অবশেষে ফরিদপুরের পথে যাত্রা শুরু, সাথে রয়েছে নানা ধরনের ফটোগ্রাফি, 10% beneficiary to @shy-fix

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সপ্তাহ জুড়ে শুধু ভ্ররমণের উপর দিয়েই আছি।দুই দিন আগে সিলেট থেকে ঢাকায় এসেছিলাম, এখন আবার আমার বাবার বাড়ী ফরিদপুরে যাচ্ছি।সাথে আছে আমার দুই বোন @tauhida আর @tania69 . অনেক এক্সাইটেড, প্রায় দুই বছর পর বাবা-মা এর সাথে দেখা হতে যাচ্ছে। আরো দেখা হবে আমার ছোট ভাই ও আরেক ছোট বোন @wahidasuma.

বড় একটি মাইক্রো বাস ভাড়া করে আমাদের যাএা শুরু করেছিলাম। খুবই বোরিং ফিল করছিলাম, গাড়ী যেন চলছিলই না।অসহ্য রকমের জ্যাম ছিল ঢাকায়, ঢাকা হতে বের হতেই যেন সময় নিল ২ ঘন্টা। আসলে ভাবতে অবাক লাগে কিভাবে লোকজন এখানে বসবাস করে? যেমন জ্যাম , তেমন শব্দ দুষন আর ধোয়া।যাই হোক ঢাকা হতে বের হয়ে আমাদের গাড়ী অনেক সুন্দরভাবেই চলছিল।

74B95995-0344-42C7-842F-EBB304FCA6D1.jpeg

FB8087DC-F0BE-4F73-BC7B-506754572C7A.jpeg

1A484D1C-4A20-47A8-A6C1-161B7B4ED4CC.jpeg

38DC9A21-3549-40C3-8B4B-EF8652B2387A.jpeg

স্থান : ঢাকা
তারিখ : 22/12/21

রাস্তার পাশ দিয়ে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করে যাচ্ছিলাম। বেশ ভালই লাগছিল দেখতে।নদী, সরিষা খেত, কচুরিপানা, বাঁশ ঝাড় , মাঠ ভড়া শুধু ফসল আর ফসল যা দেখে মন জুড়িয়ে যায় । ফসল ভড়া জমিগুলো দেখতে খুব ভাল লাগে, ভাল লাগে জমির মাঝ দিয়ে হাঁটতে। যদি টাইম পাই তাহলে দাদা বাড়ী থেকে ঘুরে আসবো মনের ইচ্ছেগুলো পূরণ করতে।

6821E4D9-7F6C-4D3E-A386-E760799B5B2A.jpeg

71B712D4-FFD2-40DA-89BA-7B85CF2CB09F.jpeg

C8E15375-030C-4123-97F3-577A75DBA7C2.jpeg

33897894-E673-4B95-8C9B-D9E4BB9A29A7.jpeg

BDFEB77C-1444-46E0-B506-D8C9E2365F33.jpeg

C71EF75A-FE52-4A0F-8712-5A4829EF0879.jpeg

30A7B08F-B9B8-4FB9-94E9-21C9FCCB6094.jpeg

25B82FD9-8768-455F-AEE9-17DB390026D8.jpeg

D1DFC88A-A0AB-4486-BF7B-149E7DB39765.jpeg

মানিকগঞ্জ পার হয়ে পাটুরিয়া ফেরিঘাটে অপেক্ষা করছিলাম ফেরির জন্য।ফেরিতে ৪৫ মিনিট সময় লাগে পার হতে। ফেরি সাধারণত অনেক বড় থাকে, কিন্তু আমরা যে ফেরিতে উঠেছিলাম সেটি আনুপাতিক হারে অনেক ছোট ছিল তাই আমাদের যাত্রাপথ অনেক সহজ হয়েছিল, তাড়াতাড়ি চলে আসতে পেরেছিলাম।বড় ফেরিতে অনেক যানবাহনের চাপ থাকে, তাই গাড়ীগুলো বের হতেও অনেক সময় লাগে।ফেরিতে গাড়ির মাঝে বসে বসে আমার প্রিয় ঝালমুড়ি উপভোগ করলাম।ফেরিতে বসে বসে নানা ধরনের খাবার খেতে আমার খুব ভাল লাগে।এরপর পার হয়ে গেলাম আমাদের বিঘ্যাত পদ্মা নদীটি। নদী পার হয়ে বাসায় যেতে মাত্র ৪৫ মিনিট সময় লাগে।

20693F6F-FF5B-4069-BE9F-863C12ECB1E8.jpeg

3198F76D-B270-4CB8-AD0F-3C54F7F5A49F.jpeg

C5A2A267-226C-4D01-AD92-2EBF9DA19351.jpeg

স্থান : পাটুরিয়া
তারিখ : 22/12/21

এরপর পৌঁছে গেলাম আমার প্রিয় জন্মভূমি ফরিদপুরে।দেখেই মনটা ভরে যায়। রাস্তাঘাটের অনেক পরিবর্তন, চিনতে অনেক কষ্ট হচ্ছিল, সাথে বোনেরা থাকায় কোন অসুবিধা হয়নি।অবশেষে এসে গেলাম আমার বাড়ীতে।

91C94467-184C-4A7C-8E97-19FD38ACAF93.jpeg

DC9D382B-6991-4A2E-BEA4-0B722D766821.jpeg

স্থান : ফরিদপুর
তারিখ : 22/12/21

Photographer@tangera
DeviceI phone 13 pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

আপু স্বাগতম আপনাকে বাংলাদেশের মাটিতে পা দিয়েছেন জেনে খুবই ভালো লাগলো। আপনার ফরিদপুর যাত্রা শুভ হোক এই কামনাই রইল। সুন্দর করে আপনি যাত্রাপথের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।
ধন্যবাদ আপনাকে আপনার কিছু অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপনার জন্য আপু।

আপু আপনার যাত্রাপথ সব সময় শুভ হোক সেই কামনাই করি। আসলে ঢাকার রাস্তা যাত্রা করতে সবচেয়ে বিরক্তিকর বিষয় হল জ‍্যাম। কি আর করার তবুও যাত্রাতো করতেই হবে আপু। আপনার যাত্রাপথের প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর লাগছে। যাত্রা সম্পর্কে খুব ভালো উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপু আপনার জন‍্য।

 3 years ago 

আপু আপনাকে সুস্বাগতম জানাচ্ছি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এটা জানতে পেরে আমার খুবই ভালো লাগলো। আর আপনার ফরিদপুরে যাত্রা শুভ হোক এই দোয়াই করি। আর আপনার যাত্রাপথের ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপু যাত্রাপথের বেশকিছু অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68228.03
ETH 2645.06
USDT 1.00
SBD 2.69