কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কিছু ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফির মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ফুল আর প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফিগুলো। আজকে আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি, যার মধ্যে রয়েছে কিছু জানা ও অজানা।আসলে এই ওয়েদার টা হচ্ছে খুবই চমৎকার। গাছে গাছে ফুল ফুটে থাকে যা দেখতে খুবই ভালো লাগে।অন্যান্য সময় থেকে এই সময়টিতে বেশি ফুলের সমাহার দেখা যায় চারিদিকে। আর এই সময়টিতে ফুলের চারা সবচেয়ে বেশি বেচাকেনা হয়। যদিও আমাদের এখানে পুরোপুরি গরম এখনো পড়েনি।সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18 ডিগ্রি এবং সর্বনিম্ন ছিল 9 ডিগ্রি। শুনেছি বাংলাদেশ ও ইন্ডিয়াতে নাকি খুব বেশি গরম পরেছে। এরপর আবার ইলেকট্রিসিটি শুধু যাওয়া-আসার মধ্যেই রয়েছে।আসলেই খুবই কষ্টকর একটি ব্যাপার।আমাদের এখানেও জুলাই-আগস্ট এই দুই মাস খুব বেশি গরম পড়ে।গত বছর প্রায় 40 ডিগ্রির মতো উঠেছিল। জানিনা এবছর কতদূর পর্যন্ত যাবে? যাই হোক এবার চলে যাওয়া যাক মূলপর্বে।কিছুদিন আগে ওয়েট রোজ সুপার মার্কেটে গিয়েছিলাম শপিং করতে।সেখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল গাছের চারা সাজিয়ে রেখেছে বিক্রির জন্য। সেখান থেকে কিছু ফটোগ্রাফি নিয়ে নিলাম। সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_2804.jpeg

এগুলো নাম-না-জানা ফুল, মনে হচ্ছে যেন একটি ফুলের বাগান।

IMG_2803.jpeg

এই ফুলগুলোকে সম্ভবত বেগুনিয়া ফুল বলে।

IMG_2810.jpeg

এটি নাম না জানা ফুল।

IMG_2802.jpeg

IMG_2801.jpeg

IMG_2800.jpeg

উপরের সবগুলো জেরানিয়াম। আমার বাগানে রয়েছে দু'রকমের জিরানিয়াম,একটি লাল ও আরেকটি গোলাপি।কিছুদিন আগে আপনাদের সাথ শেয়ার করেছিলাম।

IMG_2799.jpeg

এই ফুলকে বলে প্রাইমুলা।আমার বাগানে লাগানো হয়েছে, এখনও ফুল আসেনি।

IMG_2805.jpeg

IMG_2806.jpeg

IMG_2807.jpeg

IMG_2808.jpeg

IMG_2809.jpeg

উপরের সবগুলো কিন্তু ফুলের চারা নয়, এগুলো প্রিয়জনকে দেওয়া ফুলের বুটিক।খুবই সুন্দর লাগছে তাই না?

IMG_3195.jpeg

IMG_3193.jpeg

উপরের ফুল দুটি আমার বাগানে ফোটা প্রথম গোলাপ।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। এতো সুন্দর ফটোগ্রাফি দেখে আমার খুবি ভালো লেগেছে। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

আসলেই ফুল আর প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফি করতে ভালো লাগে।হ্যা আপু বাংলাদেশে অনেক গরম পরেছে,প্রায় ৪০ ও ৪১ ডিগ্রি মত। তার উপর লোডশেডিং আছেই।কাল রাতে কয়বার করে যে বিদ্যুৎ গিয়েছে তার হিসেব নেই। গরমে রাতে বাচ্চারা বেশ কষ্ট পায়।যাই হোক আপনার তুলা প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর। কোন ফুলটা রেখে কোন ফুলটা বেশি ভালো বলবো তা বেশ মুশকিল।আর আসলেই অনেক অনেক ফুল এই প্রথম দেখলাম।বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

