আমার গার্ডেনের আপডেট, সাথে কিছু ফটোগ্রাফি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম,

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি। আজকে আবার অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাগানের আপডেট নিয়ে। কয়েকদিন তীব্র গরমে অনেকটা হাঁপিয়ে উঠেছিলাম, এখন মোটামুটি ওয়েদার একটু কন্ট্রোলে আছে। বাচ্চাদের স্কুলে এখন সামার হলিডে চলছে, ছয় সপ্তাহের জন্য স্কুল বন্ধ থাকবে। বাংলাদেশে গেলে ঠিক এই টাইমে আমরা বাংলাদেশে যাই, কারণ এর চেয়ে বেশিদিনের ছুটি আর পাওয়া যায় না। গত বছর ডিসেম্বরে বাংলাদেশে গিয়েছিলাম বলে এবছর জুলাইতে আর যাওয়া হচ্ছে না, আগামী বছর এই সময়ে যাওয়ার ইচ্ছা আছে। যাইহোক এই গরমে আমার বাগানের সবজি, ফলমূল ও ফুলগুলো বেশ সতেজ ও তরতাজা রয়েছে। চলুন এক নজরে তাহলে দেখে নেয়া যাক।

4AE1FBD4-0129-4102-AF1D-B44EACB6482B.jpeg

নতুনত্বের মধ্যে রয়েছে আমার সেই কাঙ্খিত গোলাপ গাছ দুটিতে ফুল ফুটেছে , লাউ গাছে লাউ ধরেছে, করলা গাছে করলা ধরেছে, শঁসা গাছে শঁসা বড় হচ্ছে, টমেটো গাছে টমেটো এসেছে। লেবু গাছে লেবু এসে গিয়েছে।এছাড়া আপেল, আঙ্গুর, পিয়ার, মালটা একটু একটু করে বেড়ে উঠছে। চলুন তাহলে উপভোগ করা যাক।

5A342160-5A5B-4201-9A76-FE55F1BBF2F1.jpeg

7D3B69E5-971E-4EA8-826A-7A86693CA061.jpeg

আমার কাঙ্খিত সেই নতুন গোলাপ গাছ দুটিতে গোলাপ ।

C4B24499-0AFD-4557-B516-C0D1173182FB.jpeg

713E2088-5DAA-4D5E-9DFD-8D732D3528B5.jpeg

B735BE66-123A-4BAB-B04F-392372B023CF.jpeg

এগুলো বাকি গোলাপ গাছ গুলোর ফুল।

6C6B95FA-A5BC-47DB-90E2-24B5E80EF32C.jpeg

উপরের সূর্যমুখী ফুল আমার প্রতিবেশীর বাগানের, তার বাগানের ফুলগুলো আমার বাগানের সাথে একেবারে ঘেঁষে রয়েছে। দেখতে খুবই চমৎকার লাগছে।

41880F6F-9879-4637-86B5-8A0E6CBDB924.jpeg

ছোট ছোট শঁসা গুলো বড় হচ্ছে।

6643E727-F4F4-4019-963E-EB7AA378C00D.jpeg

F7A3FAE9-7855-4A21-8B5E-25800A9C6018.jpeg

করলা গাছে করলা ধরেছে, দেখতে কতটা কিউট লাগছে তাইনা? এই প্রথম করলা ধরল আমার বাগানে।

E42B5CF8-0ED1-4696-9646-F1E3EE8DD2D2.jpeg

EC4A4FD8-D4CC-4D05-BF7D-E95B3AC2DC16.jpeg

টমেটো গাছের টমেটো।

8F74EF4F-3B5A-4F9D-AB01-359F391F7C4E.jpeg

EB85E69F-3872-414A-BFFF-F1A170DE8E2C.jpeg

লাউ গাছে লাউ ধরতে শুরু করেছে।

B765DA99-9F9B-4F96-9B47-BAD9E86A0685.jpeg

লেবু, এই প্রথম লেবু গাছে লেবু ধরল।

BF13857E-F3CC-4F07-AB09-85554299290E.jpeg

FABB4C0D-A559-420C-8719-5592467CFE6E.jpeg

আঙ্গুর গুলো ধীরে ধীরে বড় হচ্ছে।

EA19898F-5034-4C86-A12E-C13AF6CFD907.jpeg

32CF55EE-EA7B-43D2-93D5-F7DE97D7E80A.jpeg

আপেল গুলো ধীরে ধীরে ম্যাচিউর হচ্ছে।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

আপনার বাগানের সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ফুলের পাশাপাশি অনেক সবজির ফটোগ্রাফি করেছেন। এই বাগানটি সত্যি অনেক সুন্দর, আমার খুবি ভালো লাগলো।

