আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট 18 -12-2022
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার একটিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
এ সপ্তাহে এ্যাক্টিভ ও সুপার এ্যাক্টিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি। সকলেই বেশ ভালো সাপোর্ট পেয়েছেন। তারপরও বরাবরের মতো দাদার বিবেচনায় সুপার অ্যাক্টিভ লিস্ট হতে @selinasathi1 কে এ সপ্তাহে সাপোর্টের আওতায় আনা হয়েছে।তিনি আগামী সপ্তাহে @shy-fox থেকে মোট তিনটি সাপোর্ট পাবেন।
সময়কাল : ১২ ডিসেম্বর ২০২২ থেকে ১৮ ডিসেম্বর ২০২২
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০১
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ১৯ ডিসেম্বর ২০২২ থেকে ২৫ ডিসেম্বর ২০২২.
লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারের রিপোর্টঃ
ক্রমিক সংখ্যা | ব্লগার প্রোফাইল | সাপোর্ট |
---|---|---|
০১ | https://steemit.com/@selinasathi1/posts | abb-school |
ধন্যবাদ,
@tangera
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু। আমার প্রতি দৃষ্টি দেয়ার জন্য আসলে এই চমৎকার উদ্যোগটি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে।♥♥
@tipu curate
আপনার এই রিপোর্টের তৈরির কারণে, কোন ইউজার যদি ভুলবশত সাপোর্টের আওতা না আসে, সেটি আপনি তুলে ধরেন আপনার এই রিপোর্টের মাধ্যমে। যাতে করে তার সাপোর্টটি পায়। ধন্যবাদ আপনাকে মহৎ একটি উদ্যোগের সাথে কন্টিনিউ রিপোর্ট তৈরি করে যাওয়ার জন্য।
একজন পরিচিত মুখ দেখতে পেলাম সাপোর্টবিহীন লিস্টে দাদার বিবেচনায়।এতে কোনো ইউজার সুবিধাবঞ্চিত হওয়ার সুযোগ থাকে না।এই উদ্যোগটি আসলেই সবাইকে কাজের প্রতি উদ্দীপনা সৃষ্টি করে।আপনার সুন্দর রিপোর্ট প্রকাশের জন্য,ধন্যবাদ আপু।
বরাবরের মতো আপনি গুরুত্বপূর্ণ কাজটি করে থাকেন। ইউজারকে খুজেঁ সাপোর্টের আন্ডারে নিয়ে আসেন। এ সপ্তাহে মাত্র একজন ইউজার। আশা করি কাঙ্খিত সাপোর্ট পাবে। ধন্যবাদ
দিনে দিনে সাপোর্ট বীহিন কোয়ালিটি পোস্টের ইউজারদের সংখ্যা তো কমেই যাচ্ছে। আশা করি আগামীতে এ ধরনের ইউজার এর সংখ্যা থাকবেই না।
সুন্দর ভাবে আমার বাংলা ব্লগ এর সকলে এখন সাপোর্ট পাচ্ছে বিষয়টা আমাদের সকলের জন্য খুবই ভালো। সবাই পর্যাপ্ত সাপোর্ট পাচ্ছে একমাত্র দাদার জন্য। খুবই ভালো লাগে বিষয় গুলো।
এবারও সুবিধা বঞ্চিত কোন ইউজার কে খুঁজে পাওয়া যায়নি জেনে খুবই ভালো লাগলো আপু। আসলে আপনার অক্লান্ত পরিশ্রমের ফলেই সবাই নিজের প্রাপ্য সাপোর্ট পাচ্ছে। আপু আপনি অনেক পরিশ্রমী একজন মানুষ। আপনার পরিশ্রমের ফলেই আমরা ভালোভাবে সাপোর্ট পাচ্ছি। যাই হোক একজন ভালো ইউজারকে সুবিধার আওতায় আনা হয়েছে দেখে ভালো লাগলো।😍😍
আমার বাংলা ব্লগ যে সবার প্রতি লক্ষ রাখে এটা সত্য৷ আর তাই তো এই সপ্তাহে কোনো ইউজার লিষ্টে আসে নি ৷ তবে দাদার কথা মতো সেমিনা আপুকে লিষ্টে রেখেছে ৷ আসলে আমার বাংলা সবাইকে সাপোর্ট দেয়া শতভাগ প্রচেষ্টা করে ৷
ধন্যবাদ আপু ভালো থাকবেন ৷
এ সপ্তাহেও কোন সুবিধা বঞ্চিত ইউজার পাওয়া যায়নি দেখে খুব ভালো লাগলো। অবশ্য দাদার বিশেষ বিবেচনায় একজনকে এই সুবিধা দেওয়া হবে। আসলে আমার বাংলা ব্লগের প্রতিটি সদস্যের প্রতি খুবই সুনজরে দেখা হয়।যাতে কোন সুবিধা থেকে কেউ বঞ্চিত না হয়।আর এই কাজটি এত দক্ষতার সাথে পালন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
অনেক কষ্টসাধ্য একটি কাজ আপনি সম্পন্ন করেন আপু। প্রত্যেকটি আইডিতে ঢুকে তাদের সাপোর্ট গণনা করা মোটেও সহজ কাজ নয়। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার এই রিপোর্ট প্রকাশ করার পর থেকে কমিউনিটিতে সুবিধা বঞ্চিত ইউজার এর সংখ্যা অনেক কমে গিয়েছে। যাইহোক এই সপ্তাহে দেখছি আপনি একজনকে আপনার তালিকায় অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছেন। আপনার গ্রহণ করা এই উদ্যোগটি সফল হয়েছে বলে আমি মনে করি।
এই সপ্তাহে মাত্র এক জন সাপোর্ট বিহীন ইউজার পাওয়া গিয়েছে আর তাকেও আপনি সাপোর্ট পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। বাংলা ব্লগের প্রতি ভালোবাসা অবিরাম।
আশা করি ভালো আছেন আপু? সাপোর্টবিহীন ইউজারদের লিস্ট তৈরি করার উদ্যোগটি খুবই মহৎ। আসলে শ্রদ্ধেয় দাদা আমাদের জন্য এতো এতো উদ্বেগ গ্রহণ করেছে তা সত্যি অনেক প্রশংসনীয়। এত ইউজারের মাঝে সাপোর্ট বিন ইউজারদের খুঁজে বের করা সত্যি খুবই কষ্টকর ব্যাপার তারপরও আপনি প্রতি সপ্তাহে সাপোর্ট বিন ইউজারদের খুঁজে বের করেন। এবারে মাত্র একজন ইউজার পাওয়া গেছে। এত সুন্দর লিস্ট শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন আপু ।
বর্তমানে সাপোর্ট বিহীন ইউজারের সংখ্যা একদমই কম। যেটা নাই বললেই চলে কমিউনিটির সকলেই অনেক ভালো সাপোর্ট পাচ্ছে। আপু আপনার এই উদ্যোগের মাধ্যমে যেটা সফলভাবে এগিয়ে চলেছে সত্যিই এটা অনেক বড় পাওয়া।
বরাবরই আপনার এ রিপোর্ট টি দেখে অনেক ভালো লাগলো আপু ৷ যারা সাপোর্ট পাচ্ছে না , তাদের খুঁজে বের করে সাপোর্ট এর ব্যবস্থা করে দিচ্ছেন ৷ আসলেই এই রিপোর্ট টি দেখে অনেক ভালো লাগে ৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু , সুন্দর ভাবে রিপোর্টটি প্রকাশ করার জন্য ৷