 last year 

আপু খুব বেশি গরম পরেছে আমাদের এখানে।তার উপর কারেন্ট থাকছে না।খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি।আপনার মতো আমার ও প্রাকৃতিক দৃশ্য ও ফুলের ফটোগ্রাফি করতে বেশী ভালো লাগে।যদিও বাইরে খুব একটা যাওয়া হয় না।,আপু আপনার তোলা ফুল গাছের ফটোগ্রাফি গুলো দারুন লাগছে দেখতে।আপনি বর্ননার মাধ্যমে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এজন্য আরো বেশি ভালো লাগলো। আপনার বাগানের প্রথম গোলাপ দুটিও অসাধারণ লাগলো। অনেক ধন্যবাদ আপু সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রী আর সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রিতে আছেন বর্তমানে। শুনতে কার মধ্যে কাঁটা বেঁধে যাচ্ছে মনে হয়।। আমরা তো সর্বোচ্চ তাপমাত্রা ৪২° তে।। বাংলাদেশের বর্তমানে মুলট্রফিক হচ্ছে ইলেকট্রিসিটি এবং তাপমাত্রা।।
বিদ্যুৎ একবার গেলে কখন আসবে এর কোন নিশ্চয়তা নেই।। এতটাই অসহনীয় পরিবেশ বর্তমানে বিরাজমান যা আসলে বলে বোঝানো অসম্ভব।।
আজকের ফটোগ্রাফি তে দারুন কিছু দৃশ্য ফ্রেমবন্দী করে শেয়ার করেছেন খুবই ভালো লাগলো।।
বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো সব থেকে বেশি সুন্দর হয়েছে।।।।

 last year 

বাংলাদেশে এখানে ভয়াবহ গরম পরছে। ঠিকই শুনেছেন আপনি কারেন্টেরও খুব সমস্যা হচ্ছে থাকে না বললেই চলে। আপনার মত আমার কাছেও ফুলের এবং প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো বেশি ভালো লাগে। আজকে অনেক নাম না জানা ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। ফুলগুলো অসম্ভব সুন্দর বিশেষ করে এত সুন্দর কালার যে চোখ ফেরানো যায় না। চমৎকার হয়েছে ফটোগ্রাফিগুলো।

 last year 

আসলে আপু গতবছরের মতই এ বছরেও ৪০ ডিগ্রী কিংবা তার উপরেও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সবকিছুই মহান আল্লাহ পাকের ইচ্ছা। আপু আপনি অত্যন্ত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কিছু ফুলের ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফির মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQnjAGo7aZ8f5i58ne1mWbhN8yok4t6Gz8zwFsbuaEUeVgRD8DvCF1pt9dvPBx6a56pxfc5deZ3ZtiDt.jpeg

আমার জানা মতে এই ফুল গুলোকে চন্দ্রমল্লিকা ফুল বলে। চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। নতুন কিছু ফুলের ফটোগ্রাফি দেখলাম। অনেক সুন্দর পোস্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

আপু গরমের কথা আর কি বলবো প্রত্যেকদিন ৪০ ডিগ্রি উপরে তাপমাত্রা । এই গরমে আমরা হাপিয়ে উঠেছি। জানিনাএই গরম থেকে মুক্তি কবে মুক্তি পাব। যাইহোক ফুল হলো সৌন্দর্যের প্রতীক। আপনি জানা ও অজানা খুবই সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই দারুণ লেগেছে। আপনার দক্ষতার সাথে তোলা সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার তোলা সব ছবিগুলো অনেক সুন্দর হইছে। বিশেষ করে প্রাইমুলা ফুলের ফটোটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আর এই ফুল আমি আগে দেখিনি কখনো। অনেক ধন্যবাদ দিদিভাই এতো সুন্দর সুন্দর ফুলের ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56416.38
ETH 2379.95
USDT 1.00
SBD 2.35