লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থান পরিদর্শন, সাথে কিছু ফটোগ্রাফি, পর্বঃ ৯, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থানের ৯ম পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম।গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম লন্ডন সায়েন্স মিউজিয়াম।আজকে আপনাদেরকে নিয়ে যাব London Madame Tussauds তে যেখানে দেশ-বিদেশের বিভিন্ন সেলিব্রেটিদের মোমের মূর্তি রাখা আছে। দেখে মনে হয় অবিকল সেই মানুষগুলো দাঁড়িয়ে আছে। বেশি ভালো লাগে পরিচিত মানুষগুলোর মূর্তি দেখলে, তবে আমার কাছে পরিচিত থেকে অপরিচিত বেশি চোখে পড়েছে। কারন আমি অত বেশি সেলিব্রেটিদের চিনি না।বিশাল এলাকা নিয়ে গঠিত এই স্থানটি, ফার্স্ট ফ্লোর ও সেকেন্ড ফ্লোর ভরা শুধু সেলিব্রেটি আর সেলিব্রেটি। এটি কিন্তু ফ্রি না, অবশ্যই টিকিট করতে হবে, জনপ্রতি 25 পাউন্ড করে (বাংলাদেশী টাকার প্রায় তিন হাজার টাকার মতো ),তবে বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা কম। যেহেতু অনেক সেলিব্রেটি এখানে রয়েছে তাই এক পর্বে শেষ করা সম্ভব নয়।আমি চাচ্ছি সকলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে, এ কারণে এই পর্ব টিকে কয়েকটি ভাগে ভাগ করেছি।আজকে এর প্রথম পর্ব, আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

03A7C211-B7F9-4273-B3CC-7C4EC0415094.jpeg

উপরে রানীকে সবাই চিনতে পেরেছেন তাইনা? দেখে মনে হচ্ছে অবিকল রানী দাঁড়িয়ে আছে। রানীর পাশে তার ছেলে ও ছেলের বউ, তারাও কিন্তু মূর্তি। আমার পরিচিতদের মধ্যে রয়েছে শাহরুখ খান, বলিউডের নায়িকা প্রিয়াঙ্কা, শচীন টেন্ডুলকার, বারাক ওবামা, বরিস জনসন, প্রিন্সেস ডায়ানা এবং তার পরিবার। আরো অনেকেই রয়েছেন এই মুহূর্তে তাদের নাম মনে পড়ছে না। আমি যাদেরকে চিনি না হয়তো আপনারা তাদেরকে চিনতে পারবেন। এই পর্বে আপনাদেরকে রানী ছাড়া তেমন কাউকে দেখাচ্ছি না, আগামী পর্ব থেকে শুরু করব, অপেক্ষায় থাকুন। একটু আকর্ষন রাখলাম।

DF5E3F28-7E75-46AD-BA30-17602C54D1F6.jpeg

পরিবারের সকলকে নিয়ে ট্রেনে করে যাত্রা করেছিলাম।

E9E9C895-AEC9-464D-B5F1-A829A1B5E383.jpeg

0C2B89B6-AB6E-4056-BBB2-523D21288AF9.jpeg

44CBB8DD-EA08-4A34-AAD3-D2B978B2B399.jpeg

C1CC7CBB-F37A-43D4-AF53-4371168F4F21.jpeg

2C7C6380-1CAC-4731-A52A-5901D4DF3A31.jpeg

784AE5D2-2D04-4F6D-82DF-121C4AF8E533.jpeg

সবাই টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে।বিশাল লাইন।

9C3181F6-0775-471A-A08E-468DECB7069D.jpeg

মাদাম তুসো তে ঢোকার দরজা।

2D7BF6C6-12E0-4B36-B282-C36D862767F0.jpeg

BDC46F04-C9BC-4F32-9B44-85CFA19B515D.jpeg

5677F033-41CF-473C-B6B4-947F478D6C23.jpeg

76D5DBCA-0D06-4D0C-8C7B-1193D46BCAD2.jpeg

36AF3A94-6788-4A60-9C32-8F0F957DD8BC.jpeg

089BE72A-D51E-4D02-90D6-91C6AB37DFBB.jpeg

B7CE20D5-8F19-47FC-B8DC-480352B23E83.jpeg

2684B264-3A0A-44F7-8350-0771854C938B.jpeg

উপরের ফটোগ্রাফি গুলো লক্ষ্য করুন একজন মহিলা ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে ।প্রথমে ঢুকেই দেখি মহিলাটি আমাদের দিকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে ভাবছিলাম কেন আমাদের ছবি তুলছে? পরে আমার মেয়েরা কাছে গিয়ে দেখে রিয়েল না, মূর্তি। এত সুন্দর করে বানিয়ে রেখেছে দেখে বোঝার উপায় নেই।

location

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থানে পরিদর্শনের সময় অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনার মাধ্যমে দেখতে পেলাম। খুবই ভালো লাগলো আপু।বিশেষকরে রাণী এলিজাবেথ এর মোমের ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে যেন এটি মুর্তি নয় রাণীর জীবন্ত ছবি। সামনে আপনার কাছ থেকে আরো নতুন কিছু দেখার অপেক্ষায় রহিলাম।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া রানীর ছবি দেখে আসলেই মনে হয় যেন জীবন্ত। অবশ্যই খুব শীঘ্রই দেখতে পারবেন আগামী পর্বগুলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সেই অপেক্ষায় রহিলাম আপু।আপনাকেও অন্তরের অন্তস্তল থেকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

লন্ডনে ঐতিহাসিক স্থানের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। পরিবারের সকলকে নিয়ে ট্রেন ভ্রমণ করেছেন এবং সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ সত্যিই অসাধারণ, ফটোগ্রাফি করার মুহূর্ত গুলো অসাধারণ ছিল। বিশেষ করে একটি মেয়ের মুর্তির ফটোগ্রাফি করার বিষয়টি আমার কাছে একদম বাস্তব মনে হয়েছে, ভালই লাগলো।

