আমাদের ঈদের দিনটি || শেষ পর্ব

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_0402.jpeg

ঈদ মোবারক। আশা করছি সকলেই বেশ ভালোভাবে ঈদ উদযাপিত করে ফেলেছেন। আর শুনেছি বাংলাদেশের ওয়েদার টা আজকে বেশ ভালই ছিল, কোন বৃষ্টিপাত ছিল না।আর আমাদের এখানে তো দুপুরের পর থেকে একটানা বৃষ্টি পড়ে গিয়েছে। আউটডোরে কয়েকটি জায়গায় আমাদের বেড়ানোর প্ল্যান ছিল। কিন্তু কি আর করা? বৃষ্টির কারণে শুধুমাত্র ইন্ডোর bowling centre এ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম সকলেই বাসায়।

ভাসুরের বাসায় সকলে ঈদের দিন লাঞ্চ করে বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। তখন হালকা গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। ভেবেছিলাম বৃষ্টি চলে যাবে। এরপর পার্কে পৌছে গেলাম, কিন্তু গাড়ি থেকে আর নামার উপায় ছিল না। বৃষ্টি আরো বেশি পরছিল তখন।এই পার্কটি অনেক সুন্দর। যদিও এর আগে কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর ঈদের দিন এখানে অনেক ভিড় হয়।অনেকেই এখানে আসে ঈদের দিন পরিবার নিয়ে ইনজয় করতে। আর এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হচ্ছে লেক। খুবই চমৎকার একটি লেক রয়েছে এখানে।আর লেকে বোটের ব্যবস্থা রয়েছে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। প্লান ছিল বোটে উঠবো। কিন্তু তা আর সম্ভব হলো না।এরপর আমরা সকলেই সেখান থেকে ফিরে ইন্ডোরে বোলিং সেন্টারে চলে গেলাম।

বোলিং সেন্টারটি মূলত করা হয়েছে বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য নানান রকমের খেলা রয়েছে সেখানে।তারা এখানে আসলে অস্থির হয়ে যায় কোনটা রেখে কোনটা খেলবে। অবশ্য প্রতিটি খেলার জন্যই সেখানে পে করতে হয়। প্রতিটি খেলার জন্য ওয়ান পাউন্ড করে দিতে হয় অথবা তার চেয়ে কিছু কমেও আছে। আর এ কারণে অবশ্যই ভাংতি পয়সা নিয়ে যেতে হবে। এক একটি গেমস খেলতে হলে তাকে প্রথমেই একটি কয়েন সেখানে ঢুকিয়ে দিতে হবে। কয়েন না দিলে গেমস চালু হয় না। অবশ্য তাদের এখানে ভাংতির ব্যবস্থা রয়েছে। এ কারণে আগে থেকে ভাংতি নিয়ে এসে তারপর খেলা শুরু করতে হয়। বাচ্চারা তো মহা খুশি। ঈদের দিন তাদের খুব ইনজয় হয়েছে এখানে এসে।

IMG_0314.jpeg

IMG_0320.jpeg

IMG_0321.jpeg

IMG_0324.jpeg

IMG_0326.jpeg

IMG_0346.jpeg

IMG_0345.jpeg

IMG_0351.jpeg

IMG_0352.jpeg

IMG_0353.jpeg

IMG_0354.jpeg

IMG_0355.jpeg

IMG_0357.jpeg

IMG_0360.jpeg

IMG_0361.jpeg

IMG_0362.jpeg

IMG_0370.jpeg

IMG_0374.jpeg

IMG_0385.jpeg

IMG_0390.jpeg

বাচ্চাদের এনজয় করা দেখে আমরা বড়রাও একটু বোলিং খেলে এলাম।ওই একটি মাত্র খেলা সেখানে রয়েছে বড়দের জন্য। বলগুলো যে এত হেভি তা আগে জানা ছিল না। যাইহোক কয়েকবার বল মেরে দেখলাম।বেশ ভালোই লেগেছিল। তবে এই খেলার টিকিট মূল্য সবচেয়ে বেশি। চারজনের খেলার জন্য থার্টি ওয়ান পাউন্ড রেখেছিল। যাই হোক ছোট বড় সকলেই খেলাধুলা শেষ করে ঈদের দিন মোটামুটি বেশ ভালোই উপভোগ করে বাসায় ফিরলাম।

