আমার ঈদ উদযাপন : শেষ পর্ব

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

ঈদ মোবারক।বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মানে আনন্দ, হাসিখুশি, ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া। খুবই আনন্দের সাথে পরিবারকে নিয়ে কেটে গিয়েছে ঈদের দিনটি। দুদিন ধরে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, শুনেছি বাংলাদেশও বৃষ্টি হচ্ছে। গরমের থেকে বৃষ্টি অনেক ভালো। যদিও আমাদের এখানে এখনো অতটা গরম পড়েনি। এই ওয়েদার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক এখন চলে যাচ্ছি আমার ঈদ উদযাপনের শেষ পর্বতে। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম টিল গেট পার্কের অপরূপ সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব হলিউড বোল এ বাচ্চাদের আনন্দের কিছু মুহূর্ত। এটি মূলত বাচ্চাদের জন্যই তৈরি হয়েছে। এছাড়াও বড়দের জন্যও কিছু কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

IMG_4123.jpeg

IMG_4122.jpeg

IMG_4120.jpeg

IMG_4113.jpeg

IMG_4110.jpeg

IMG_4111.jpeg

IMG_4098.jpeg

IMG_4080.jpeg

IMG_4078.jpeg

IMG_4111.jpeg

IMG_4082.jpeg

IMG_4105.jpeg

IMG_4107.jpeg

IMG_4109.jpeg

IMG_4076.jpeg

ঈদের দিন বেশ কিছু জায়গায় ঘোরাফেরা করেছি বাচ্চাদের আনন্দের জন্য।তার মধ্যে তাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে হলিউড বোল এ। তারা এখানে খুব বেশি ইনজয় করেছে। যদিও এটি টিল গেট পার্কের মত ফ্রি ছিল না, সব জায়গায় মানি পে করতে হয়েছে। ঈদের দিন বলে কথা। এই দিন তাদেরকে ইচ্ছেমতো চয়েস করতে দেয়া হয়েছিল, যে যেটা লাইক করেছে তাকে সেটাই দেয়া হয়েছিল। অবশেষে সেখানে প্রায় দেড় ঘন্টার মত সময় কাটানোর পর চলে যাই আমরা McDonald’s এ আইসক্রিম খাওয়ার জন্য। অন্যান্য রেস্টুরেন্ট থেকে ম্যাকডোনাল্ডসে খাবারের দাম একটু চিপ রয়েছে। কিন্তু আমরা এখানে আর কোন খাবার খেতে পারিনি কারণ এখানে হালাল কোন খাবার ছিল না, তাই শুধুমাত্র আইসক্রিম নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম। আর এখানকার আইসক্রিম খুবই টেস্টি। একেক জন একেক ফ্লেভারের আইসক্রিম অর্ডার করি।

IMG_4126.jpeg

IMG_4127.jpeg

IMG_4128.jpeg

IMG_4130.jpeg

IMG_4133.jpeg

IMG_4132.jpeg

অবশেষে আইসক্রিম খেয়ে সারাদিন ঘোরাফেরা করে ক্লান্ত হয়ে বাসায় ফিরি। আর এভাবেই পরিবারের সকলকে নিয়ে আনন্দের সাথে আমাদের ঈদ উদযাপন করি। আশা করি আমাদের ঈদ উদযাপন পর্বগুলো আপনাদের ভালো লেগেছে, আর আপনারা সকলেই ভালোভাবে ঈদ কাটিয়েছেন।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max
Location

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

ব্যস্ত সময়কে একটু অবসর এর দিকে নিয়ে আসার জন্য ঈদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় ছুটি থাকার কারণে পরিবারকে নিয়ে খুব ভালোভাবে ঘুরে বেড়ানো সম্ভব হয়। আপনি খুবই ভালো করেছেন পরিবারের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে।

 last year 

বাচ্চাদের বিনোদনের জন্য দারুণ একটি জায়গায় গিয়েছেন আপু। এই ধরনের জায়গায় গেলে বাচ্চারা খুবই আনন্দ পায়। ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে তারা বেশ ভালো সময় কাটিয়েছে। আইসক্রিমের ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি লেগেছে। সবমিলিয়ে ঈদে ঘুরাঘুরি করে বেশ ভালো সময় কাটিয়েছেন আপু। প্রতিটি পর্ব দারুণ উপভোগ করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

বর্ষাকালে বাংলাদেশে বৃষ্টি তো হবেই আপনাদের ওখানেও বৃষ্টি হচ্ছে জেনে ভালো লাগলো। এরকম ওয়েদার ঘরে বসে থাকতে আমার কাছে খুবই ভালো লাগে। যাইহোক পরিবারের সঙ্গে বাচ্চাদের নিয়ে বেশ মজা করে ঈদ পালন করেছেন। তাছাড়া বাচ্চাদেরকে এত সুন্দর একটি জায়গা নিয়ে গেলে বাচ্চারা তো খুশি হবেই। ভালো লাগলো ওদের আনন্দ দেখে।

 last year 

ইউ,কে তে ঈদ উদযাপনের অনুভূতি অনুভূত হলো। যদিও এখনো সেখানেই ঈদ উদযাপনের সুযোগ হয়নি। তবে ইনশাল্লাহ হয়তো কয়েক মাসের মধ্যে আল্লাহতালা যদি নসিবে রাখে তাহলে আমরাও আসতেছি। তারপর হয়তো সেখানেই ঈদ উদযাপন করতে পারব। যাইহোক ভালো লাগলো আপু ধন্যবাদ আপনাকে।

 last year 

আমাদের সাথে দেখি আজ আপনি আপনার ঈদ আনন্দের শেষ পর্ব শেয়ার করে নিলেন। তবে একটি কথা কি আপু আপনার হলিউড বোল এর ফটোগ্রাফি দেখে তো মনে হচ্ছে আমিও সেখানে চলে যাই। বাচ্চাদের আনন্দ বলে কথা। ঈদ হলো বাচ্চাদের জন্য তাই তাদের আনন্দের জন্য সব কিছুই করা উচিত। আমার তো মনে হয় ওরা বেশ আনন্দই পেয়েছে।

 last year 

ঈদ উদযাপন শেষ করবে বাচ্চারাই বেশি আনন্দ করেছে। McDonald’s খুবই নামকরা। একটা জিনিস খুব ভালো লাগলো হাতের সামনে পেয়েও সবকিছু খাওয়ার চান্স ছিল, তারপর শুধু হালাল হারামের কথা চিন্তা করে আইসক্রিম খেয়ে চলে আসলেন। ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56560.74
ETH 2390.02
USDT 1.00
SBD 2.34