আমার নিজের হাতে রাখি তৈরি পর্ব-২।। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।রাখী কেবলমাত্র একটি সূতো নয়। রাখী পরানোর মাধ্যমে দিদি বা বোনেরা ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে এবং ঈশ্বরের কাছে তাদের মঙ্গল কামনা করে।অপরদিকে ভাইয়েরা দিদি বা বোনের কাছে রাখি পড়ার সময় তাদের আজীবন রক্ষা করার শপথ নেয়। আজ আমি একটি ভিন্ন ধরনের পোস্ট করছি ।আজ আবার ও একটি রাখি তৈরি করলাম। আমি আজকে আমার নিজের হাতে রাখি বানানোর প্রত্যেকটা ধাপ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।।আশা করি সকলের ভাল লাগবে ।


WhatsApp Image 2022-07-09 at 4.09.51 PM.jpeg

WhatsApp Image 2022-07-09 at 4.09.50 PM.jpeg


উপকরণ



• সবুজ সুতো
• অ্যালুমিনিয়াম তার
• দুই ধরনের পুঁথি
• লকেট
• আঠা
• সুতোর ফুল

প্রথম ধাপ


WhatsApp Image 2022-07-09 at 3.13.07 PM.jpeg


দ্বিতীয় ধাপ


• এরপর ওই সুতো দুটোকে ভাজ করলাম।

WhatsApp Image 2022-07-09 at 3.13.07 PM (1).jpeg


তৃতীয় ধাপ


• এরপর একটা অ্যালুমিনিয়াম তার নিলাম। সেই অ্যালুমিনিয়াম তারটাকে ওই সুতো দুটোর মাঝখানে ঢুকিয়ে দিলাম।

WhatsApp Image 2022-07-09 at 3.13.07 PM (2).jpeg


চতুর্থ ধাপ


এরপর কয়েকটা পুঁথি ঐ অ্যালুমিনিয়াম তারের ভেতর দিয়ে ঢুকে দড়িতে আনলাম। দেখতে ঠিক এই রকম হবে।

WhatsApp Image 2022-07-09 at 3.13.07 PM (3).jpeg

WhatsApp Image 2022-07-09 at 3.13.06 PM.jpeg


পঞ্চম ধাপ


WhatsApp Image 2022-07-09 at 3.13.06 PM (1).jpeg

WhatsApp Image 2022-07-09 at 3.13.06 PM (2).jpeg


ষষ্ঠ ধাপ


• এরপর পুঁথি দুটো মাঝখান দিয়ে ভাগ করে , সুতোর মাঝখানে সুতোর ফুল নিয়ে তাতে আঠা লাগিয়ে দিলাম।

WhatsApp Image 2022-07-09 at 3.13.05 PM.jpeg

WhatsApp Image 2022-07-09 at 3.13.05 PM (1).jpeg

WhatsApp Image 2022-07-09 at 3.13.05 PM (2).jpeg


সপ্তম ধাপ


• রাখির মাঝখানে বসানোর জন্য একটা লকেট নিলাম। এবং সেটা সুতোর ফুলের উপর লাগিয়ে দিলাম।

WhatsApp Image 2022-07-09 at 3.13.05 PM (3).jpeg

WhatsApp Image 2022-07-09 at 3.13.03 PM.jpeg


অষ্টম ধাপ


• ব্যাস এভাবেই হয়ে গেল রাখি।

WhatsApp Image 2022-07-09 at 3.16.51 PM (1).jpeg

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

গত দিনেরটা দেখেছিলাম বেশ ভালো লেগেছিল আমার। আজকেরটাও তার চেয়ে মনোমুগ্ধকর হয়েছে। খুবই ভালো লাগছে দেখতে। অবশ্য আপনার সুন্দর অভিজ্ঞতার পরিচয় লুকিয়ে রয়েছে এই দক্ষতার মাঝে।

 2 years ago 

ভাইয়ের প্রতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে বোনেরা রাখি পরিয়ে দেয়। আর রাখি আপনি খুবই সুন্দরভাবে নিজ হাতে তৈরি করলেন। সত্যি দিদি আপনার রাখি আমার খুবই ভালো লেগেছে। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনি এর আগে যে রাখিটি তৈরি করেছেন সেই রাখিটি যেমন সুন্দর হয়েছিল এবারে রাখিটিও অনেক সুন্দর হয়েছে। সত্যি আপু আপনি অনেক প্রতিভার অধিকারী। দারুন ভাবে রাখি তৈরি করে শেয়ার করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। 😍😍😍

 2 years ago 

গতকাল যেটা দেখেছিলাম আজকেরটা তার চাইতেও অনেক বেশি সুন্দর লাগছে দেখতে।বিশেষ করে মাঝের বড় পাথরটির জন্যে।

 2 years ago 

স্টোন বসানো লকেটটি দিয়ে রাখিটি খুবই সুন্দর ও আকর্ষণীয় হয়েছে দিদি।আমার কাছে বেশ ভালো লেগেছে।এটা ভাইবোনের একটা গভীর ভালোবাসার সম্পর্কের বন্ধন নির্দেশ করে।ধন্যবাদ দিদি।

 2 years ago 

দিদি মাঝখানে লকেট বসানোতে দেখতে অসাধারণ লাগছে। আমার কাছে আপনার এই রাখি দেখতে দারুণ লেগেছে। মনে হচ্ছে এটি যেকোনো মানুষের হাতে পড়লেই খুব সুন্দর লাগবে। ধাপে ধাপে আপনি খুব সুন্দর ভাবে রাখি বানানোর পদ্ধতি বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি খুবই চমৎকারভাবে আমাদের মাঝে আপনার নিজ হাতে তৈরি রাখি শেয়ার করেছেন প্রথম পর্বটি আমি দেখেছিলাম আমার কাছে প্রথম পরবর্তীতে দ্বিতীয় পর্বের রাখি অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দিদি দেখি বেশ রাখি তৈরি করে যাচ্ছেন। এর আগেও দেখলাম কিছু। এগুলো কি আসছে রাখি পূর্ণিমা উপলক্ষে প্রস্তুতি নিয়ে রাখছেন? যাই হোক অনেক সুন্দর হাতের কাজ আপনার। যে কারো ভালো লাগবে একদম 👌

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61159.70
ETH 2631.81
USDT 1.00
SBD 2.63