ঘরে বসে নিজে নিজেই করোনা টেস্ট পদ্ধতি ও এর রেজাল্ট জেনে নেওয়া (10% to @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি, তা হচ্ছে ঘরে বসে নিজে নিজেই করোনা টেস্ট করা, তবে এর জন্য আপনাদের দরকার হবে করোনা টেস্টিং কিটস যা আপনি অনলাইনে অর্ডার করে কিনে আনতে পারেন। আমরা বাচ্চাদের স্কুল থেকে এই টেস্টিং কিটস ফ্রী পেয়েছি অথবা অনলাইনে ফ্রী কিটস এর জন্য ফরম পূরণ করে আপনিও পেতে পারেন।জানিনা অন্যান্য দেশে এই সুযোগ আছে কিনা অথবা কিনতে পাওয়া যায় কিনা? যদি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো, ঘরে বসে বসেই আপনি আপনার রেজাল্ট টি সাথে সাথে পেয়ে যাবেন ।এজন্য আপনাকে আর হসপিটালে দৌড়াতে হবে না এবং রেজাল্ট ও সাথে সাথে পাওয়া যায় না। আজকে আমি আপনাদের সাথে করোনা টেস্ট করার পদ্ধতিটা শেয়ার করব, আশা করি আপনাদের কাজে লাগবে।

F0295D1A-3D78-4EF3-8AC2-B3829406637C.jpeg

করোনা টেস্টিং কিট প্যাকেট।

চলুন দেখে নেয়া যাক প্যাকেটের মধ্যে কি কি আছে?

A3CD207D-EA7C-45E4-B90E-ED54DE742198.jpeg

CA4BA660-DC4E-4B56-9064-5380D28FC23A.jpeg

বোঝানোর সুবিধার্থে আমি প্রত্যেকটির উপরে নাম্বার দিয়ে দিয়েছি যাতে সহজে আপনারা বুঝতে পারেন।

  • ১ = টিউব
  • ২ = সোয়াব
  • ৩ = টেস্ট স্ট্রিপ
  • ৪ = এক্সট্রাকশন
  • ৫ = এক্সট্রাকশন টিউব হোল্ডার
  • ৬ = প্লাস্টিক ওয়েস্ট ব্যাগ

কার্যপদ্ধতি:

প্রথমেই সবগুলো প্যাকেট থেকে খুলে নাম্বার ১ টিউবটি কে নাম্বার ৫ এক্সট্রাকশন টিউব হোল্ডার এর যে গর্ত আছে তার মধ্যে রেখেছি।

227ADF7B-C5F9-41A3-B271-3940351B799C.jpeg

এরপর নাম্বার ৪ এর মধ্যে যে লিকুইড পদার্থ আছে তার সবটুকু ১ নাম্বার টিউবের মধ্যে ঢেলে এর মুখ বন্ধ করে রেখেছি।

D1CBECC6-4CCC-4DDE-98A9-BBAE53973960.jpeg

73B928B0-18DD-41C5-9A10-F995A499BDFC.jpeg

এরপর দুই নাম্বারটির প্যাকেট থেকে খুলে এর একপাশে যে নরম অংশ রয়েছে সেটি মুখের ভিতরের দুই সাইডে মোট চারবার করে চারিপাশ ঘোরাতে হবে।

এবার গাল থেকে বের করে ওই অংশটুকু নাকের দুই ছিদ্রের মধ্যে ১০ বার ঘোরাতে হবে, এমনভাবে ঘুরাতে হবে যেন নাকের ভেতরের জলীয় অংশ এর সাথে ভালভাবে লাগে।

7ADF9C1C-7CB2-4272-AF15-332150606855.jpeg

বোঝানোর সুবিধার্তে টেস্টিং এর গাইড থেকে ছবিটি নিয়েছি।

এবার এই সোয়াবটিকে এক নাম্বার টিউবের মধ্যে রেখে এর উপরের অংশটুকু ভেঙে ফেলে টিউবের মুখ বন্ধ করে ১৬ সেকেন্ডের জন্য রেখে দিতে হবে।

FAD4A5F1-D209-49B8-AB14-AC6CEA91C071.jpeg

CAD81B6C-7F68-4E8A-925C-CDD9DAC61FB8.jpeg

এরপর ১৬ সেকেন্ড পরে সোয়াবটিকে টিউব থেকে বের করে টিউবের মুখ বন্ধ করে তিন নাম্বার টেস্ট স্ট্রিপ এর যে পাশে এস লেখা আছে সেই অংশে এর দুই ফোঁটা জলীয় পদার্থ ফেলতে হবে।এরপর এরপর রেজাল্টের জন্য মিনিট ওয়েট করতে হবে।

E4227DEA-473B-46DB-A6EC-66C90CC033DE.jpeg

9F651CFE-4382-4F88-A14B-0517411DEA90.jpeg

11895AAC-ED61-4FB8-852F-C1B518AFD101.jpeg

উপরে দেখুন টেস্ট স্ট্রিপ এ সেটার C এর কাছে একটি লাল দাগ রয়েছে এর মানে রেজাল্ট নেগেটিভ আর যদি লেটার C এবং T এর কাছে মোট দুটি দাগ থাকতো তাহলে রেজাল্ট পজিটিভ হতো। আর যদি কোন দাগ না আসে অথবা শুধু T এর কাছে দাগ আসে তাহলে বুঝতে হবে পরীক্ষাটি হয়নি এতে কোনো ভুল হয়েছে।

নিচে দেখুন এই রেজাল্ট টি পজিটিভ অর্থাৎ C এবং T উভয়ের কাছেই লাল দাগ আছে।

BA2D2344-0AAD-4590-AA07-E7EC54FFD748.jpeg

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন, আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

খুব তর্থবহুল পোস্ট। অনেক কিছু জানতে পারলাম। সচেতনমূলক পোস্ট। শুভেচ্ছা নিবেন

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ কথা আমাদের মাঝে তুলে ধরেছেন অনেক ভালো লাগলো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার পজিটিভ দেখে খারাপ লাগলো।দোয়া করি আপনি যেনো খুব তাড়াতাড়ি ই সুস্থ হয়ে উঠেন।
আর অবশ্যই সাবধানে থাকবেন তাহলে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন।
তথ্যবহুল জিনিষ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আমরা এখন কেউই করণা পজিটিভ নই, সবাই এখন ভালো হয়ে গেছি, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু পুরো বিষয়টি সুন্দর ও সহজভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। অনেকেই বিষয়টি সম্পর্কে এখান হতে আইডিয়া নিতে পারবে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61334.44
ETH 2694.55
USDT 1.00
SBD 2.50