ছোট মেয়ের বুদ্ধিতে বড় মেয়ের সুইমিং লেসন সফল হলো

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_3666.jpeg

Copyright free image pixaby

টাইটেল দেখেই সকলেই বুঝতে পেরেছেন যে আমার আজকের পোষ্টের বিষয় বস্তু হচ্ছে সুইমিং নিয়ে।আমাদের এখানে এখন বেশ গরম পড়েছে।সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি।এই ওয়েদারে সুইমিং করতে বেশ ভালই লাগে। ইংল্যান্ডে বেশিরভাগ স্কুলে বাচ্চাদের এই সুইমিং এর ব্যবস্থা করা হয়।স্কুলে বাচ্চাদেরকে সুইমিং শেখানো হয়।এ কারণে এই লেসনের জন্য 30 পাউন্ড করে দিতে হয়।সপ্তাহে একদিন এই লেসন করানো হয়।এ কারণে এদেশের বেশিরভাগ বাচ্চারাই সুইমিং করতে পারে।ক্লাস টু থেকে এই সুইমিং লেসন শুরু হয়। আমার বাচ্চাদের স্কুলে সুন্দর একটি সুইমিংপুল রয়েছে। বড় মেয়ে মোটামুটি ভালই শিখেছে কিন্তু ছোট মেয়ে এখনো ভালোভাবে শিখতে পারেনি। কারণ তার মাত্র ২ বছর হল সুইমিং লেসনে দিয়েছি। এই লেসনটি বছরে ২-৩ মাস করা হয় সপ্তাহে একদিন করে।

বাচ্চারা খুবই ইনজয় করে এই লেসনটি।যেদিন সুইমিং লেসন থাকে সেদিন খুব এক্সাইটেড থাকে। আগের দিন আলাদা করে তাদের সুইমিং ব্যাগ রেডি করে রাখতে হয় যার মধ্যে টাওয়াল, সুইমিং হ্যাট আরো এক্সট্রা কিছু কাপড়-চোপড় থাকে। আর স্কুলে যাওয়ার সময় সুইমিং কস্টিউম পরিয়ে দেই স্কুল ড্রেসের নিচে যেন সুইমিং করার আগে কাপড়-চোপড় চেঞ্জ করার কোন ঝামেলা না হয়।শুধু উপরের স্কুল ড্রেস খুলে ফেললেই হয়ে গেল। যাইহোক এখন চলে যাচ্ছি মূল পর্বে।

বড় মেয়ের সুইমিং লেসন ছিল বৃহস্পতিবার।বরাবরের মতো আমি তার সুইমিং ব্যাগ আগের দিন রাতে রেডি করে রাখি। সকালে উঠে স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়া করতে গিয়ে বড় মেয়ে সুইমিং ব্যাগ নিতে ভুলে যায় কিন্তু সুইমিং ড্রেস তার পড়া ছিল স্কুল ড্রেসের নিচে। এর আগের সপ্তাহে বড় মেয়ের শরীর খারাপ ছিল তাই সেই স্কুলে যেতে পারেনি, তাই তার লিসনটি মিস হয়ে যায়। কিন্তু এ সপ্তাহেও সুইমিং ব্যাগ ভুলে রেখে গিয়েছিল। স্কুলে যাওয়ার সময় আমিও খেয়াল করিনি যে সুইমিং ব্যাগটি রেখে গিয়েছে।প্রায় দুই-তিন ঘন্টা পর হঠাৎ দেখি সুইমিং ব্যাগ ঘরেই পড়ে রয়েছে। তখন আমি সাথে সাথে স্কুলে ফোন করে জিজ্ঞাসা করি লেসন কি তার হয়ে গিয়েছে কিনা? স্কুল অফিস থেকে বলা হলো আর ৫-১০ মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে কিন্তু তখন আর সময় নেই সুইমিং ব্যাগটি পৌঁছে দেয়ার। মনটা খুব খারাপ হয়ে গেল কারণ তার এ সপ্তাহেও সুইমিং লেসন মিস হয়ে যাবে।বড় মেয়ের মনটা খুব খারাপ হয়ে যায় স্কুল ব্রেক টাইমের সময় আমার ছোট মেয়ের সাথে দেখা হয় তখন ওর কাছে খুব আফসোস করে বলে আমার সুইমিং ব্যাগ বাসায় রেখে এসেছি ভুলে তাই আজকে আর আমার সুইমিং করা হবে না। তখন ছোট মেয়ে তাকে বুদ্ধি দেয় ডোন্টওরি আমার কার্ডিগেন তুমি টাওয়াল হিসাবে ব্যবহার করতে পারবে।তখন ও অনেক খুশি হয় এই সুন্দর আইডিয়াটি দেওয়ার জন্য।আর সুইমিং হ্যাট স্কুল অফিস থেকে জোগাড় করে আনে। অবশেষে ছোট মেয়ের বুদ্ধিতে বড় মেয়ে তার সুইমিং লেসন কমপ্লিট করতে পারে। আমি মনে মনে ভাবি যখন বাসায় আসবে তখন বড় মেয়ে কাঁদতে কাঁদতে বাসায় ঢুকবে, আর বলবে সুইমিং করতে পারিনি।কিন্তু যখন দরজা খুলি তখন সে সুন্দর করে একটি হাসি দেয়। তখন ঘটনাটি জানতে পেরে খুবই ভালো লাগলো যে ছোট মেয়ের বুদ্ধিতে বড় মেয়ে সুইমিং লেসনটি করে এসেছে।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

