বিনোদনমূলক পার্কে বাচ্চাদের সাথে কিছু আনন্দঘন সময় কাটানো পর্ব : ১ (10% beneficiary to @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

বন্ধুরা সকলে কেমন আছেন ?আশা করি ভালোই আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কিছুদিন আগে আমি আপনাদের সাথে টিলগেট পার্কের তিন পর্বের ধারাবাহিক একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আবার হাজির হয়েছে এই পার্কটি নিয়ে কারণ আমি পূর্বেই বলেছিলাম এই পার্কটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত তাই সেদিন আমরা পুরা এলাকা ভ্রমণ করে শেষ করতে পারিনি সময়ের স্বল্পতার কারণে ।গতকাল আবার বাচ্চাদেরকে নিয়ে ওই পার্কে ভ্রমণ করতে গিয়েছিলাম।

বাচ্চারা কয় দিন ধরে বায়না ধরেছিল কবে যাবে আবার ওই পার্কটিতে। যেহেতু খুব শীঘ্রই বাচ্চাদের স্কুল খুলে যাচ্ছে এবং ঠান্ডাও চলে আসছে তাই গতকাল আমাদের প্ল্যান ছিল ওই পার্কটি ভ্রমণ করা। আজকে এই ভ্রমণটিকে আমি দুটি ভাগে ভাগ করেছি, কারন কিছু তারা ফান এক্টিভিটিস করেছে এবং কিছু বন্য পশু পাখির সাথে সাক্ষাৎ করেছে। আজকের পর্বে আমি আপনাদের সাথে তাদের কিছু ফান এক্টিভিটিস শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে, আর পরের পর্বে আপনাদের দেখাবো বন্যকিছু পশু-পাখির সাথে তাদের ইনজয় করা।

4A0761AE-397B-4078-98BF-B19D8996B242.jpeg

0487D4BB-37BC-4B4C-B430-934829596E52.jpeg

E70C1D4E-7981-4C39-B66B-8EA087E5748F.jpeg

5C3F77E3-F170-41ED-B34B-206DB62710F3.jpeg

ED908DD6-8466-4981-B978-51DE4AC36011.jpeg

31475E31-7482-4CE8-8DB0-F1DAD272BD23.jpeg

2997B231-0122-4803-9ED6-E0E363676B1E.jpeg

953ACB2B-48AB-40EF-A611-74D06EA5D490.jpeg

2677AD50-D1CF-4FA9-B4D6-C7FEFAC0A119.jpeg

337625FD-4B14-41FB-9ECA-03C75103B516.jpeg

1A6FB686-5FAD-4108-A563-4E2012B51708.jpeg

0897BC27-D5EA-4818-8EA5-22192FF15CC2.jpeg

76FC08CC-08B6-47F4-8C8F-AF01A2BBDA11.jpeg

F9CFCBBB-8D13-47DC-9B91-E9E74D5D308C.jpeg

গতবার যখন এসেছিলাম তখন এই ফান অ্যাক্টিভিটিগুলো ছিল না, এগুলো নতুন যোগ হয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য কারন এখন বাচ্চাদের স্কুল হলিডে চলছে। অবশ্য এর জন্য আপনাদের টিকেট করতে হবে প্রতিটি এক্টিভিটিস এর জন্য £5 করে দিতে হবে ।পরিবেশটা আসলেই খুবই সুন্দর, জঙ্গলের মাঝখানে এই অ্যাক্টিভিটিসের আয়োজন করা হয়েছে। গতবার যখন জঙ্গলের মধ্য দিয়ে হেটে যাচ্ছিলাম তখন চারিপাশে বড় বড় বিশাল ফুলের গাছ ছিল কিন্তু এখন সেই গাছে আর ফুল নেই , সব ফুল ঝরে পড়ে গেছে , আছে শুধু ছোট ছোট ফুলের গাছ ।

