আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট 03 July - 2022
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার একটিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
বরাবরের মতো এ সপ্তাহেও একটিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি, আর সুপার একটিভ লিস্টের সুবিধাবঞ্চিত ইউজার এর সংখ্যা একটু বেশি, ৬ জন ইউজার পাওয়া গিয়েছে।তারা হচ্ছেন @rayhan111, @litonali, @rabiul365, @mohamad786, @tanjima তারা প্রত্যেকে সপ্তাহে ৭টি পোষ্ট করে একটি করে সাপোর্ট পেয়েছেন।এছাড়া @ashikur50 তিনি সপ্তাহে ৫ টি পোষ্ট করে একটি সাপোর্ট পেয়েছেন। তারা প্রত্যেকে এ সপ্তাহে দুটি করে সাপোর্ট পাবেন।
সময়কাল : ২৩ জুন ২০২২ থেকে ২৯জুন ২০২২
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০৬
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ০৪ জুলাই ২০২২ থেকে ১০ জুলাই ২০২২.
লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের রিপোর্টঃ
ক্রমিক সংখ্যা | ব্লগার প্রোফাইল | সাপোর্ট |
---|---|---|
০১ | https://steemit.com/@rayhan111/posts | shy-fox |
০২ | https://steemit.com/@litonali/posts | shy-fox |
০৩ | https://steemit.com/@rabiul365/posts | shy-fox |
০৪ | https://steemit.com/@mohamad786/posts | shy-fox |
০৫ | https://steemit.com/@tanjima/posts | shy-fox |
০৬ | https://steemit.com/@ashikur50/posts | shy-fox |
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
আপু আপনার এই কাজটি আমার কাছে খুবই ভালো লাগে। আসলে যারা সাপোর্ট পায় না তাদেরকে খুঁজে বের করা খুবই কষ্টকর যেটা আপনি করে থাকেন। তার জন্যই আমাদের কমিউনিটি সবার সেরা। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল।
জি আপু কষ্ট করে আপনাদের প্রাপ্যটুকু দিতে পারলেই আমার আনন্দ ।অনেক ধন্যবাদ আপনাকে।
এ সপ্তাহে তো দেখছি বেশ কিছু ইউজার নাম রয়েছে। আশাকরি সবাই ভালো সাপোর্ট পাবে ইনশাআল্লাহ। চমৎকার উদ্যোগ নিয়েছেন আপু। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
জি ভাইয়া এ সপ্তাহে একটু বেশি, আমার বাংলা ব্লগে কোন ইউজারই বাদ পড়ে না সাপোর্ট থেকে, অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
এ সপ্তাহে সাপোর্ট বিহীন পোস্ট এর সংখ্যা বেশি দেখতে
পেলাম। এটা একটা ভালো উদ্যোগ। এতে করে সবাই অনুপ্রাণিত হয়
একদম ঠিক বলেছেন ভাইয়া এই পোস্টটি দেখে অনেকেই অনুপ্রাণিত হয়, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
অনেক ভালো লাগলো সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্টটি দেখতে পেয়ে। গত সপ্তাহে আমার নাম ছিলো এই সপ্তাহে বাকি সাপোর্টবিহীন ইউজার দের লিস্ট দেখলাম।ধন্যবাদ আপনাকে।
জ্বী ভাইয়া সাপোর্ট বিহীন ইউজারদের সংখ্যা খুজে বের করাই আমাদের দায়িত্ব অনেক ধন্যবাদ আপনাকে।
