নানান দেশের ভাষা ও সংস্কৃতি থেকে শিক্ষা

in আমার বাংলা ব্লগlast year (edited)

images (14).jpeg

Source

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।অনেকেই জানেন আমি বেশ কিছুদিনের জন্য ঘুরতে গিয়েছি আর আমার এবারের ঘোরার জায়গাগুলো সকলেই হয়তো জানেন এর আগের পোস্টে আমি বলেছি । মা বাবাকে নিয়ে মোট আমরা ১৪ জন ঘুরতে গিয়েছি।আমাদের ঘোরার জায়গা হল চার ধাম ।আর এই চারধাম কি কি! সেগুলো আমি আগের পোস্টে বলেছি ।তবে যাই হোক এই চারধাম ঘুরতে এসে অনেক অভিজ্ঞতা হয়েছে, তার মধ্যে কিছু জিনিস আজ আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।


IMG-20230620-WA0005.jpg

অনেকেই বলে চারধাম দর্শন করা অনেক ভাগ্যের ব্যাপার । তবে যাই হোক আমরা প্রত্যেক বছরই বেশ কিছু কিছু জায়গায় ঘুরতে যাই ।কিন্তু একটা জিনিস আমি খেয়াল করেছি সেটা হলো বিভিন্ন জায়গার ভাষা এবং সংস্কৃতি একদম আলাদা। আর আমাদেরকে সেই ভাষা সংস্কৃতির সাথে অর্থাৎ সে সকল জায়গায় গেলে মানিয়ে নিতে হয় যেমন আমি হরিদ্দার ঘুরতে এসেছি সেখানে বাংলা ভাষায় কথা বললে কেউ কিন্তু বোঝেনা, সকলের সাথেই হিন্দিতে কথা বলতে হয়। আর এই 19 দিন হিন্দিতে কথা বলতে বলতে অনেকটা শিখে গেছি ।কারণ হিন্দি কথা বলতে আমার খুব একটা অসুবিধা হয় না। তবুও যতটুকু অসুবিধা আগে হতো সেটাও এখন আর হচ্ছে না । এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো।

IMG-20230620-WA0006.jpg

Source


আমরা অনেকেই আছি যারা কোনো না কোনো ভাষা কিছু কিছু জানি ।কিন্তু বলতে পারি না কিছুটা ভয়, কিছুটা লজ্জায় ।কিন্তু একটা জিনিস ভেবে দেখলাম যদি ভুল হয় কোনো জিনিস কিন্তু সেটা যদি আমরা বলার চেষ্টা করতে থাকি।তাহলে ঠিকই শিখে যাবো। অর্থাৎ ভুল হতে হতেই আমরা ঠিক টা শিখে যাই ।

IMG-20230620-WA0003.jpg

যেমন অনেকেই আছে যারা ইংরেজিতে কথা বলতে পারে না ।কিন্তু অনেক কিছুই হয়তো তারা জানে। কিন্তু বাক্য সাজিয়ে বলতে পারে না লজ্জায় বা ভয় ।কিন্তু একটা জিনিস ভেবে দেখুন যদি আমরা এই লজ্জা ভয় কাটিয়ে নিজের দরকারে জন্য হলেও যদি বলতে পারি কতটা আমরা শিখে যেতে পারি ।


তাছাড়াও বিভিন্ন দেশের বা বিভিন্ন জায়গার খাবার কতটা আলাদা আমরা যেখানে গিয়েছিলাম অর্থাৎ হরিদ্বারে অনেকটা সময় কাটিয়েছিলাম ।সেখানে আমরা বেশিরভাগ সময় পরোটাই খেতে হয়েছিল। যেটা আমরা কলকাতাতে একেবারেই অভ্যস্ত ছিলাম না। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা এবং কথা বলা ,আচার আচরণ কতটা আলাদা যেটা আমরা কোথাও ঘুরতে গেলে অনেকটা শিখতে পারি বা অনেক কিছু জানতে পারি ।আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের উচিত এরকম নানান জায়গায় গিয়ে মানুষের সাথে কথা বলা সেখান থেকে কিন্তু অনেক কিছু শেখা যায় । এবং অনেক আমরা অনেক কিছু জানতে পারি। আজকে আমি সেই জিনিসটাই তুলে ধরলাম যেখান থেকে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছ থেকে কত কিছু শিখতে পারে। ঘরের মধ্যে বসে থাকলে সব সময় আমার মনে হয় বাইরের কোনো কিছু শেখা যায় না। তাই ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে নানান মানুষের সাথে কথা বলুন এবং অনেক কিছু শিখুন।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  
 last year 

