একটি মেহেদি ডিজাইন এর আর্ট, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মেহেদি আর্ট এর ডিজাইন নিয়ে। প্রতিটি নারী চায় মেহেদি দিয়ে তার হাত রাঙাতে। যদিও অনেকের কাছে মেহেদি পরানো অনেক কঠিন একটি কাজ তারপরও চেষ্টা করলে তা পেরে ওঠা সম্ভব। আমার এই মেহেদী আর্টটি ধাপে ধাপে অনেক সহজ ভাবে সম্পন্ন করেছি, আশাকরি চেষ্টা করলে আপনিও পারবেন। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে ।

175F2883-360D-4CA1-9D24-2B8B6EB4D72D.jpeg

চলুন দেখে নেওয়া যাক মেহেদি আর্টটি অংকন করতে আমার কি কি লাগবে।

  • একটি সাদা পেপার
  • দুটি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে অংকন করার পদ্ধতি গুলো আপনাদের ধাপে ধাপে দেখানো হলো:

A0505E2E-DACD-48A5-A4D1-67EBD62FB6F9.jpeg

প্রথমেই একটি বৃত্ত এঁকে নিয়েছি।

C5A6573F-EEF4-4F91-AACF-94511FD9F487.jpeg

বৃত্তটির চারিপাশের ছোট ছোট পাপড়ির মত করে এঁকে নিয়েছি।

CC6A40B6-B444-4B8F-A7A4-8F9DD148D524.jpeg

এবার পাপড়িগুলোর চারিপাশে গোল গোল করে একটু ডিজাইন করে নিয়েছি, আর ডিজাইনের মাঝে একটি একটি করে বৃত্ত এঁকে নিয়ে বৃত্ত ভরাট করে নিয়েছি।

0C25A84D-B66E-4224-9CF9-41F7D828CF84.jpeg

এরপর ডিজাইনের চারিপাশে বাউন্ডারির মত এভাবে এঁকে নিয়েছি।

19E953E1-2600-4476-B3BC-6E6F6CE4EA01.jpeg

এবার বাউন্ডারির চারিপাশে কতগুলো পাপড়ি এঁকে নিয়েছি।

F739CACC-4074-43D2-8D8C-BF2770009CF8.jpeg

পাপড়িগুলো এবং পাপড়ির ভিতরের অংশটুকু এভাবে ডিজাইন করে নিয়েছি।

0DA641A5-5B07-4B24-9975-233A328F0877.jpeg

এবার পাপড়ির এক সাইডে এভাবে ডিজাইন করে নিয়েছি।

DDCEFC65-95B4-40F2-A430-B6DAB14E6C87.jpeg

এবার পাপড়ির নিচের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি।

0151C792-25AF-497E-85B7-5439AB5443F6.jpeg

এবার পাপড়িগুলোর ডান দিকে এভাবে পাতার মত এঁকে ডিজাইন করে নিয়েছি।

16144B40-BF7F-4336-9678-DE4C3742EA9C.jpeg

এবার পাতার মধ্যে তিনটি ফুল এঁকে এভাবে ডিজাইন করে নিয়েছি।

9808A4FA-928A-4033-A904-802485ADCC3F.jpeg

A4CE3930-BD55-40A9-A320-12DC663EE857.jpeg

এবার পাপড়িগুলোর নিচে এবং পাতার সাইডে এভাবে ডিজাইন করে নিয়েছি।

8E827A87-E764-489E-8CB2-FB49639BE747.jpeg

হয়ে গেল আমার একটি মেহেদি ডিজাইন এর অংকন।

E0C1089A-CF2D-447B-AC73-845463DC9C75.jpeg

Photographer@tangera
DeviceI phone 13 pro max

এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু ডিজাইন টি। এই ডিজাইন টা যদি হাতে দেওয়া যায় তাহলে এটি দেখতে আরো বেশী ভালো লাগবে। আমি চেষ্টা করব নেক্সট যখন আমি আমার হাতে মেহেদি লাগাবো তখন এরকম এই ডিজাইন টা দেওয়ার জন্য। ধন্যবাদ আপু আমাদের সাথে এত সুন্দর একটি ডিজাইন আর্ট করে শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

খুবই খুশি হলাম আপু আপনার মন্তব্যটি পড়ে, অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার মেহেদী ডিজাইন। সত্যি প্রশংসার দাবিদার। আমার কাছে খুবই ভালো লেগেছে।
ধাপ গুলো সুন্দর করে উপস্থাপন করেছেন।
মনে হচ্ছে আমিও পারব এখন!!!