 2 years ago 

জ্বী ভাইয়া আমার কাছেও প্রথমে বাস্তব মনে হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago (edited)

লন্ডনের ঐতিহ্যবাহী ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। আসলে লন্ডন খুবই সুন্দর শহর। আর আপনার ফটোগ্রাফির মাধ্যমে শহরের অনেক সৌন্দর্য দৃশ্য দেখতে পেলাম ভালো লাগলো।

 2 years ago 

একদম ঠিক বলেছেন লন্ডন আসলেই অনেক সুন্দর। অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা আছে রাস্তাঘাট ও ঘরবাড়ি সমূহ। এ কারণে দেখতে আরো বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

দেখে তো পুরাই মাথা নষ্ট। দেখে কোনো বোঝার কোনো উপায় নেই যে এগুলো মানুষ না। বেশ সুন্দর একটি জায়গা ভ্রমণ করেছেন আপু। টিকিটের দাম টাও দেখছি খুব একটা কম না। পরবর্তী পোস্ট গুলোর জন্য অপেক্ষায় থাকলাম।।

 2 years ago 

জ্বী ভাইয়া কিছু কিছু মূর্তি দেখে বুঝার উপায় নেই এবং কিছু কিছু দেখে মনে হয় একেবারে আর্টিফিশিয়াল। অবশ্যই খুব শীঘ্রই পরবর্তী পোস্টগুলো দেখতে পারবেন, অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আমি তো প্রথমে ভেবেছিলাম সত্যিকারেই লন্ডনের রানীর ফটোগ্রাফি। তারপর আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম এগুলো হচ্ছে মোমের তৈরি মূর্তি। সত্যিই অবিকল একদম জীবন্ত মানুষের মত। যে কেউ দেখলেই অবাক হয়ে যাবে। সত্যিই আপু খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ঐতিহাসিক জায়গা সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

জ্বী আপু রানীর ছবিটা দেখে সত্যিই মনে হয় যেন জীবন্ত। কিন্তু কিছু কিছু আছে একেবারে আর্টিফিশিয়াল মনে হয়, পরবর্তী পর্বগুলো দেখলে বুঝতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

লন্ডন মাদাম তুসো জাদুঘরের কথা কে না জানে। বিশ্বের অনেক বড় বড় মুভিতে এই মাদাম তুসো জাদুঘরের দৃশ্য আছে। আপনি যেসকল সেলিব্রিটিদের নাম বলেছেন তারা খুবই পরিচিত। আপনার পরিবারের সাথে বাহিরে ঘুরার বেপারটা খুব চমৎকার। সবশেষের ছবিতে যে মেয়েটি ক্যামেরা নিয়ে দাড়িয়ে আছে তাকে দেখে সত্যিই বাস্তব মনে হচ্ছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

অবশ্যই ভাইয়া পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই দেখতে পারবেন, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি তো ভেবেছিলাম বাস্তবে রানী এলিজাবেথ দাড়িঁয়ে আছে। অবাক করার মতো ছিল আপু। London Madame Tussauds মিউজিয়ামের মোমের মূর্তিগুলো হুবহু মানুষের মতো। তবে তিন হাজার টাকা লাগলো আপু। সামনের পর্বে শাহরুখ খান এর মতো অভিনেতাদের মোমের মূর্তি দেখতে পাবো।

 2 years ago 

অবশ্যই দেখতে পারবেন, কিন্তু শাহরুখ খানের মূর্তি আমার কাছে এতটা ভালো লাগেনি। দেখে মনে হয় আর্টিফিশিয়াল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আশা করি আপু, ভালো আছেন? পরিবারের সদস্যদের নিয়ে খুব অসাধারণ মুহূর্ত কাটিয়েছেন লন্ডনের ঐতিহাসিক স্থানে। আপনার ফটোগ্রাফি গুলো বেশ অসাধারণ হয়েছে। পুরো পোস্টটি দেখে খুব ভালো লাগলো। এত অসাধারণ ফটোগ্রাফি এবং ভ্রমণ কাহিনীর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আপু অনেক সুন্দর জায়গায়। আমি তো আসলে মানুষ মনে করছিলাম। আপনার লেখা পড়ার পর বুঝতে পারলাম এটা মূতি।বুঝার কোন বিকল্প নেই যে এটা আসলে মূতি। এত সুন্দর নিকুট করে বানানো হয়েছে মূতি আর মধ্যে কাপড়চোপড় পড়ানো বেশ দেখতে মনে হচ্ছে মানুষ। আপনার পোস্ট মাধ্যমে আমরা লন্ডনের অনেক কিছু ফটোগ্রাফি দেখি এবং জানতে পারি। খুব ভালো লাগল আপু, অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থান পরিদর্শন, সাথে কিছু ফটোগ্রাফি,
আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু একদম ঠিক বলেছেন অনেক গর্জিয়াস কাপড়-চোপড় পরিয়ে তাদেরকে এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে মনে হয় যেন বাস্তব। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আরেহ আমার তো বিশ্বাস এই হচ্ছে না এগুলা মূর্তি ছিল।এতটা পারফেক্ট আর নিখুঁত ভাবে বানানো সেগুলো মূর্তি মনে হওয়ার কোনো প্রশ্নই উঠে না।তবে যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

জ্বী ভাইয়া কিছু কিছু বানানো হয়েছে একেবারে পারফেক্ট নিখুঁত, আবার কিছু কিছু দেখে একটুও ভালো লাগেনি, পরবর্তী পর্বগুলোতে দেখতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59325.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.41