IMG_0403.jpeg

ভাবী আর আমি।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

ঈদ মোবারক আপু ৷ঈদের আনন্দ উপভোগ করতে সহ পরিবারে ঘোরাঘুরি প্রার্কে কাটানো মুহুর্ত ৷ তবে বৃষ্টি বেশ খারাপ পরিস্থিতি এনে দিয়েছে নিশ্চিয়ই ৷ যা হোক বাংলাদেশ আবহাওয়া ভালো ছিল ৷
যা হোক ভালো আপু পরিবারের সবাই একসাথে পার্কে সময় অতিবাহিত করেছেন ৷ তবে ছোটরা অনেক আনন্দ করেছে তা ফটোগ্রাফি গুলো দেখলে বোঝা যায় ৷
অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন ৷

 2 months ago 

আসলে বাংলাদেশে কালকে আবহাওয়া টা অনেক সুন্দর ছিল খুব বেশি গরম ছিল তেমনটাও না আবার বৃষ্টি হয়েছে তেমন টাও না। পারফেক্ট একটা আবহাওয়া ছিল তবে আপনাদের ওখানে বৃষ্টি হওয়ার কারণে কিছুটা বাধা পেয়েছেন। তারপরও বাচ্চাদের নিয়ে ভালোই সময় পার করেছেন।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপু আপনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আজকে আপনি ঈদের দিনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। ঈদের দিন একটু ঘুরাঘুরি করতে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের আবহাওয়া খুবই ভালো ছিল। কিন্তু আপনাদের ওখানে বৃষ্টি হওয়ার কারণে ঘোরাফেরা করতে কিছুটা বাধা সৃষ্টি হয়েছে। তার জন্য শুধুমাত্র ইন্ডোর bowling centre এ কিছুক্ষণ সময় কাটিয়ে বাসায় চলে গিয়েছেন। বাচ্চারা অনেক আনন্দ উল্লাস করেছিল ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 months ago 

আপু আপনার লেখায় ঈদ উদযাপনের শেষ পর্বটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে ঈদের দিন এরকম সুন্দর স্থানের সুন্দর পরিবেশে সময় কাটালে ঈদের আনন্দটা আরো বেশি বৃদ্ধি পায়। যাহোক আপনার পোস্টের সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ঈদ মোবারক। প্রথমে আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদের দিনে ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। ঈদের দিনে বাচ্চাদের নিয়ে ঘুরতে গিয়ে বাচ্চাদের খেলা দেখে আপনারাও যে বোলিং খেলেছেন এবং চারটি বোলিংয়ে থার্টি ওয়ান পাউন্ড রেখেছিল সেটা আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম । আর বৃষ্টির জন্য আপনাদের ঘোরাঘুরি করা ব্যাঘাত ঘটেছে অনেক খারাপ লাগলো। যাইহোক বৃষ্টি আল্লাহর একটু আসিস নিয়ামত। ঈদের দিনে ঘোরাঘুরি সবার মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 2 months ago 

ঈদের দিন বৃষ্টিতে আপনাদের ঘোরাঘুরির প্ল‍্যান একেবারে মাটি হয়ে গিয়েছে দেখছি। আউটডোরে তো ঘোরাঘুরি করতে পারেন নি। যা করেছেন ঐ ইনডোরে। বোলিং সেন্টার টা বাচ্চাদের জন্য আদর্শ একটা জায়গা। যেহেতু এখানে অনেক প্রকার গেমস রয়েছে। এখানে সময় টা বেশ ভালোই কাটিয়েছেন আপু। বেশ ভালোই কেটেছে আপনাদের ঈদটা।

Posted using SteemPro Mobile

 2 months ago 

এর আগের পর্বটি দেখেছিলাম এবং দ্বিতীয় পর্বটি দেখেও ভীষণ ভালো লাগলো। ঈদের দিন বৃষ্টি হলে সব প্ল্যান এলোমেলো হয়ে যায়। যাইহোক বোলিং সেন্টারে গিয়ে বাচ্চারা বেশ আনন্দ করেছে দেখা যাচ্ছে। আপনারা বোলিং খেলেছিলেন তাহলে। বোলিং খেলতে আমারও বেশ ভালো লাগে। একসময় মাঝেমাঝে বোলিং খেলা হতো আমার। ফটোগ্রাফি গুলো চমৎকার ভাবে ক্যাপচার করেছেন আপু। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 67414.43
ETH 3488.58
USDT 1.00
SBD 3.20