 3 years ago 

জি ভাইয়া আপনিও পারবেন, চেষ্টা করে দেখবেন, অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু এতো কঠিন অংকন কিভাবে করেন বলেন তো।অনেক কঠিন লাগছে কিন্তু আপনি যেভাবে ধাপ গুলো উপস্থাপন করেছেন দেখে চেষ্টা করলে মনে হয় পারবো।অনেক সুন্দর হয়েছে আপু শুভ কামনা।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার মেহেদির ডিজাইন খুবই সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর করে নিখুঁতভাবে আর্টি ফুটিয়ে তুলেছেন। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল শুভকামনা ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার মেহেদি ডিজাইন করব সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। এটিও তার ব্যতিক্রম নয়। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ডিজাইন শেয়ার করার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ অবাক করার মত বিষয় তো মেহেদির ডিজাইন আসলেই সামনে ঈদ আসলে আপনার এই মেহেদির ডিজাইন চেষ্টা করা যাবে। আপনি দারুণভাবেই অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরেছেন আর ডিজাইন টা আমার কাছে অনেক লাগলো। অনেক ভাল ছিল আপু

 3 years ago 

সত্যিই ঈদ আসলে মেহেদি পরার ধুম পড়ে যায়, আমরা সকলেই উপভোগ করি, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

মেহেদী ডিজাইন আর্ট করা একটু কঠিন। তবে আপনি খুব সুন্দর ভাবে আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপন দেখে আমার কাছে মেহেদী আর্ট আর তেমন বেশি কঠিন লাগছে না। সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু 💚

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি মেহেদি ডিজাইন করেছেন আপু। এরকম ডিজাইন হাতে করলে খুবই ভালো লাগবে। এরকম সুন্দর মেহেদি ডিজাইন হাতের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলবে। খুব নিখুঁতভাবে একটু একটু করে আপনি ডিজাইন তৈরি করেছেন। অনেক ধন্যবাদ আপু আমাদের মাঝে এত সুন্দর একটি মেহেদি ডিজাইন নিয়ে আসার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার মেহেদি আর্ট এর বিষয়টি দেখে আমার ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল। আমি খুব ভাব এর সাথে বলেছিলাম আমি ভালো মেহেদি লাগিয়ে দিতে পারি। এজন্য একজন আমার কাছে এসেছিল। আমি যা মেহেদি লাগিয়ে ছিলাম, সেটা দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছিল । 😆😆

বেচারীর ঈদের আনন্দটাই নষ্ট করে দিয়েছিলাম।

 3 years ago 

কার এমন সর্বনাশ করেছেন ভাই,🤔🤔 সে কি পোলা না মাইয়া?
অবশ্যই পোলারা তো আর মেহেদি দেয় না । মাইয়া হবে নিশ্চয়ই।

 3 years ago 

হ ভাই,, মেয়ে ছিল। পরে ওর বাপের ডাক দিছিল 🤣🤣

 3 years ago 

😂😂🤣🤣

 3 years ago 

হায় হায় একি বললেন ভাইয়া? আপনাদের মন্তব্য পড়ে খুবই মজা লাগলো, অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

মেহেদির ডিজাইন দেখলে মনে হয় যায় সুন্দর মুহূর্তের কথা। যেকোনো সময় মেহেদী আঁকতে আমার খুব ভালো লাগে। ছোটবেলায় অনেক চেষ্টা করতাম সুন্দরভাবে মেহেদী আকার জন্য। কিন্তু আঁকতে পারতাম না। এখন একটু চেষ্টা করলে আঁকতে পারি। খুব ভালো লাগলো আপনার মেহেদির ডিজাইন টা দেখে। ছোট ছোট ফুল দিয়ে আঁকলে দেখতে খুব সুন্দর দেখা যায়। আমার তো এক কথায় খুব ভালো লেগেছে।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটা মেহেদির ডিজাইন করে আমাদের সাথে শেয়ার করার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য, আমিও আগে পারতাম না এখন চেষ্টা করতে করতে মোটামুটি ভালোই দিতে পারি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59467.52
ETH 2609.98
USDT 1.00
SBD 2.38