এ সপ্তাহে তো দেখছি অনেকগুলো ইউজার এর নাম এসেছে। এত সুন্দর একটি উদ্যোগের জন্য এখন আর কোন ইউজার সাপোর্ট থেকে বঞ্চিত হবে না। এটা আসলেই খুব সুন্দর একটি উদ্যোগ।
জি আপু এটি আমাদের লক্ষ্য যেন কোন ইউজারই বাদ পড়ে না তার প্রাপ্য হতে অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
এভাবে এড়িয়ে যাওয়া পোস্টগুলো পুনরায়
কিউরেশনের জন্য নির্বাচন করা হলে সকলের সাপোর্ট
সুনিশ্চিত হবে এটাই প্রত্যাশা। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রইল
আপু এত চমৎকার রিপোর্ট আমাদের মাঝে নিয়ে আসার জন্য।
যেখান থেকে সাপোর্ট বিহীন একাউন্ট গুলো সুসংবাদ পেতে পারে।
ঠিক বলেছেন ভাইয়া, এ কারণেই তো রিপোর্টটি করা হয়, অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপনার উদ্যোগকে সম্মান জানায় আপু। আসলে আপনি খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, কমিউনিটির এমন কোন ইউজার নেই যারা সাপোর্ট পাবে না। এই উদ্যোগ আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার নাম দেখতে পেয়ে ভালোই লাগছে।
জি ভাইয়া সাপোর্ট বিহীন ইউজারদের খুঁজে বের করাই আমাদের দায়িত্ব, অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপনি অনেক ভাল একটি দায়িত্ব পালন করেন।আপু। আপনার এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে কোয়ালিটি সম্পন্ন ইউজার সাপোর্ট বিহীন থাকবে না। এই সপ্তাহে আমার নাম এসেছে। যা দেখে খুব ভালো লাগলো। আমাদের জন্য এত সুন্দর একটি দায়িত্ব পালন করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
জি ভাইয়া আমার বাংলা ব্লগ সব সময়ই আপনাদের সাথে রয়েছে, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
এই সপ্তাহে সুবিধাবঞ্চিত ইউজারদের সংখ্যা দেখি বেশ কয়েকজন । তারপরও অসুবিধা নেই আপনি ঠিকই তাদেরকে খুঁজে বের করে সাপোর্টের আওতায় নিয়ে এসেছেন। তা সত্যি প্রশংসার দাবিদার।
একদম ঠিক বলেছ কোন ইউজারই আমার চোখে বাদ পড়ে না,অনেক ধন্যবাদ তোমাকে।
এ সপ্তাহের সাপোর্টবিহীন ইউজারের সংখ্যা অনেক বেশি। আপু আপনি অনেক দক্ষতার সাথে এই সাপোর্টবিহীন ইউজারদের খুঁজে বের করেছেন এবং সাপোর্টের আওতায় এনেছেন দেখে অনেক ভালো লাগলো। আপু আপনার জন্য শুভকামনা রইল।
জ্বী ভাইয়া সাপোর্ট বিহীন ইউজারদের খুঁজে বের করাই আমাদের দায়িত্ব, অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
সাপোর্ট বিহীন কোয়ালিটি পোস্টগুলো লিস্ট দেখে খুবই ভালো লাগলো।
অনেক বিচক্ষণতার সাথে লিস্টি প্রস্তুত করে আমাদের মাঝে প্রকাশ করেছেন। সাপোর্ট থেকে বাদ পড়বে না একটা কোয়ালিটি পোস্ট ও।
ধন্যবাদ আপু সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
সুমিতা বঞ্চিত কোয়ালিটি ইউজারদের জন্য এই সাপোর্টার ব্যবস্থাটি আসলেই অনেক গুরুত্বপূর্ণ। কেননা এর মাধ্যমে কারো আর হতাশ হওয়ার সম্ভাবনা থাকবে না। ধন্যবাদ আপু এত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য।
