শিমের বিচি দিয়ে বোয়াল মাছ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শিমের বিচি দিয়ে বোয়াল মাছ রান্নার মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রান্নাটি সিলেটি অঞ্চলের লোকেরা খুবই পছন্দ করে থাকেন।

CB1829E2-0DD9-4B16-AA8F-77D910C384E0.jpeg

চলুন দেখে নেয়া যাক রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে?

উপকরণ:

  • বোয়াল মাছ : ৫০০ গ্রাম
  • শিমের বিচি: ৪০০ গ্রাম
  • পেঁয়াজ কুচি : ২ কাপ
  • লবন : স্বাদ মত
  • কাঁচা মরিচ : তিন/চারটা
  • তেল : ৪ টেবিল চামচ
  • টমেটো কুচি : হাফ কাপ
  • ধনেপাতা কুচি : হাফ কাপ
  • তেজপাতা : ২ টি
  • হলুদ গুঁড়া : ২ টেবিল চামচ
  • মরিচ গুঁড়া: ৩ টেবিল চামচ
  • ধনে গুঁড়া: ২ টেবিল চামচ
  • জিরা গুঁড়া: ২ টেবিল চামচ
  • কারিপাউডার: ৩ টেবিল চামচ

কার্যপ্রণালী:

প্রথমেই একটি হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো লবন দিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে মাছ, ধনেপাতা এবং শিমের বিচি বাদে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নিয়েছি। এর আগে শিমের বিচি গুলো হাল্কা সিদ্ধ করে নিয়েছিলাম। এবার সিমের বিচি গুলো দিয়ে ভালোভাবে নেড়ে মাছ গুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে আগেই হলুদ ও মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছিলাম। এরপর চুলার হিট বাড়িয়ে ১০ মিনিট রেখে দিয়েছি , ১০ মিনিট পরে তৈরি হয়ে গেল আমার মজাদার বোয়াল মাছের রেসিপি। এরপর ধনেপাতা দিয়ে রেখে দিয়েছি।

চলুন দেখে নেয়া যাক এর ধাপগুলো:

F0001571-B9ED-4B17-AFE1-350C840223CF.jpeg

AAE1B610-843C-4E1F-87DF-5CD40B3DAFEB.jpeg

CB58EF30-6A60-423D-A000-82DD24F1F53A.jpeg

E5239330-1C87-4B88-9917-28C63E25C489.jpeg

সব মসলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার বিচিগুলোকে সিদ্ধ করে নিয়েছি ও মাছগুলোকে ভেজে নিয়েছি।

A6F1ADC5-8745-4332-AC3D-C8D58CFA6BD8.jpeg

0AF0F629-F2F8-4424-AD92-659DD1585975.jpeg

এরপর কষানো মসলায় মধ্যে বিচিগুলো দিয়ে ভালভাবে নেড়ে মাছ দিয়ে পানি দিয়ে ঢেকে রেখেছি ১০ মিনিটের জন্য।

FA539FDE-CA51-45DA-88AA-EB66BF120BE5.jpeg

6135E7BE-48A4-4E71-9961-BB69D75342EA.jpeg

B2E45D79-B572-4805-8ECE-9C06D8DCAF71.jpeg

১০ মিনিট পর আমার রেসিপি রেডি , এরপর ধনেপাতা দিয়ে চুলার আগুন নিভিয়ে দিয়েছি।

26FD0F0B-BDF8-46C3-95D4-820F344D1186.jpeg

পরিবেশনের জন্য রেডি, এই তরকারিটি আমার বাচ্চারা খুবই পছন্দ করে।

4BBC5BDA-A910-4836-9BB4-40199D115CFB.jpeg

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স

আশা করি আমার এই আজকের আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

Cc: @rme

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপু রেসিপিটি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 3 years ago 

ওরে জীবে জল চলে আসছে, কি রেসিপি দেখালেন এটা আপু। খুবই চমৎকার রান্না করেছেন। ধন্যবাদ

 3 years ago (edited)

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, টেস্ট করে দেখবেন খুবই মজা।

 3 years ago 

আমার খুব পছন্দের একটা রেসিপি। তবে আপনার তৈরি খাবার টি অনকে মজা হয়েছে দেখেই লোভ লাগছে ☺️

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

চমৎকার রেসিপি আপু।শুভ কামনা ও ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

দেখেই খেতে ইচ্ছা করছে ।ধন্যবাদ আপনাকে ।রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় ব্যয় করার জন্য।

 3 years ago 

বোয়াল মাছ লাইফে কোনদিন খেতে পারিনি, এটা খুব সম্ভবত একমাত্র মাছ যেটা আমি খেতে পারি না । দুই বার try করেছিলাম but গলা দিয়ে নামাতে পারিনি :)

 3 years ago (edited)

বোয়াল মাছ আমার একটি পছন্দের মাছ, যাই হোক সবার কাছেই তো আর সবকিছু ভালো লাগেনা।ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65771.81
ETH 3174.77
USDT 1.00
SBD 2.61