চিংড়ি দিয়ে করলা ভাজি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি রেসিপি নিয়ে যা এই কমিউনিটির ৫০% সদস্য পছন্দ করবে এবং ৫০% পছন্দ করবে না, কিন্তু আমার কাছে এটি অনেক পছন্দের একটি খাবার।এটি হলো চিংড়ি দিয়ে করলা ভাজি। আমার হাজবেন্ড যখন বাজারে যায় তখন এই ভেজিটেবলটি আমার বাজার লিস্টের প্রথমে থাকে।

F623A83B-CAC8-4126-AA89-5311CD697B32.jpeg

চলুন দেখা যাক খাবারটি তৈরি

উপকরণপরিমাণ
করোলা৪০০ গ্রাম
চিংড়ি মাছ৩০০ গ্রাম
পেঁয়াজ কুচি১কাপ
কাঁচা মরিচ৪টি, লম্বা করে কাটা
টমেটো কুচি১টির হাফ
হলুদ গুড়া২ চাঃচাঃ
লবণস্বাদমতো
ধনে পাতাচা কাপ এর এক চতুর্থাংশ
তেলতিন টেবিল চামচ

29837E1C-5D90-42C5-88E5-41E0287F47C2.jpeg

কার্যপ্রণালী :

প্রথমে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ, টমেটো,কাঁচা মরিচ, লবন ও হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে ।এরপর চিংড়ি মাছ ও করলা দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে।এ সময় চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে।এরপর ৭ থেকে ৮ মিনিট পরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন চুলার আঁচ কমিয়ে আরো ১০ মিনিট রেখে দিতে হবে। ১০ মিনিট পরে ধনে পাতা দিয়ে রান্না শেষ করতে হবে।

প্রক্রিয়াগুলো দেখানো হলো:

97DB8A9D-B815-4EDB-BE08-82027684A232.jpeg

4446FFB1-01F9-4D44-8E07-54DFF5E3C98C.jpeg

EB7AE765-1D3D-4EC3-B3AC-8DB1F28F813D.jpeg

E04F3D21-FE0B-4E05-8FED-062C2707A058.jpeg

18C84683-015B-42A9-B7D7-C34B11D4A8AB.jpeg

CF54E028-F098-429B-B83C-E73B8928C1ED.jpeg

47C6FF48-35E4-4C6D-AF35-43FA529E3E9C.jpeg

হয়ে গেল আমার মজার করলা ভাঁজি!

A497F364-226F-4AD7-AF13-69155B6EE202.jpeg

3DF4A57E-3D7D-4485-BB4B-FC0C8D1756AF.jpeg

পরিবেশনের জন্য এনেছি, গরম ভাতের সাথে আরো যদি থাকে ঘি তাহলে তো এর মজার কোন তুলনাই হয়না।

আশা করি আজকে আমার এই আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  

হ্যালো, দয়া করে যেকোন পোস্ট করার সময় আপনি কোন দেশের নাগরিক সেটি ট্যাগে এ উল্লেখ করবেন। ধন্যবাদ

 3 years ago 

@toufiq777 আশাকরি ভালো আছেন । আপনার প্রথমেই বোঝা উচিত এইটা বাংলা ভাষা ভিত্তিক কমিউনিটি ।এখানে যারা বাংলায় লিখতে পারবে তাদের পোস্টকেই আমরা বেশি প্রাধান্য দেই । তাছাড়া এখানে বাংলা ভাষাভাষি বিভিন্ন জায়গার মানুষজন পোস্ট করে থাকে । ইভেন বিদেশীরাও এখানে বাংলা লেখার চেষ্টা করে । এইটা কোন দেশ ভিত্তিক কমিউনিটি নাহ্ । এইটা আপনাকে বুঝতে হবে । অহেতুক আমাদের ইউজারদেরকে কমেন্টস করে বিব্রত করবেন নাহ্ । আর তাছাড়া আপনি এই কমিউনিটির কে বলেন তো ? এই ভাবে কমেন্টস করে স্পাম করা থেকে বিরত থাকুন । অন্যথায় আমরা আপনাকে মিউট করতে বাধ্য হবো । ধন্যবাদ।

 3 years ago 

ভাই এখনো ওকে মিউট করেন নাই? কানে ধরে এই কমুউনিটি থেকে বের করে দেন।

 3 years ago 

আপনার রেসিপি টা খুব পছন্দ হয়েছে। আমি চিংড়ি খুব পছন্দ করি। কিন্তু করোলা আমার খুব অপছন্দ। যদিও এটা খুব উপকারী।

 3 years ago 

একবার চিংড়ি দিয়ে খেয়ে দেখুন অনেক মজা ,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক আছে।

 3 years ago 

খুব পুষ্টিকর একটা রেসিপি। দারুন লেগেছে আমার।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে.

 3 years ago 

আপনার পোস্ট অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রেসিপি তৈরি করলে অসাধারণ লাগে।আমারতো জিবেই জল চলে আস ছিল।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

খুবই ভালো একটি রেসিপি শেয়ার করেছেন আপু।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তোমাকেও ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপু।এটা আমার খুব পছন্দের।চিংড়ি মানে তো কথাই নেই ।ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ঠিকই বলেছ চিংড়ি দিয়ে তৈরি যে কোন খাবারই আমার মজা লাগে, ধন্যবাদ তোমাকে।

 3 years ago 

এইভাবে করলা ভাজি আমার কাছেও দারুন লাগে, কারন চিংড়ি মাছ এর স্বাদটা দারুনভাবে বাড়িয়ে দেয়। সুন্দর উপস্থাপনার মাধ্যমে রেসিপিটি উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43