পিটুনিয়া ফুলের সৌন্দর্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আজকে আমি এখানে এসেছি আমার বাগানের পিটুনিয়া ফুলের সৌন্দর্য নিয়ে। এই দেশে যারা বাগান করতে ভালোবাসেন তাদের অধিকাংশই পিটুনিয়া ফুল দিয়ে তাদের বাগানকে সুন্দর ভাবে সাজিয়ে রাখেন। কেউ কেউ তাদের ঘরের সাথে একটি ঝুড়ি ঝুলিয়ে তার মধ্যে ফুলগুলোকে চাষাবাদ করে থাকেন, যা দেখতে সত্যিই অনেক মনমুগ্ধকর। কেউ কেউ আবার বড় বড় লম্বা টবের মধ্যে ফুলগুলিকে সাজিয়ে রাখেন।

এই ফুলের প্রধান আকর্ষণ তাদের রংয়ের বৈচিত্রতা। সত্যিই এই ফুলের বৈচিত্র্যতা কাউকে বিমোহিত না করে পারবে না। নানান রকমের রঙের সমাহার দেখা যায় এই ফুলটিতে। সাধারণত এই ফুলগুলিকে আমরা সাদা , হলুদ, গোলাপি , বেগুনি , নীল এবং লাল রঙের দেখে থাকি, এ যেন রঙের সমাহার।

আপনারা অনেকেই জানেন যে আমার প্রধান শখ হচ্ছে বাগান করা। আল্লাহর রহমতে আমি আমার বাসার পিছনে অনেক বড় সুন্দর একটি জায়গায় পেয়েছি বাগান করার জন্য। আমি এখানে প্রতিবছর নানা রকমের শাকসবজি ফলমূল ও ফুলের চাষাবাদ করে থাকি। আজকে আমি ইংল্যান্ডে যখন থেকে প্রথম পিটুনিয়া ফুলের বাগান শুরু করেছিলাম তখন থেকে বর্তমান পর্যন্ত কিছু পিটুনিয়ার সৌন্দর্য শেয়ার করব। আশা করি আপনাদেরকে মুগ্ধ করবে।

797536DA-BDE8-4278-94CD-901EE1D1923F.jpeg

09E8C508-C4F2-4E30-AFA0-02D086B3A4AE.jpeg

354D54D3-8503-46EA-8E55-9414C05E810D.jpeg

CC82973D-C6DB-4461-91E4-3E675FE0D051.jpeg

B2ADCB32-E561-4B11-9F9A-9C9E05CC04BC.jpeg

উপরের সবগুলো ফুল তিন , চার বছর আগের তোলা আমার বাগান থেকে নিয়েছি।

44234CA9-A998-4F31-B6C1-C692F8FBB22A.jpeg

E4C65776-4DF2-4752-B416-22B299A36F34.jpeg

6B317768-32F8-426F-A1A0-6B0A0F70AF22.jpeg

F34F9F6F-2D5F-4F40-A9F7-C67C0A2E14BB.jpeg

1563813B-07A9-427D-90E7-C1311C7E8E41.jpeg

28D3F6DC-E89F-4BE7-8B15-833B6C59E13A.jpeg

FD366A96-E94A-4721-9DEE-1600A2DE3B0D.jpeg

EEB45CF2-8DA3-4FA3-A44D-E5581FBB3400.jpeg

1F4B9BEE-CFD9-4E57-B89F-92E322BCD361.jpeg

2AD368F0-4CC2-4069-88CB-42AA6764B03A.jpeg

E272B2D9-3B35-4761-A1C1-B912D08252C9.jpeg

BE425777-7DDF-4F1C-96D4-C050201801BF.jpeg

FF55D354-5A55-4F4E-81DA-E8C7BB33B744.jpeg

A19BB015-E0C5-4911-A299-C0D98A46FD03.jpeg

স্থান
হরলি, ইংল্যান্ড

উপরের সবগুলো ফুল এই বছর পেয়েছি। আইফোন দশ এক্স ম্যাক্স এর মাধ্যমে ছবিগুলো তোলা হয়েছিল।

DDE76993-8904-47F7-8089-BA0C457CD7B7.jpeg

শেষের এই ছবিটি আমার বাগানের নয়, দুই বছর আগে একটি শপিং মল থেকে তুলেছিলাম । শুধু মাত্র ডেকোরেশনটি দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। স্থান :
করলি ,ইংল্যান্ড

আশা করি আমার ব্লগটি আপনাদেরকে কিছুটা আনন্দ দিয়েছে, ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

Sort:  
 3 years ago 

উফ মনে হচ্ছে দু’চোখ জুড়িয়ে গেলো। চমৎকার রংয়ের সব ফুল এবং অসাধারণ ফটোগ্রাফি, বেশ বেশ বেশ। আমার দৃষ্টিতে দুর্দান্ত ব্লগ।

 3 years ago 

আপনার দুর্দান্ত মন্তব্যে আমারও মন ভরে গেছে।

 3 years ago 

ভালো লিখেছেন এবং ফুলের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 61769.55
ETH 2910.04
USDT 1.00
SBD 3.64