একটি মেহেদি ডিজাইনের আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম।আজকের আর্টটি অনেক সুন্দর, হাতে একটু সময় নিয়ে পরতে পারলে দেখতে অনেক সুন্দর লাগবে। চেষ্টা করলে যে কেউ খুব সহজেই পরে ফেলতে পারবে। ধাপে ধাপে সম্পন্ন করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আশা করি আর্ট টি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

93EEF094-CE12-49A0-9129-CEDC0B937B11.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে কার্যপদ্ধতি গুলো ধাপে ধাপে দেখানো হলোঃ

B67FED56-42F6-43C7-AD09-4A4F7034BEC8.jpeg

প্রথমে একটি বৃত্ত ভরাট করে নিয়েছি।

E92D41DE-DC5C-4180-9B6C-DAA13362B121.jpeg

এরপর ওই বৃত্তটিকে কেন্দ্র করে আরো একটি বৃত্ত এঁকে চারিপাশে এভাবে ছোট ছোট পাপড়ির মত করে এঁকে নিয়েছি।

58052154-495B-43E7-A13A-32E3D8D9EAE8.jpeg

এরপর চারিপাশে এভাবে প্যাঁচিয়ে ডিজাইন করে নিয়েছি।

D2D18714-13B5-4A22-B7D1-52194ACF16E5.jpeg

এরপর মাঝখানে এভাবে ডিজাইন করে ভরাট করে নিয়েছি।

A496340A-50A5-495E-8B56-AB930CBE6518.jpeg

6E671695-95DD-4FDE-AC35-269053DD0A9B.jpeg

54E17370-3129-4671-BBE5-09D8E7AFF3BB.jpeg

4C7D20BC-B7BB-4301-97B7-4930EC889BD3.jpeg

8B3FF277-7075-4189-AF60-F0E9B516D37F.jpeg

E809A3B6-9646-41B4-B750-AD629A7817BE.jpeg

এরপর ক্রমান্বয়ে এভাবে একটির পর একটি ধাপ সম্পন্ন করে আবার অংকন শেষ করেছি।

D243B07B-A0B7-44A4-8914-68DCDE6EB72D.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

প্রিয় আপু, অসাধারণ সুন্দর একটি মেহেদির আর্ট করেছেন। বিশেষ করে বৃত্তের চারিপাশে ফুলের পাপড়ি করেছেন এবং পাপড়ির চারপাশে যত সুন্দর ডিজাইন করেছেন তাতে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে আপনি নিখুঁতভাবে মেহেদীর আর্ট করতে দক্ষ। অসাধারণ সুন্দর একটি মেহেদির আর্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপু সত্যি মেহেদি এই ডিজাইন দেখতে খুবই সুন্দর লাগছে। সময় নিয়ে পরতে পারলে অনেক সুন্দর লাগবে। আমি যদি সময় পাই তাহলে অবশ্যই আপনার এই ডিজাইন হাতে পড়ার চেষ্টা করবো। আমার কাছে আপনার এই ডিজাইন অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সহজ পদ্ধতিতে সুন্দর ভাবে দেখিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

প্রতিবারের ন্যায় এবারও আপনি খুবই সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন আপু। এইসব ডিজাইন গুলো একটু সময় নিয়ে করলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি খুব দক্ষতার সাথে ডিজাইনটি তৈরি করেছেন। মেহেদির এই ডিজাইনগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। খুব সুন্দর করে পর্যায়ক্রমে এই মেহেদি ডিজাইন আর্ট তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপু আশাকরি ভাল আছেন।ভাল থাকবেন এটা ই কামনা করি।
বরাবরের মত এবারও আপনার মেহেদি আর্ট দারুন হয়েছে আপু।আপনি ঠিক বলেছেন, একটু সময় নিয়ে হাতে পরলে খুব সুন্দর লাগবে।আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপু। ভাল থাকবেন সব সময়।

 last year 

ঠিক বলেছেন আপু আজকের মেহেদির ডিজাইনটি তুলনামূলকভাবে সহজে মনে হলো। প্রথমে দেখে একটু কঠিন মনে হয়েছিল কিন্তু আপনার ধাপগুলো সুন্দরভাবে দেখার পর মনে হল যে খুব সহজে হাতে দেওয়া যাবে এবং দেয়ার পর দেখতে খুব চমৎকার লাগবে। ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেকদিন পর আপনার শেয়ার করা এই সুন্দর মেহেদির ডিজাইনের আর্ট দেখে অনেক ভালো লাগলো আপু। আপনি সব সময় দারুন দারুন মেহেদির ডিজাইন আর্ট শেয়ার করেন। আসলে আপনার দক্ষতা যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। সামনে ঈদ আসছে আর পিচ্চি বোনগুলো বায়না করবে হাতে মেহেদি পড়ার জন্য। এই ডিজাইনটি আমার ভীষণ কাজে লাগবে আপু।

 last year 

অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি মেহেদি ডিজাইন। অনেক সুন্দর করে ধাপে ধাপে মেহেদির ডিজাইন টা দেখানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনারা আর্ট করা মেহেদি ডিজাইন আমার খুবই ভালো লেগেছে। মেহেদী পড়তে আমার অনেক ভালো লাগে। এরপরে মেহেদি পরলে এমন ডিজাইন পড়বো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 last year 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট আপনি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার খুব ভালো লেগেছে। আমি মনে করি আমাদের সকলের মধ্যে লুকিয়ে থাকা আর্ট বিষয়ক সুপ্ত প্রতিভা গুলো এভাবে বিকাশ করা প্রয়োজন এবং অন্যের মাঝে উপস্থাপন করা প্রয়োজন। আর একে অপর থেকে অনুপ্রেরণা পেয়ে বিভিন্ন প্রকার আর্ট দক্ষতার পরিচয় দেওয়া সম্ভব।

 last year 

আপনার করা প্রত্যেকটি মেহেদি ডিজাইনের আর্টগুলো আমার অনেক বেশি ভালো লাগে।আর আমি মনে করি এই আর্ট গুলো যদি কেউ হাতে লাগায় তখন অনেক বেশি ফুটে উঠবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যথাযথ বর্ণনার মাধ্যমে ও ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67708.83
ETH 3801.89
USDT 1.00
SBD 3.48