জ্বী ভাইয়া সবাইকে তার প্রাপ্যটুকু দেওয়াই হচ্ছে আমাদের দায়িত্ব,অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপনার এই রিপোর্টটি আমার কাছে অনেক ভালো লাগে। কারণ আপনার এই পোস্টের মাধ্যমে প্রত্যেকটি অ্যাক্টিভ ইউজার সাপোর্টের আন্ডারে চলে আসে। এর আগে আমিও দুইবার এই তালিকায় আমার নাম পেয়েছিলাম খুবই ভালো লেগেছিল আমার কাছে।
জি ভাইয়া আপনাদের কে খুঁজে বের করে প্রাপ্যটুকু দিতে পারলেই আমার প্রাপ্তি, অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
মাঝে মাঝে দেখছি সুবিধাবোঞ্চিত ইউজারের সংখ্যা বেশ খানিকটা কমে এসেছে আবার মাঝে মাঝে একটু বেশি দেখা যায় তারপর সবাই সাপোর্ট পাচ্ছে খুঁজে খুঁজে একটা ইউজারও আপনি বাদ রাখছেন না এটাই সবচেয়ে বড় কথা। আমাদের পরিবারের সবাই কম বেশি সাপোর্ট পাবে ইনশাআল্লাহ এই কামনাই করি।
অনেক ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।
আসলে এ সপ্তাহে অনেকগুলো ইউজারের নাম রয়েছে এই লিস্টে। এভাবে লিস্ট তৈরি করাই সাপোর্ট বিহীন ইউজাররা সাপোর্ট পাচ্ছে। এটি আসলে একটি ভালো উদ্যোগ।
জি আপু এটি দাদার অনেক গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত ছিল কমিউনিটির জন্য, অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপু আপনার এই ধরনের উদ্যোগের মাধ্যমে কেউ সাপোর্ট থেকে বঞ্চিত হয় না । সত্যিই যেটা সবাইকে অনুপ্রাণিত করে। এই ধরনের কাজকে যারা সুবিধাবঞ্চিত হয়েছে তারা সাপোর্ট পাবে এটাই বড় পাওয়া।
একদম ঠিক বলেছেন ভাইয়া এই রিপোর্টটি অনেক ইউজারকে অনুপ্রাণিত করে, অনেক ধন্যবাদ আপনাকে।
আমার বাংলা ব্লগ ইউজারদের প্রতি অনেক বেশি যত্নশীল এটা বরাবরের মতো আবারও প্রমাণিত হলো। গত সপ্তাহে অনকেই কোয়ালিটি পোস্ট করার পরেও কোনো না কোনো কারণে ন্যূনতম সাপোর্ট পাননি। সুবিধা বঞ্চিত সেইসব ইউজারদের ঠিক খুঁজে বের করে আনা হয়েছে। আপনার অসাধারণ এই কাজটার জন্য আপনাকে সাধুবাদ জানাই। আসলেই এটা খুব ভালো উদ্যোগ।
ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাইয়া আমাদের উদ্দেশ্যই হচ্ছে কোন ইউজারই যেন বাদ না পড়ে, অনেক ধন্যবাদ আপনাকে।
বেশ কিছু সহকর্মীর নাম দেখছি এখানে। আপনার চোখ এড়ায়নি এটাই সবথেকে বড় বিষয়। ইনশাআল্লাহ তারা এ সপ্তাহে ভালো সাপোর্ট পাবে আশাকরি। দোয়া রইল সকলের জন্য।
কেন আমার চোখ এড়িয়ে যাবে বলেন ভাইয়া?আমার কাজই তো পুঙ্খানুপুঙ্খভাবে সবাইকে খুঁজে বের করা।
আপু আপনার মত একজন মানুষ আমাদের সকলের পাশে আছে বলেই আমরা সকলেই আমাদের প্রাপ্য সাপোর্ট পাচ্ছি। কেউ যদি চোখ এড়িয়ে যায় তাহলে আপনি খুঁজে খুঁজে ঠিকই বের করে সাপোর্টের আওতায় আনবেন। সত্যি আপু আপনি অনেক পরিশ্রমী একজন মানুষ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া ও ভালোবাসা রইলো।
কি বলেন আপু আমার কাজই তো সাপোর্ট বঞ্চিত ইউজারদের খুঁজে বের করা, তারা তাদের প্রাপ্য পেলেই আমার শান্তি। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
