ছোটখাটো কিছু কেনাকাটা আর সাথে কিছু ফটোগ্রাফি
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শনিবার, ছুটির দিন তাই বাচ্চাদের কে নিয়ে বের হয়েছিলাম ছোটখাটো কিছু কেনাকাটার জন্য। যদিও আমার শপিং করতে ভালো লাগেনা, তারপরও প্রয়োজনের তাগিদে যেতেই হয়।শপিং এর কথা শুনলেই বাচ্চারা অস্থির হয়ে যায় শপিং করার জন্য।তারা খুবই পছন্দ করে। তাই সকাল বেলায় নাস্তা করেই বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে যাই শপিং করতে। যদিও খুব দূরে না আমার বাসার কাছেই শপিং সেন্টার। প্রথমেই চলে যাই বুটস এ। বুটস ইউকের সবচেয়ে নামকরা প্রসাধনী ও মেডিসিনের জন্য উল্লেখযোগ্য একটি কমপানী যাদের 2000 এর উপরে স্টোর রয়েছে। এখানকার প্রসাধনীগুলো খুবই উন্নত মানের, এ কারণে অন্যান্য জায়গার তুলনায় এখানকার প্রতিটি বস্তুরই দাম খুব বেশি। বুটস থেকে কেনাকাটার পর চলে গেলাম আইসল্যান্ডে যেখানে দুধ, ব্রেড থেকে শুরু করে যাবতীয় সবজি, ফল, মাছ, মাংস , কসমেটিকস সবকিছু, মূলত বড় একটি গ্রোসারি স্টোর। আইসল্যান্ড থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার পর ঘরে ফিরলাম। প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে দুধ, টিস্যু পেপার, শসা, লেটুস, টমেটো, বাচ্চাদের জন্য আইসক্রিম, চিপস এবং কিছু সুইটস।তবে আইসল্যান্ড থেকে কোন ফটোগ্রাফি তুলতে পারিনি কারণ মোবাইলটি গাড়িতে রেখে গিয়েছিলাম।যাইহোক চলুন অন্যান্য যে ফটোগ্রাফি গুলো নিয়েছিলাম তা আপনাদের সাথে শেয়ার করা যাক।আশা করি আপনাদের ভালো লাগবে।
বুটস শপিং স্টোরের সামনে থেকে ফটোগ্রাফি গুলো নেওয়া।
উপরের ফটোগ্রাফি গুলো বুটস শপিং স্টোর থেকে নেওয়া।এখান থেকে কেনাকাটার মধ্যে রয়েছে তিন রকমের শ্যাম্পু। আমরা মানুষ চারজন কিন্তু শ্যাম্পু ব্যবহার করি তিন রকমের।বাচ্চার বাবার লাগে হেড এ্যান্ড সোল্ডার ফর ম্যান ,আমার আর আমার ছোট মেয়ের লাগে পেনটিন,আর বড় মেয়ের লাগে হেড এ্যান্ড সোল্ডার সুপ্রিম। সবচেয়ে বেশি দরকার ছিল সানস্ক্রিন ক্রিম, কারণ এখন বেশ ভালই গরম পড়েছে এবং পরবর্তীতে এই গরম আরো বাড়বে।তাই সানস্ক্রিন ক্রিম ছাড়া স্কুলে দেওয়াই অসম্ভব। স্কুল থেকে বারবার মেসেজ দিচ্ছে বাচ্চাদেরকে অবশ্যই সানস্ক্রিন ক্রিম লাগিয়ে স্কুলে পাঠাতে হবে। একটি সানস্ক্রিন ক্রিমের দাম ১০ পাউন্ড যা বাংলাদেশী টাকার প্রায় ১৩০০ টাকা মত হবে। সানস্ক্রিন ক্রিম গুলোর দাম সবসময়ই খুবই এক্সপেন্সিভ হয়।আর এক্সপেন্সিভ তো হবেই যেহেতু এটি বুটস শপিং স্টোর।এরপর বাচ্চাদের জন্য টুথপেস্ট আর টুথব্রাশ কিনে ফেলি। কসমেটিক্স, টুথপেস্ট, শ্যাম্পু এবং শাওয়ার জেল এই আইটেম গুলো সব সময় এখান থেকে নিয়ে থাকি কারণ দাম বেশি হলেও প্রোডাক্টগুলো খুবই উন্নত মানের। মাত্র কয়েকটি আইটেম কিন্তু দাম পড়েছে প্রায় ২৬ পাউন্ডের উপরে যা বাংলাদেশী টাকার প্রায় ৩৬০০ টাকার মতো। আর আইসল্যান্ড তো পরেই রয়েছে। যাইহোক অবশেষে কেনাকাটার পর ঘরে ফেরা।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
হিহিহিহি শুনে ভালো লাগলো যে মানুষ চারটা আর স্যাম্পু তিন রকম ৷ যা হোক আপু শপিং মানেই তো নতুন কিছু তাই ছোট থেকে বড় সবাই অনেক খুশী থাকে ৷ অনেক ভালো লাগলো আপনাদের শপিং করতে গিয়ে এমন সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে ৷ আসলেই ও দেশে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ৷ যেটা ছবিতে একদম নিখুঁত ভাবে ফুটে উঠছে ৷ অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন ৷
বুটস এবং আইসল্যান্ড থেকে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র গুলো ক্রয় করার পরে আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। বুটস শপিং সেন্টারের সামনের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মানুষ আছে চারজন শ্যাম্পু ব্যবহার করা হয় তিনটি ভিন্নধর্মী। আপু আপনি কি ব্যবহার করেন সেটা তো জানলাম না। আইসল্যান্ডের ফটোগ্রাফি দেখার ইচ্ছে ছিল। বোর্ড শপিং স্টোর এর জিনিসপত্র গুলোর দাম আসলে অনেক এক্সপেন্সিভ।
