আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট 10 July - 2022

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।

62F7F9DE-E283-4387-A056-11FBCAB92C61.jpeg

আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার একটিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।

বরাবরের মতো এ সপ্তাহেও একটিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি, আর সুপার একটিভ লিস্টের সুবিধাবঞ্চিত ইউজার এর সংখ্যা একটু বেশি, ৫ জন ইউজার পাওয়া গিয়েছে।তারা হচ্ছেন @rayhan111, @tanjima তারা দুজন সপ্তাহে ৭টি পোষ্ট করে একটি করে সাপোর্ট পেয়েছেন, এরপর @sshifa তিনি সপ্তাহে ৬টি পোষ্ট করে একটি সাপোর্ট পেয়েছেন এবং @naimuu@mostafezur001 ওনারা সপ্তাহে ৫ টি করে পোষ্ট করে একটি করে সাপোর্ট পেয়েছেন। তারা প্রত্যেকে এ সপ্তাহে দুটি করে সাপোর্ট পাবেন।

সময়কাল : ৩০ জুন ২০২২ থেকে ৬ জুলাই ২০২২

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০৫

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ১১ জুলাই ২০২২ থেকে ১৭ জুলাই ২০২২.

লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের রিপোর্টঃ

ক্রমিক সংখ্যাব্লগার প্রোফাইলসাপোর্ট
০১https://steemit.com/@rayhan111/postsshy-fox
০২https://steemit.com/@tanjima/postsshy-fox
০৩https://steemit.com/@sshifa/postsshy-fox
০৪https://steemit.com/@naimuu/postsshy-fox
০৫https://steemit.com/@mostafezur001/postsshy-fox

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

আপু আজকের এই রিপোর্টটিও আমার কাছে খুবই ভালো লাগলো ৷ কারণ আপনি খুজে খুজে সুন্দর ভাবে সাপোর্ট না পাওয়া পোষ্টগুলি বের করে আবার ও সাপোর্ট এর আন্ডারে এনেছেন। আপনার এই কাজ সত্যিই অনেক প্রশংসার দাবি রাখে।

 2 years ago 

এভাবে লিস্ট তৈরি করাই সাপোর্ট বিহীন ইউজাররা সাপোর্ট পাচ্ছে।আসলেই এটি একটি ভালো উদ্যেগ। কারন এই রিপোর্ট এর মাধ্যমে সুবিধা বঞ্চিতদের সুবিধা দেওয়ার একটি মাধ্যম। ধন্যবাদ আপু প্রত্যেক সপ্তাহে এভাবে ইউজারদের চিন্তিত করে রিপোর্ট তৈরি করার জন্য।

 2 years ago 

এই রিপোর্টটি আমার কাছে খুবই ভালো লাগে কারণ এর মাধ্যমেই অনেক ইউজার যারা সাপোর্ট থেকে বঞ্চিত হয়েছিল তারা সাপোর্ট এর আন্ডারে চলে আসে। আজকের এই রিপোর্টের মধ্য দিয়ে আপনি আমাকে এই তালিকায় তৃতীয়বারের মতো সংযুক্ত করলেন। আপনার এই কাজ সত্যিই অনেক প্রশংসার দাবি রাখে।

 2 years ago 

আপনি খুবই ভালো কাজ করেছেন। আপনার এই কাজের মাধ্যমে আমরা যারা বঞ্চিত ইউজার রয়েছে তারা আবার পুনরায় সাপোর্ট পাবো। আসলে খুবই ভালো লাগছে সাপোর্ট পাওয়ায় দ্বিতীয়বারের মতো আবারও আমার নাম দেখে।আপনার কাজের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজাররা যখন স্পেশালি সাপোর্ট পায় তাদের জন্য আসলে অনেক ভালো লাগে। আপু আপনি এ কাজটি স্পেশালি করেন তো আপনার প্রতি সুবিধাভোগীদের নিকট হতে অটোমেটিক দোয়া এসে পড়ে।

 2 years ago 

আপু আপনি অনেক পরিশ্রম করে সুবিধা বঞ্চিত ইউজারদের খুঁজে বের করেছেন এবং তাদেরকে সাপোর্টের ব্যবস্থা করে দিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। আশা করছি তারা অনেক খুশি হয়েছে। দারুন ভাবে এই রিপোর্টটি তৈরি করে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

এই রিপোর্টটি দেখে আমার কাছে এতটাই ভালো লাগে যেটা আমি বলে বোঝাতে পারবো না। শত ব্যস্ততার মাঝেও সাপোর্ট বিহীন ইউজারদের খুঁজে বের করে আপনি তাদের সাপোর্টের আওতায় নিয়ে আসেন। আমার কাছে এটা অসাধারণ পদক্ষেপ। যাতে করে অনেকেই কোয়ালিটি পোস্ট করেও আর নূন্যতম সাপোর্ট না পেয়ে হতাশ হবেন না। সবার মনে একটা বিশ্বাস জন্মেছে যে আপু তো আছেই আমাদের খুঁজে বের করার জন্য।
ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর করে সাপোর্টে বিহীন ইউজারদেরকে খুঁজে বের করে রিপোর্ট তৈরি করছেন। এতে আর কোন ইউজার বাদ পরবেনা সাপোর্ট পাওয়া থেকে। এতেই ইউজারদের কাজের আগ্রহ আরো বেড়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু প্রত্যেক সাপোর্ট বিহীন ইউজারদের খুঁজে বের করে এত সুন্দর একটি লিস্ট তৈরি করার জন্য।

 2 years ago 

বরাবরের মত এ সপ্তাহে ও একটিভ লিস্ট থেকে একজন ও সুবিধা বঞ্চিত নেই। শাই-ফক্সের ভোট যারা কম পেয়েছিল তাদেরকেও খুঁজে বের করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

শুধু যে সুপার একটিভ লিস্টে থাকলে সবাই সাপোর্ট পাচ্ছে তা না সুপার অ্যাক্টিভ লিস্টের বাইরে যারা রয়েছে তারাও অনেক ভালো সাপোর্ট পাচ্ছে। দেখা গেল সুপারহিট লিস্টের কিছু বাদ পড়েছে এভাবে প্রতিনিয়ত চেক করার ফলে সবাই কমবেশি সাপোর্ট পাচ্ছে এটাই বড় কথা। রিপোর্টটি দেখে অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60004.45
ETH 2418.44
USDT 1.00
SBD 2.43