D2E04CF3-3380-4663-BF99-DB0FF41459A1.jpeg

D150DD18-643F-4FA7-9365-BF712B3EBE22.jpeg

BC889E2B-28E7-4CD9-B859-64A4346AE2CF.jpeg

E7EA5A31-89E1-4785-9AFC-5259E699D99B.jpeg

6AB7CDE7-D786-40F4-A91B-960277CE4FF5.jpeg

আসলেই এর চারিপাশের পরিবেশটা খুবই সুন্দর, মনে হয় সারাদিন এখানে বসে থাকি, লোকজন এখানে ঘন্টার পর ঘন্টা পরিবারের সাথে সময় কাটায়। কেও কেও আবার তাদের বাসা থেকে ম্যাট নিয়ে আসে, ঘাসের উপর বিছিয়ে বসে গল্প গুজব করে, কেউ কেউ আবার খাবারও নিয়ে আসে।

3CB2EB56-947A-4F15-AC7F-554237669E77.jpeg

4F792BFB-B8FC-4D20-AC00-23DE51C48C85.jpeg

E345E305-C5E3-4D60-88E4-876518B9FF77.jpeg

5D19B5D0-9B43-4BF9-B26E-943B6086ACC1.jpeg

7C0E7722-A06D-4089-A366-8F87C3D4A8B5.jpeg

FB551BA5-55D9-4624-88DF-C7E0F6096363.jpeg

1CD9C676-3A52-474D-AE59-14173DA66A00.jpeg

4C485487-E0F8-48AD-88DB-DD89E3BC0868.jpeg

85CF3AB0-E7E3-45C4-8BAE-E92E7BE666D1.jpeg

সবগুলো ফটোগ্রাফির whats 3words address,
https://w3w.co/wrong.began.label

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স
ফটোগ্রাফার@tangera

আশা করি আজকে আমার এই আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

দেখে মনে হচ্ছে এটা একটা সাফারি পার্ক। আমি কখনো সাফারি পার্কে যায়নি। আপনার পোস্ট টা পড়ে আমি ভালো বিনোদন পেলাম। ধন্যবাদ এরকম পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

না, এটি সাফারি পার্ক নয়। এটি একটি সাধারন পার্ক যা বিশাল এলাকা দ্বারা বিস্তৃত। জেনে খুশি হলাম আপনি আমার পোস্টটি পড়ে বিনোদন পেয়েছেন, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

🙂

 3 years ago 

পার্কটি খুবই সুন্দর।আপনার পরিবারের আনন্দঘন মুহূর্তটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

তোমাকেও অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার ও ঠিক ছোট বাচ্চাদের সাথে খেলতে সময় কাটাতে ভালো লাগে। আপনার সুন্দর একটি দিন ছিলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া আমার পোষ্টটি পড়ার জন্য।

 3 years ago 

বাচ্চাদের নিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন।ছবি গুলো দেখে কিছুটা আন্দাজ করা যায়। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

মাঝে মাঝে আমাদের উচিত পরিবারকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া যাতে করে অফুরন্ত আনন্দ উপভোগ করা যায় এবং সময়টাকে খুব বেশি ইনজয় করা যায়। দিনশেষে পরিবারে আমাদের জন্য সবকিছু এবং পরিবারকে নিয়ে এরকম মাঝে মাঝে সময়কালে পরিবারের মধ্যে বন্ধন গুলো আরো সুদৃঢ় হবে। ছবিগুলো অনেক চমৎকার ছিল এবং আপনার এই আনন্দঘন মুহূর্ত দেখে খুব ভালো লাগলো।

 3 years ago (edited)

আপনি ঠিকই বলেছেন ভাইয়া মাঝে মাঝে আমাদের পরিবারকে সময় দেয়া উচিত, অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনবদ্য। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ও মনোমুগ্ধকর হয়েছে। সাথে আপনার সুন্দর উপভোগ্য মুহুর্ত কাটানো তুলে ধরেছেন খুব ভালো লাগলো আমাদের সাথে ভাগ করে নেবার জন্য। অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টটি পড়ার জন্য।

 3 years ago 

কেউ খেলাধূলায় আর কেউ কেউ সেলফি তুলায় ব্যস্ত, হে হে হে হে
চমৎকার জায়গা আপু, সত্যি ফটোগ্রাফিগুলো দেখে মনে হচ্ছে সময় কাটানোর জন্য ‍উপর্যুক্ত জায়গা এটি। ধন্যবাদ

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে , আমার চেয়ে আমার হাসবেন্ড ব্যস্ত ছিল সেলফি তুলায়। সত্যিই সময় কাটানোর জন্য এ জায়গার তুলনা হয়না।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63475.77
ETH 3117.23
USDT 1.00
SBD 3.94