ছোট খাটো কিছু কেনাকাটা করতে যেয়ে আমাদের সাথে বেশ কিছু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন।সত্যি বলতে আপনার ফটোগ্রাফিগুলোর মধ্য দিয়ে বাহিরের দেশের এত সুন্দর কিছু দৃশ্য দেখলাম। ওমা বুটস এর ২০০০ এর উপর স্টোর রয়েছে। আর বুটস এ তো দেখি বেশ ভালো ভালো কসমিটিকস পাওয়া যায় দেখেই তো বিমানে চড়তে মন চাইছে। ইস্ মোবাইলটা যদি হাতে থাকতো তাহলে তো আমরা আইসলৈন্ডের গ্রোসারী শপ সপ গ্রোসারী বাজারের শপিং ও দেখতে পেতাম।
আপনার শপিংয়ে যেতে ভালো লাগে না আর আমি কি কেনা যায় খুঁজে খুঁজে বের করি শপিংয়ে যাওয়ার জন্য । বুটস কোম্পানির কসমেটিক্সগুলো সব অনেক দাম থাকে। আমাদের এখানেও পাওয়া যায় অনেক এক্সপেন্সিভ। কিন্তু এগুলো মানে খুব ভালো হয়। এজন্য বাচ্চাদের এই কোম্পানির প্রোডাক্ট গুলো বেশি কেনা হয়। তাছাড়া সানস্ক্রিম গুলো একটু দামি হয়। জিনিসপত্রের যে পরিমাণ দাম বেড়েছে বাজারে গেলে টাকা কোথায় দিয়ে শেষ হয়ে যায় বোঝাই যায় না।
শপিংয়ে যেতে কেন জানি আমারও ভালো লাগেনা। কিন্তু প্রয়োজনের তাগিদে মাঝে মাঝে যেতেই হয়। আপু আপনি নিজের প্রয়োজনীয় সব জিনিসগুলো কিনেছেন দেখে ভালো লাগলো। বর্তমানে এমন এক অবস্থা তৈরি হয়েছে সবার ব্যবহারের শ্যাম্পু আর ক্রিম আলাদা হয়ে যায়। যেসব প্রোডাক্ট এর দাম একটু বেশি সেগুলোর গুণগত মান অনেক ভালো হবে। ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যায়। আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। যাইহোক ফোন যেহেতু গাড়িতে রেখে গিয়েছিলেন তাইতো পরবর্তী শপিং এর ফটোগ্রাফি দেখা হলো না। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপু।♥️♥️♥️
আপু আপনি তো দেখছি অনেক কিছুই কেনাকাটা করেছেন। আরো অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছেন ওখানকার পরিবেশের। ওখানকার পরিবেশ গুলো এত স্বচ্ছ দেখেই প্রাণ জুড়িয়ে গেল। বাচ্চাদের জন্য আইসক্রিম এবং পরিবারের জন্য অনেক প্রয়োজনীয় জিনিস কিনেছেন। তবে একটা সানস্ক্রিনের দাম বাংলাদেশি টাকায় ১৩০০ টাকা শুনে তো একেবারেই অবাক হয়ে গেলাম।
আপু বুটস এ্যান্ড আইসল্যান্ড থেকে বেশকিছু কেনাকাটা করলেন আর সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন।দারুন লাগলো।আপনার মতো আমার বাসায় ও একেক জন একেক শ্যাম্পু ব্যবহার করি।সানস্ক্রিন খুব সেনসিটিভ তাই হয়তো দামটা একটু বেশী।কেনাকাটা নিয়ে আপনার অনুভূতি গুলো পড়ে বেশ ভালোই লাগলো। ধন্যবাদ আপনাকে আপু শেয়ার করার জন্য।
শপিং এ যেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আপনার মেয়েরাও তো শপিং খুবই পছন্দ করে। সানস্ক্রিন এর দাম সব সময় একটু বেশি হয়। আমি কিছুদিন আগে একটি সানস্ক্রিন দেখেছিলাম অনলাইনে। যার দাম ছিল ১৮০০ টাকার মতো। বুটস শপিং স্টোরের সামনের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনাদের কেনাকাটার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
বাচ্চাদের সঙ্গে অবশ্যই ছুটির দিনে সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন যেটা আপনার পোস্ট পড়েই বোঝা যাচ্ছে। সুন্দর মুহূর্তের পাশাপাশি দারুন কিছু ফটোগ্রাফিও আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। বর্তমান সময় প্রচন্ড গরম পরছে আর এই গরমের মধ্যে বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় অবশ্যই সানস্ক্রিন ক্রিম দেওয়া উচিত। সবথেকে বেশি ভালো লেগেছে যে স্কুল থেকে এই ব্যাপারে আগেই সতর্ক করে দিয়েছে। যাই হোক আপনাদের কেনাকাটা করার সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।