আমার প্রথম কবিতা “উত্তপ্ত পৃথিবী” 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একেবারেই ব্যতিক্রম একটি আয়োজন নিয়ে। চারিদিকে শুধু শুনছি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ। মারাত্মক ভাবে হারিয়ে গিয়েছি এই ভাবনায়।আর এই ভাবনা থেকেই বেরিয়ে এসেছে কতগুলো বাক্য যা আমাকে সুজোগ করে দিয়েছে একটি কবিতার রুপ ।যদিও কোনদিন কবিতা লিখিনি, দুই দিন আগে আমাদের দাদার একটি কবিতা “ফিরে এসো আমার হৃদয়ে” এই কবতাটি পরে খুবই অনুপ্রানিত হয়েছিলাম। তখন থেকে ভেবেছি সবাই পারলে আমি কেন পারবনা আমাকে পারতেই হবে। তাই আজকে আমার এই আয়োজন। জীবনের প্রথম কবিতা, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ।

C67DC888-0379-4C83-A971-F1F23E561606.jpeg

source: pixabay [copyright free image ]

Link

উত্তপ্ত পৃথিবী

ইউক্রেন আর রাশিয়া লেগেছে যুদ্ধ,
পৃথিবীর মানুষ হয়েছে আজ ক্ষুব্ধ।

অস্ত্রবাজ দেশগুলো মিলে বেঁধেছে একজোট,
বিশ্বযুদ্ধ লাগলে হিসেব নেই বাঁচবে কত মোট?

অসহায় মানুষ আজ আতঙ্কে দিনরাত,
বিশ্বনেতাদের এদিকে নেই কোনো কর্ণপাত।

নিত্য প্রয়োজনীয় দ্রব‍্যাদি আজ হু হু করে বাড়বে,
স্বার্থন্বেষী মজুদদার এই সুযোগ কি ছাড়বে?

ইউক্রেনের আকাশে ঝাকে ঝাকে রাশিয়ার প্যারাটুপার,
এখন কোথায় গেল ন্যাটো জোট আর সুপারপাওয়ার?

বিশ্ব মোড়লরা আজ ক্ষমতার জোরে অন্ধ,
দোহাই তোমাদের যুদ্ধ যুদ্ধ খেলা কর বন্ধ।

চাইনা যুদ্ধ, চাইনা অশ্রু, চাইনা রক্তপাত আর
চাই সুস্থভাবে সুন্দর এই পৃথিবীতে বাঁচার অধিকার।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি একটু হলেও আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 3 years ago 

চাইনা যুদ্ধ, চাইনা অশ্রু, চাইনা রক্তপাত আর
চাই সুস্থভাবে সুন্দর এই পৃথিবীতে বাঁচার অধিকার।

যুদ্ধের ভয়াবহতার কথা মনে হলেই এই হৃদয় আঁতকে উঠে। এই ভয়াবহ যুদ্ধে হাজার হাজার নিরীহ প্রাণের প্রদীপ অচিরেই নিভে যাবে। কিছু স্বার্থলোভী মানুষের জন্য এই যুদ্ধের ভয়াবহতা আরো বেশি বেড়ে যাবে। সাধারণ জনগণ হারাবে তাদের সেই প্রিয় মানুষগুলো। এই যুদ্ধের ভয়াবহতার কারণে হয়তো প্রিয় মানুষদের মুখ আর কখনো দেখা হবে না। যখন যুদ্ধের ভয়াবহতার কথা মনে পড়ে তখন দু চোখে পানি চলে আসে। আপু আপনি এত সুন্দর ভাবে এই কবিতাটি সকলের মাঝে উপস্থাপন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ হয়েছে আপু। আপনার লিখনির অদ্ভুত এক জাদু আমাকে মুগ্ধ করে দিয়েছে। আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অসহায় মানুষ আজ আতঙ্কে দিনরাত,
বিশ্বনেতাদের এদিকে নেই কোনো কর্ণপাত।
নিত্য প্রয়োজনীয় দ্রব‍্যাদি আজ হু হু করে বাড়বে,
স্বার্থন্বেষী মজুদদার এই সুযোগ কি ছাড়বে

কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো আপু। আপনি প্রথম কবিতা হিসেবে খুবই সুন্দর করে লিখেছেন। আসলেই বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আর মানুষ তার নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে এই ধ্বংসপ্রাপ্ত আমাদের জন্য খুবই ভয়াবহ রূপ ধারণ করবে। আমরা তাই মনে প্রাণে চাই এই যুদ্ধ সংঘটিত না হোক।

 3 years ago 

আসলে কাল থেকে নিউজ টা দেখে অসম্ভব খারাপ লাগছিলো। সত্যি কি তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হলো এটা ভাবলেই গায়ে কাটা দেয়।
আমরা চাই সবাই এক সাথে সুন্দর করে বাচতে।

কবিতাটি রিদয় স্পর্শক 💝

 3 years ago 

আসলে এটি এমন একটি প্লাটফর্ম যেখানে নিজের লুকায়িত প্রতিভা প্রকাশ করার খুব সুন্দর সুযোগ রয়েছে। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতাটি পড়ে মনে হচ্ছে না যে এটি আপনার প্রথম লেখা কবিতা। মনে হচ্ছে যেকোনো দক্ষ হাতের লেখা কবিতা। খুব চমৎকার হয়েছে আপনার কবিতাটি। শুভকামনা রইল আপনার জন্য। আশা করি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিবেন।

 3 years ago 

আপনার লেখা কবিতাটি পড়ে একবার অনেক ভালো লাগলো আবার ইউক্রেন আর রাশিয়ার কথা ভেবে কষ্ট লাগলো। অনেক সুন্দর ভাবে ছন্দের মিল রেখে কবিতাটি লিখেছেন। তবে আমি মন থেকে চাই রাশিয়া-ইউক্রেন এর মধ্যে যেন কোন সময় বড় ধরনের যুদ্ধ না লাগে।
অসাধারণ সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু মনি।

 3 years ago 
আপু আপনার জীবনের প্রথম লেখা কবিতা হিসেবে আজকের কবিতাটি অসাধারণ লেগেছে আমার কাছে। আসলেই বর্তমান বিশ্বের অবস্থা এতটাই ভয়াবহ হয়েছে যে কবে এগুলোর সমাধান হবে, কবেই‌ বা ঠিক হবে শুধুমাত্র সৃষ্টিকর্তা যানেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে আজকে শেয়ার করার জন্য আপু।
 3 years ago 

চাইনা যুদ্ধ, চাইনা অশ্রু, চাইনা রক্তপাত আর
চাই সুস্থভাবে সুন্দর এই পৃথিবীতে বাঁচার অধিকার।

প্রথমেই বলবো কবিতার ভাষা চয়ন অসাধারণ। আর এতো সহজ ভাষায় যে এতো বাস্তব কথা লেখা যায় তা জানা ছিলোনা।

 3 years ago 

আপনার প্রথম কবিতা সবার মনে দাগ কেটে দিয়েছে। প্রতিটা শব্দের অর্থ গুলো যে অনেক ভারী, অনেক কষ্ট আর অভিমানে ঘেরা। যখন থেকেই শুনেছি নেতারা যুদ্ধ যুদ্ধ খেলায় মেতে উঠেছে, তখন থেকেই মনে এক ভয় কাজ করা শুরু করেছে। চাইনা কোন মায়ের কোল খালি হোক, চায়না কোন ইতিহাসের পাতায় অন্ধকার রাতের গল্প নেমে আসুক।

115.png

 3 years ago 

বিশ্ব মোড়লরা আজ ক্ষমতার জোরে অন্ধ,
দোহাই তোমাদের যুদ্ধ যুদ্ধ খেলা কর বন্ধ।

অনেক সুন্দর লিখেছেন আপু। আসলে এভাবে চলতে থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কাছে মন থেকে প্রার্থনা করি যাতে এমন যুদ্ধ না হয়। সবার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

বিশ্ব মোড়লরা আজ ক্ষমতার জোরে অন্ধ,
দোহাই তোমাদের যুদ্ধ যুদ্ধ খেলা কর বন্ধ।

আপনার কবিতার মাধ্যমে একদম বাস্তব কিছু কথা বলেছেন আপু । বিশেষ করে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধটি চলছে এটি সত্যি অনেক ভয়াবহ এবং নির্বিশেষে এটি আমাদের সবাইকে অনেক ক্ষতি করবে তাই এ যুদ্ধ বন্ধ হলেই সবার মঙ্গল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32