আপনাদের ওখানে তো তাপমাত্রা এখন অনেকটাই বেশি। তবে আমাদের এখানে তো আরো বেশি গরম।
মাশাআল্লাহ আপনার ছোট মেয়ের বেশ ভালোই বুদ্ধি আছে দেখছি। আমি তো সুইমিং একদমই পারি না। ছোটবেলা থেকে শহরে থাকার কারণে সেভাবে শিখা হয়নি। আসলে বাইরের দেশগুলোর মত শিক্ষা ব্যবস্থা যদি আমাদের দেশেও থাকতো তাহলে খুবই ভালো হতো। যাইহোক আপু আপনার আজকের লেখাটা পড়ে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 last year 

ছোট মেয়ের বুদ্ধিতে বড় মেয়ের সুইমিং লেসন সফল হলো পুরো বিষয় টা পড়ে সত্যি খুব ভালো লেগেছে। মাশাআল্লাহ বলতে হবে ছোট মামণির বুদ্ধি আছে বটে।না হয় কার্ডিগেন টাওয়াল হিসাবে ব্যবহার না করলে আর সুইমিং করতে পারতো না। আর আপু দরজার খুলার সাথে সাথে ও সুন্দর হাসি টা দেখতে পেতেন না।অনেক ধন্যবাদ।

 last year 

বাইরের দেশগুলোতে সব সিস্টেমগুলো ভালো। ছেলেবেলা থেকে ই বাচ্চাদের সবকিছুতে অভ্যস্ত করিয়ে ফেলে।এটা খুব ভালো লাগে। আপু ছোট ছেলে বা মেয়ের বুদ্ধি একটু বেশীই থাকে।তাইতো দেখছি এখানে ও ছোট মেয়ের বুদ্ধিতে বড় মেয়ের সাঁতার লেসনটি করা হলো। যাক জেনে ভালো লাগলো আপু।না করতে পারলে আবার বড় মেয়ে মন খারাপ করে বাসায় আসতো।অসংখ্য ধন্যবাদ আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 last year 

সুইমিং করতে আমারও খুব ভালো লাগে। শহরে থাকা হয় এজন্য কতদিন যে নদী অথবা পুকুরে সাঁতার কেটে গোসল করি না ভুলেই গেছি।। আপনার বাচ্চাদের সাঁতার কাটা দেখে আমারও খুব মনে হচ্ছে একটু গা ভিজিয়ে সাঁতার করতে।।

 last year 

আসলে আপু বাচ্চাদের সাঁতার শেখানো খুবই ভালো একটা দিক। আর আপনাদের ওখানকার স্কুলে বাচ্চাদের সাঁতার শেখায় এটা জেনে আমার খুবই ভালো লেগেছে। যাহোক সাঁতার শেখার জন্য আপনার মেয়ে ব্যাগ পত্র ভুলে রেখে গেলেও আপনার ছোট মেয়ের আইডিয়াটা নিঃসন্দেহে খুবই সুন্দর ছিল। যার কারণে আপনার বড় মেয়ে আপনার ছোট মেয়ের পরামর্শ গ্রহণ করে সাতারে সফল হয়েছে এবং হাসিমুখে বাসায় ফিরেছে। এখন থেকে অবশ্যই আপনি খেয়াল করে আপনার মেয়ের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো স্কুলে যাওয়ার পূর্বেই রেডি করে রাখবেন এবং স্কুলে যাওয়ার সময় তাদের হাতে তুলে দিবেন। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

বিদেশের স্কুল গুলোর সিস্টেম খুব ভালো।বাচ্চাদেরকে ছোটবেলা থেকে সুইমিং শেখানো হয়। আমাদের স্কুলে পড়ালেখার চাপের বাইরে বাড়তি কোন কারিকুলাম তেমন একটা থাকে না। যাইহোক ছোট মেয়ে বেশ চমৎকার বুদ্ধি দিয়েছে বড় বোনকে সুইমিং করার জন্য। বাচ্চাদের এরকম উপস্থিত বুদ্ধিগুলো দেখলে আসলেই খুব ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 last year 

মাঝে মাঝে পরিবারের ছোটদের বুদ্ধিতে অনেক কিছু হতে পারে। তাই আমাদের উচিত পরিবারের ছোটদের কেও মূল্যায়ন করা। যে এই দেখেন তো আপু আপনার বড় মেয়ের তো সুইমিং লিসন গত সপ্তহের মত এই সপ্তাহেও মিস হয়ে যাচ্ছিলো। কিন্তু যদি ছোট মেয়েটি এত সুন্দর বুদ্ধি না দিতো তাহলে কি আর সে সুইমিং লিসন শেষ করতে পারতো। তবে ইংলেন্ডের মত আমাদের দেশে যদি স্কুল কলেজ গুলো তে এই বিধান থাকতো তা হল হয়তো বা আমিও সুইমিং টি শিখে নিতে পারতাম। ধন্যবাদ আপু এত সুন্দর একটি বিষয় শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56160.19
ETH 2367.48
USDT 1.00
SBD 2.31