। খুব ভালোবেসে বানিয়েছেন দেখে বোঝা যাচ্ছে। শুভেচ্ছা রইলো আপু

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মাছটির সঙ্গে ইলিশ মাছের চেহারার মিল আছে।সুন্দর হয়েছে আপনার রেসিপি টি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তোনাকেও ধন্যবাদ ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57621.01
ETH 3094.14
USDT 1.00
SBD 2.32