একটি মেহেদি ডিজাইন এর আর্ট 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সহজ একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে। সাধারণত মেয়েরা সকলেই পছন্দ করে হাতে মেহেদির নকশা করতে যা বিভিন্ন অনুষ্ঠানে, ঈদে, বিভিন্ন পার্টিতে যা সকলেই খুব উপভোগ করে।তাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি মেহেদির ডিজাইনের আর্ট, আসা করি আপনাদের ভাল লাগবে। যদিও আর্টে আমি মোটেও দক্ষ নই, তারপরও চেষ্টা করেছি আশা করি ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

D2DF6477-1F05-47AC-996C-DDE307B35A33.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক চিত্রটি অঙ্কন করতে আমাদের কি কি উপকরণ লাগবে:

  • ১ টি সাদা কাগজ
  • ২ রাবার
  • ৩ পেন্সিল

নিম্নে আমার চিত্র অংকন এর ধাপগুলো দেখানো হলো:

ACF805DE-D8DB-4A7B-BD93-8D3447414F4A.jpeg

প্রথমে চক্রাকারে ছোট একটি বৃত্ত এঁকে নিয়েছি।

699F6779-12F8-40F9-9540-BFD9B8D6075D.jpeg

এরপর চক্রাকার বৃত্তের চারিপাশে কতগুলো ছোট ছোট পাপড়ি এঁকে নিয়েছি।

B57EC77E-7CE0-4377-A6A6-CA059AF31AD0.jpeg

এবার ছোট পাপড়ির চারিদিকে কতগুলো বড় পাপড়ি এঁকে নিয়েছি।

8328F28C-DDA9-4A6F-A9CE-3E6AFACEE949.jpeg

EE2597A8-690F-4447-A23B-CDB106D2A978.jpeg

এবার পাপড়ির উপরের দিকে একটু বাঁকিয়ে ডিজাইন করে নিয়েছি।

97089F2E-CCC0-4B5D-9CF0-5E45CCAE3567.jpeg

এরপর ডিজাইনের উপরে ও নিচে একটু নকশা করে নিয়েছি।

9D0F8CF7-8EFA-417C-90A2-E9F1B37EA72F.jpeg

D0303069-A1B0-4418-B229-E3A458CABA14.jpeg

50E52437-5D98-4CF4-A1A6-0C4073E00476.jpeg

এরপর ডিজাইনের উপরে কতগুলো পাতার মতো এঁকে নিয়েছি।

BCF94D1A-F236-4C32-881B-30DA2062A5FF.jpeg

পাতাগুলো পেন্সিল দিয়ে ডিপ করে নিয়েছি।

3316D2C6-8590-4B4A-A907-79B8DE56173C.jpeg

এবার পাতার উপরে আরেকটু ডিজাইন করে আমি আমার অংকন শেষ করেছি।

8950DA16-8FC9-433D-9160-11831E6A61F2.jpeg

ED6730F2-42B2-4F0B-8641-5B71D5B15F3B.jpeg

Photographer@tangera
DeviceI phone 10 X max

বন্ধুরা এটি ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের ভাল লেগেছে ।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

মেহেদি ডিজাইনটি খুবি সুন্দর হয়েছে। এটি যদি আপনার হাতে অংকন করেন তাহলে আরো বেশি সুন্দর লাগবে। আমার অনেক ভালো লেগেছে।আপনি আসলেই অনেক দক্ষ একজন ব্যক্তি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলে একটি মেহেদি ডিজাইন এর ম্যান্ডেলা আর্ট দেখে অবাক হলাম। আপনার হাতের কাজ এত সুন্দর। এত সুন্দর ভাবে এই জিনিসটা পরিবেশন করেছেন অঙ্কন করেছেন। ধাপে ধাপে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার অংকন। দেখে তো আমি মুগ্ধ।

 3 years ago 

ধন্যবাদ আপনারে মন্তব্যের জন্য।

মেহেদি পাতার এই আর্ট হাতে করলে আরো বেশী ভালো লাগবে। আপনার আর্ট এর প্রশংসা না করলেই নয়

 3 years ago 

ধন্যবাদ আপনারে মন্তব্যের জন্য।

অবিরাম অবিরাম অবিরাম

শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপু আপনার মেহেদীর আর্টটি খুব সুন্দর হয়েছে। আপনি সহজেই আর্টটি এঁকেছেন। আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু তোমার মন্তব্যের জন্য।

 3 years ago 

ছোট বেলায় সুন্দর সুন্দর মেহেদির ডিজাইন দেখে বড় আপুদের কাছে গিয়ে বলতাম এই ভাবে একে দাও।কেউ পারতো না।

আপনি বেশ দারুন ভাবে ধাপে ধাপে ডিজাইন টা উপস্থাপন করেছেন।আমার খুব ভালো লাগছে খুব সহজভাবে যে কেউ এটি প্রয়োগ করতে পারবে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

প্রতিবছর ঈদ আসলেই যেন মেহেদী নেওয়ার ধুম পড়ে যায়। যদিও আমি নেয় না। কিন্তু আপনার এই মেহেদীর ডিজাইন টা খুবই সুন্দর হয়েছে। কোনো হাতে মেহেদী দিয়ে এই ডিজাইন টা করলে খুব ভালো লাগবে। খুব ভালো তৈরি করেছেন ডিজাইন টা।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া ঈদ আসলেই মেহেদী নিয়ার ধুম পড়ে যায় বাঙালির প্রতিটি ঘরে ঘরে আমার খুবই ভালো লাগে, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ! খুব দক্ষতার সাথে আপনি মেহেদির ডিজাইন আর্টটি করেছেন। আপনার দক্ষতার তারিফ না করে পারছি না। অসাধারণ সুন্দর সুন্দর আর্ট করেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ভালো লাগছে আপনার মন্তব্যটি পড়ে, কিন্তু আমি আর্টে মোটেও দক্ষ নই, ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মেহেদীর আর্টটি খুব সুন্দর হয়েছে। আপনি সহজেই আর্টটি এঁকেছেন। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন‍্য। শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আমি মেহেদি দেওয়ানো খুব বেশি পছন্দ করি,নিজেও দিতে খুব পছন্দ করি। আপনার মেহেদি ডিজাইনটা সিম্পেল হয়েছে, সুন্দর লাগছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.032
BTC 63510.75
ETH 3065.54
USDT 1.00
SBD 3.82