 2 years ago 

আমারও অনেক ভালো লাগলো আমার বাগানটি আপনার ভালো লেগেছে জেনে।

 2 years ago 

আপনার বাগানের আপডেট আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমার কাছে বিশেষ করে নতুন গোলাপ গাছের গোলাপ দেখতে বেশি ভালো লেগেছে। আমি গোলাপ ফুল অনেক পছন্দ করি।

 2 years ago 

জ্বী ভাইয়া গোলাপ ফুল আসলে আমরা সকলেই অনেক পছন্দ করি, শুধু নতুন গোলাপ নয় আমার বাগানের সবগুলো গোলাপ দেখতে অনেক সুন্দর। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

ও আপনার বাগানের এতসব ফল ফুল একসাথে দেখে আমার ইচ্ছে করছে আপনার বাগানে গিয়ে একটু নিজের চোখে দেখে আসি। এত সুন্দর সুন্দর ফুল এত তরতাজা যে অত্যন্ত চমৎকার লাগছে। ফল সবজি কোন কিছুরই দেখি কমতি রাখেননি আপনি। এরকম একটি বাগান থাকলে মন ভালো করার জন্য আর কি লাগে।

 2 years ago 

সত্যিই আপু বাগানে গেলে মনটা আনন্দে ভরে ওঠে, অনেক প্রশান্তি পাওয়া যায় মনে।অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার বাগানের আরো কয়েকটি আপডেট আমি দেখেছিলাম। সেখানে আমি আপনার কাছ থেকে হলুদ গোলাপের ফটোগ্রাফি দেওয়ার অপেক্ষায় ছিলাম, যাক অবশেষে হলুদ গোলাপ দেখতে পেলাম। আঙ্গুর ফল গুলো দেখতে একটু বেশি সুন্দর লাগছে। টমেটো গুলোকে দেখতে কিছুটা ক্যাপসিক্যাপ এর মত লাগছে।আপনার বাগানটি বেশ সুন্দর। বাচ্চাদের ছুটি প্রায় দেড় মাসের মতো,,,😲 😳

যাইহোক ধন্যবাদ আপু আপনার বাগানের কিছু ছবি শেয়ার করার জন্য। ভালো লাগলো আপনার এই পোস্টটি।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু নিয়মিত আমার বাগানের আপডেট গুলো দেখার জন্য।

 2 years ago 

আপু আপনার তোলা গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারণ হয়েছে। নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন। অনেক সুন্দর করে সাজিয়েছেন পোস্ট। দেখে মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

শুধু ফটোগ্রাফিগুলোই সুন্দর না, ফুলগুলো বাস্তবে দেখতেও অনেক সুন্দর।অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

বা। দারুণ। আপনার বাগান টা দেখে সত্যি অনেক ভালো লাগল আপু। সবই দেখছি বেড়ে উঠছে। আপনার প্রতিবেশির বাগানের সূর্যমূখীটা আমার কাছে সুন্দর লেগেছে। এছাড়া আপনার বাগানের অন্য ফুলগুলো তো আছেই। শসা করলা টমেটো গুলো একেবারেই ছোট।।

 2 years ago 

জি ভাইয়া শসা, করলা, টমেটো লাউ এগুলো সবই অনেক ছোট, ধীরে ধীরে বড় হচ্ছে।অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

গোলাপের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আপু। আর বিশেষ করে আপেলের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আপু। আসলেই আপনার বাগানটা খুব সুন্দর।

@tangera আপু টাইটেলে সম্ভবত একটু ভুল হয়েছে, একটু দেখে নিবেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আপনার গার্ডেন সাজিয়েছেন দেখেই খুব ভালো লাগলো আমার সেই সাথে আপনি কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন সত্যিই এরকম ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ। বিকেলবেলা সময় কাটাতে নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া বিকাল বেলায় গার্ডেনে সময় কাটাতে আসলেই অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

এই বছর না এসেই ভালো করেছেন। কারণ এই বছর গরমের পরিমাণটা অনেক বেশি। সহ্য করা মুশকিল হয়ে যাচ্ছে। যাইহোক আর কিছুদিন পর আপনার তো সবজি এবং ফল কিনতে হবে না। বাগানে যত ধরনের সবজি ও ফল লাগিয়েছেন। গোলাপ ফুলগুলো খুবই চমৎকার হয়েছে।

 2 years ago 

শুধু গরমের প্রবলেম না এখন তো দেখছি বাংলাদেশ কারেন্টেরও অনেক প্রবলেম।

Flourishing in the sunshine!🌞🌻

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 57941.45
ETH 2579.63
USDT 1.00
SBD 2.39