হাইড্রেঞ্জিয়া ফুলের রুপের পরিবর্তন

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আজকে আমি এসেছি অপরূপ হাইড্রেঞ্জিয়া ফুলের রূপের বাহার নিয়ে যা কখনো হয় নীল , কখনো হয় সাদা, কখোনো হয় গোলাপি এবং কখোনো হয় বেগুনি রঙের। সাধারণত এশিয়া ও আমেরিকায় ৭০থেকে ৭৫প্রজাতির হাইড্রেঞ্জিয়ার বৈচিত্র দেখা যায়।

আমি এখন আপনাদেরকে আমার বাগানে হাইড্রেঞ্জিয়ার সৌন্দর্য দেখাবো।

D26386C6-3E34-4CE3-BE8D-D3E121608B68.jpeg

8A5E3BEB-C4B3-4C5C-B742-BCBCDA6FDC06.jpeg

7333E8ED-D0C7-4E69-B6BD-8B1B7A4DD2DC.jpeg

063F09DB-A781-49FA-A3FB-3851A68A3A6A.jpeg

এইমাত্র বাগান থেকে ফুল গুলোর ছবি তুলে নিয়ে এসেছি।

স্থানঃ হরলি
তারিখঃ ২৯/০৬/২১
ভিভাইস : আইফেন ১০ এক্স ম্যাক্স ।

হাইড্রেন্জা ফুলের রঙ পরিবর্তন মাটির রাসায়নিক উপাদানের উপর নির্ভর করে , মাটিতে পিএইচ কম থাকলে হাইড্রঞ্জা ফুলটি নীল হয়। যদি মাটিতে উচ্চ পিএইচ থাকে তাহলে ফুলের রঙ হবে গোলাপী । আপনারা কি জানেন ইচ্ছা করলে আপনিও পারেন ফুলের এই রঙ পরিবর্তন করতে ?একটি হাইড্রেনজিয়ার রঙ পরিবর্তন করতে, আপনাকে জমির রাসায়নিক সংমিশ্রণটি পরিবর্তন করতে হবে

ফুলের রং পরিবর্তন:

যদি পিএইচ ৬.০ এর উপরে থাকে, তবে মাটির যে পিএইচ তা খুব বেশি , তখন আপনাকে পিএইচ এর পরিমাণ কমাতে হবে। আমি যেনেছি মাটিতে ভিনেগার স্প্রে করে পিএইচ এর পরিমাণ কমানো যায়। যাই হোক আমি এই বিষয়ে অতটা এক্সপার্ট নই।

3F59A08D-63FC-44ED-A9F0-0E570E5472EC.jpeg

9A9D428A-11C8-4EB5-82A1-232FB1CC0484.jpeg

B55BC796-2B96-4FD4-B2AA-85ED85FA053D.jpeg

47E698D7-4525-4486-8637-27D9C149BE2E.jpeg

25091A0C-0C24-4C4B-938D-F415FEDA8069.jpeg

উপরেরএই ছবিগুলো আমি আজকে তুলেছি আমার প্রতিবেশীর বাগান থেকে। এখানে লক্ষ্য করুন পাশাপাশি একই জায়গায় একই ফুলের গাছ ভিন্ন রকমের, একটি বেগুনি একটি গোলাপি আর আমার বাগানের টা নীল। খুবই আশ্চর্য লাগে তাইনা?

নিচের এই ছবিগুলো আমি দুই বছর আগে নিয়েছিলাম সেম ডিভাইস থেকে।

8F88A1EF-2C08-48F3-9C82-4B6BF88A7839.jpeg

75740804-4382-4247-9125-044685681B04.jpeg

AAE334FA-1764-4B04-94BD-BE58CE805D64.jpeg

নিচের ছবিগুলো গতবছর তুলেছিলাম সেম ডিভাইস দিয়ে।

75DD8C92-BC4C-4A86-A1B7-8AFBB26D753A.jpeg

4852A3C2-BDC8-4FCD-A199-BE56757AF2EB.jpeg

আশা করি আমার ব্লগটি আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ ,সবাই ভাল থাকবেন
@তানজিরা ।

Sort:  
 3 years ago 

এক কথায় মনোমুগ্ধকর দৃশ্য।
এতো ফুলের গাছ আপনার বাগানে, কাছে থাকলে বেড়াতে আসতাম।

 3 years ago 

চলে আসুন, অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ফুল গুলো আসলেই অনেক সুন্দর। তবে আপনার গত দিনের পোস্টটা পড়েছি সেই ফুল গুলোও অনেক সুন্দর ছিল। যাইহোক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68814.11
ETH 2404.54
USDT 1.00
SBD 2.36