রেনডম কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ4 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_2888.jpeg

বাচ্চাদের স্কুল হলিডে চলছে। ছয় সপ্তাহের জন্য স্কুল বন্ধ রয়েছে। এখন আবহাওয়া খুবই চমৎকার। কোথাও ঘুরে বেড়ানোর জন্য দারুন একটি পরিবেশ।আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি। যদিও কোথায় যাওয়া হয়নি এখনও, শুধু লন্ডন সোনার গাঁ রেস্টুরেন্টে তাদেরকে নিয়ে বের হয়েছিলাম। তবে প্ল্যান আছে কয়েকটি জায়গায় তাদেরকে নিয়ে ঘুরতে যাব।গতবার অনেক জায়গায় যাওয়া হয়েছিল। তখন আমার ছোট ভাসুরের ফ্যামিলি ছিল। কিন্তু বর্তমানে ওরা এখন বাংলাদেশে রয়েছে তাই আমাদের একা আর যাওয়া হয়নি। তারপরও চেষ্টা করব কিছু কিছু জায়গায় তাদেরকে নিয়ে যেতে। যাইহোক এবার চলে যাই মূল পর্বে।আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে।আগে তেমন ফটোগ্রাফি করা হতো না, কিন্তু আমার বাংলা ব্লগে জয়েন হওয়ার পর থেকেই ফটোগ্রাফি একটি নেশায় পরিণত হয়েছে।ভালো কোন কিছু পেলেই ক্যামেরাবন্দি করে ফেলি।আশা করি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
ফটোগ্রাফি-১

IMG_2752.jpeg

IMG_2753.jpeg

প্রথমেই Gladiolus ফুল দিয়ে শুরু করে দিলাম।এই ফুলগুলো দেখতে খুবই চমৎকার। আর অনেকগুলো কালার থাকে।এ দেশে অনেকেই শোভা বর্ধনকারী হিসাবে বাসার সামনে লাগিয়ে থাকে।বেশিরভাগ মানুষের বাসার সামনেই এই ফুলের গাছ গুলো দেখা যায়।যখন দাঁতের ডক্টরের কাছে গিয়েছিলাম তখন রাস্তার পাশ থেকে ফটোগ্রাফিটি নেওয়া হয়েছিল

ফটোগ্রাফি-২

IMG_2754.jpeg

IMG_2755.jpeg

রাস্তার এই ফটোগ্রাফি দুটি Crawley শপিং মলের পাশ থেকে নেয়া হয়েছে। আসলে এ দেশের রাস্তাঘাট এত পরিষ্কার-পরিচ্ছন্ন দেখতে খুবই ভালো লাগে। আর রাস্তার পাশ দিয়ে বড় বড় গাছ লাগানো থাকে যা রাস্তা সৌন্দর্যকে আরও বেশি বৃদ্ধি করে।

ফটোগ্রাফি-৩

IMG_2880.jpeg

IMG_2881.jpeg

আমার বাগানের লাউ। ছোট ছোট লাউগুলো দেখতে বেশ কিউট লাগছে।বেশ কিছু লাউ ধরেছে গাছে।বীজ থেকে চারা, চারা থেকে পরিপূর্ণ একটি গাছ এবং গাছ থেকে ফল উৎপন্ন থেকে শুরু করে প্রতিটি স্টেপ আপনাদের সাথে শেয়ার করে ফেললাম।

ফটোগ্রাফি-৪

IMG_2883.jpeg

IMG_2645.jpeg

আমার বাগানের সিম। সিম গাছে ফুল আসা শুরু করে দিয়েছে। অলরেডি ছোট ছোট সিম ধরা শুরু হয়েছে। লাউ গাছের মতো সিম গাছেরও প্রতিটি স্টেপ আপনাদের সাথে শেয়ার করেছি।

ফটোগ্রাফি-৫

IMG_2886.jpeg

IMG_2887.jpeg

IMG_2885.jpeg

উপরে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখে মনে হচ্ছে আম তাইনা? আম পেকে ধরে রয়েছে গাছে। কিন্তু এগুলো আম নয়, এগুলো দেখতে একেবারে আমার মতই লাগছে। এগুলোর নাম হচ্ছে Plum. আমার নেইবারের বাগান থেকে নিয়েছি এই ফটোগ্রাফি গুলো।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 2 days ago 

আসলেই আপু আমার বাংলা ব্লগে জয়েন হওয়ার পর থেকেই ফটোগ্রাফি যেনো নেশায় পরিণত হয়েছে। যাইহোক আপনি বেশ দারুণ দারুণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।সব গুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে শেষের ফটোগ্রাফি টি দেখে আমিও আম মনে করছিলাম।যাইহোক ওই ফলটার নাম জেনে খুবই ভালো লাগলো। আপনি ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 days ago 

Plum ফল গুলো আগে কখনো দেখা হয়নি। পুরো গাছে দেখছি বেশ ভালোই ধরেছে ফলগুলো। আপনার প্রতিবেশীর বাগান থেকে ক্যাপচার করেছেন। আপনার বাগানে তো দেখছি শিম গাছে ফুলও চলে এসেছে। প্রথম ফটোগ্রাফির ফুল গুলো ভীষণ সুন্দর। ধন্যবাদ আপু এত দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 days ago 

আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি।

তাহলে তো ঘুরাঘুরি করার জন্য একেবারে পারফেক্ট ওয়েদার। এই সুযোগটা হাতছাড়া করা একেবারেই ঠিক হবে না। বাচ্চাদেরকে নিয়ে এই সুযোগে বেশি বেশি ঘুরাঘুরি করেন আপু। যাইহোক রেনডম ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো আপু। বিশেষ করে দ্বিতীয় এবং পঞ্চম ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

আপনার ফটোগ্রাফি গুলো বরাবরই সুন্দর এবং অনেকটা ইউনিক হয় আপু। কারণ আপনি কমন কিছু ফটোগ্রাফির পাশাপাশি আনকমন কিছু ফটোগ্রাফিও শেয়ার করেন। যেগুলো হয়তো আমরা সচরাচর দেখতে পারি না। এই পোস্টে সেরকমই কিছু ফটোগ্রাফি হলো Plum ফলের ফটোগ্রাফি। যাইহোক, বাকি ফটোগ্রাফি গুলোও অনেক সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর কিছু ফটোগ্রাফির জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60611.05
ETH 2703.38
USDT 1.00
SBD 2.45