আমাদের শেখার ও জানার সীমানা আরো বেশি বিস্তৃত করতে হলে অবশ্যই আমাদেরকে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হবে এবং বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করতে হবে। তাহলে আমরা বিভিন্ন মানুষের মুখের ভাষা সম্পর্কে এবং বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করতে সক্ষম হবো। তাই আমাদেরকে অবশ্যই ঘরকুনো স্বভাব পরিত্যাগ করতে হবে। অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে বিভিন্ন রকমের খাবার খাওয়া যায়। সেইসাথে তাদের ভাষা, সংস্কৃতি সম্পর্কে জানা যায়। সত্যি এরকম জায়গা গুলোতে ঘুরতে গেলে অনেক ভালো লাগে। যেহেতু পরিবারের অনেক সদস্য মিলে সেখানে ঘুরতে গিয়েছেন তাই সময়টা বেশ ভালো কাটছে বোঝাই যাচ্ছে। দিদি আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য। আপনার প্রত্যেকটা মুহূর্ত দারুন কাটুক এই প্রত্যাশাই করি।

 last year 

সত্যিই দিদি,এত দূরের জায়গায় ঘুরতে যাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার।আপনি চারধাম গিয়েছেন এটা আপনার পোষ্ট পড়ে জেনেছি।জায়গাভেদে ভাষা,খাবার সবকিছুই আলাদা।ঠিক বলেছেন দিদি,ভয় ও লজ্জা আমাদেরকে অনেক কিছু শেখার ক্ষেত্রে বাধা দেয়।তাই সাহসের সঙ্গে ভুল বলতে বলতে শিখতে হবে।আপনি খুব সুন্দরভাবে হিন্দি বলতে পারছেন জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলো মানুষ যত বাইরের জগতে পরিবেশে মিশবে, মানুষের সাথে মিশবে, অন্য কোন সংস্কৃতির সাথে মিশবে, অন্য কোন ভাষার সাথে মিশবে , ততই তারা নতুন নতুন জিনিস নিজ আয়ত্তে আনতে পারবে। আসলে কঠিন বলে কিছুই নেই। মানুষ অভ্যাসের দাস। চেষ্টা করলে পারবেনা এমন কোন কিছুই নেই। আর তাইতো আমাদের প্রত্যেকেরই মাঝেমধ্যে নতুন নতুন জায়গায় এবং পরিবেশে ঘুরে বেড়ানো উচিত। যেমনটা করেছেন দিদি আপনি আপনার পরিবার পরিজন নিয়ে।

Posted using SteemPro Mobile

 last year 

দিদিভাই, আমি আপনার পোস্টের বার্তাটি বুঝতে পেরেছি। আসলেই ঘরে বসে না থেকে জগৎটাকে ঘুরে দেখা উচিত, কারণ যতই ঘোরা যাবে ততই নতুন কিছু দেখা বা শেখা যাবে।

অর্থাৎ ভুল হতে হতেই আমরা ঠিক টা শিখে যাই ।

এই কথার সঙ্গে সহমত পোষণ করছি দিদি ভাই।
শুভেচ্ছা রইল আপনার জন্য।

 last year 

বেশ সুন্দর জায়গা গুলো ঘুরে অনেক আনন্দে দিন কাটিয়েছেন জেনে ভালো লাগলো।
নতুন জায়গা মানে নতুন পরিবেশ।নতুন জায়গায় ঘুরতে গিয়ে ভাষা ও সংস্কৃতির সম্পর্কেও অনেক কিছু শিখা যায় আর এ জায়গাগুলো ঘুরতেও নাজানি কত মজার।
পরিবারের সদস্যের সঙ্গে ঘুরতে গিয়েছেন এবং সময়গুলো ভালো কেটেছে জেনে অনেক ভালো লাগলো। আরেকটি কথা আপনার সাথে আমি একমত আমাদের ভয়ও লজ্জা অনেক কিছুই বাঁধা দেয়। মানুষ যেমন ঠকতে ঠকতে শিখে যায় তেমনি ভুল বলতে বলতে সে ও একসময় শিখে ফেলে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56586.53
ETH 2392.96
USDT 1.00
SBD 2.30