এই সপ্তাহে ইউজার সংখ্যা একটু বেশি দেখা যায় তবে সমস্যা নাই সবাই সাপোর্ট পাবে। খুবই ভালো উদ্যোগ আমাদের দাদার। আর আপু আপনিও অনেক কষ্ট করেন এই লিস্ট খুজে পেতে তা বুঝাই যায়। দোয়া রইলো।
একদম ঠিক বলেছেন ভাইয়া দাদার এই উদ্যোগের কারণে সাপোর্টবিহীন ইউজাররা তাদের প্রাপ্যটুকু খুঁজে পাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
এই সপ্তাহে সাপোর্ট বিহীন ইউজারের সংখ্যা একটু বেশি। তবে কম বেশি যাইহোক আপু সবাইকে সাপোর্ট পাওয়ার ব্যবস্থা করে দেয়।
একদম ঠিক বলেছেন সাপেটিবহীন ইউজার খুঁজে বের করাই আমার দায়িত্ব। অনেক ধন্যবাদ আপনাকে।
আবার বোধহয় একটু সংখ্যা বেড়ে গেল, তবে সুবিধাবঞ্চিত থাকবে না কেউ চমৎকারভাবে ইউজার গুলোকে বের করে নিয়ে এসেছেন শাই ফক্স এর আন্ডারে। এতে করে সকল ইউজার ভালো কাজ করার জন্য ভরসা পায়।
একদম ঠিক বলেছেন ভাইয়া এই রিপোর্ট দেখে অনেকেই ভরসা পায়, অনেক ধন্যবাদ আপনাকে।
আসলে আমি চেষ্টা করি সব সময় ভালো কিছু উপহার দেওয়ার।কখনো আমার ভোট নিয়ে কমপ্লেন নাই।তবে আপনার লিস্টে আমার নাম দেখে বেশ ভালো লাগলো আপু।আমি সব সময় চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার জন্য।কারন আমি সব সময় পাশে থাকতে চাই আমার বাংলা ব্লগের।
জি ভাইয়া আমার বাংলা ব্লগ সবসময় আপনাদের পাশে রয়েছে, অনেক ধন্যবাদ আপনাকে।
বাহ্ আপু দারুন রিপোর্ট তৈরী করেছেন। মূলত কাজটি কঠিন আমি মনে করি। সারা সপ্তাহে কে কে সাপোর্ট পেল না তা হাতরিয়ে বের করাটা কঠিন ব্যাপার আমি মনে করি। ধন্যবাদ আপনাকে এত কষ্ট করে কাজটি করার জন্য।
জি ভাইয়া একটু কঠিন তো আছেই, তার পরেও মনে অনেক শান্তি পাই যখন ইউজাররা তাদের প্রাপ্যটুকু পেয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
সাপোর্টবিহীনদের সংখ্যা এই সপ্তাহে অনেক বেড়ে গিয়েছে।আপু আপনি খুব সুন্দরভাবে রিপোর্ট প্রকাশ করেছেন।ভালো লাগলো দেখে, ধন্যবাদ আপনাকে।
জি আপু বেড়ে গেলেও কোন সমস্যা নেই, ইউজাররা ঠিকই তাদের প্রাপ্যটুকু পেয়ে যায়, অনেক ধন্যবাদ তোমাকে।
চমৎকার একটি উদ্যোগ এবং যারা যারা সাপোর্ট থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে। এই কাজটি অনেক পরিশ্রমের। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পরিশ্রম হলেও পোস্টটি করে অনেক শান্তি পাই কারণ অনেক ইউজার যারা কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও সাপোর্ট থেকে বঞ্চিত হন, তাদেরকে এই তালিকায় আনতে পেরে খুবই ভালো লাগে।
এ প্রচেষ্টায় বাদ পড়াদের নিরাশ হওয়ার কিছু নাই ।
আপনার পরিশ্রম সার্থক হোক।
একদম ঠিক বলেছেন বাদ পড়লেও তারা সাপোর্ট অবশ্যই পাবেন, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
এ সপ্তাহে তাহলে বেশ কিছু ব্যবহারকারী পায়নি। আশা করি পেয়ে যাবে সাপোর্ট। আপনি বরাবরই চমৎকার রিপোর্ট শেয়ার করে থাকেন আমাদের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।