আমার কবিতার খাতা থেকে:পরিশ্রান্ত আশা।।১৯ মার্চ ২০২৪

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।আজকে আমি একটা কবিতা শেয়ার করতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।


WhatsApp Image 2024-03-19 at 23.55.55_aee7b65a.jpg


পরিশ্রান্ত হৃদয়ে এত প্রখর সূর্য ওঠে,
দিনমজুরের হাত মাটি তারা বিদ্ধ করে।
তার ভূমির প্রতি মায়া আত্মায় মোহ সারিবদ্ধ হয়,
তবুও দুর্নীতির ছায়া অন্ধকারে সংজ্ঞায়িত করে।

খোলা আকাশের মত তার স্বপ্ন বিশাল,
রাজনীতির নিষ্ঠুর শিকল আশা হয় দুরাশা
ঘামের প্রতিটি ফোঁটায় একটি না বলা গল্প,
একটি উজ্জ্বল ভবিষ্যত হয় কখনো কেনা কখনো বিক্রয়।

লোভ আসে খায় ওদের স্বপ্ন কে
ক্ষমতার ক্ষুধার্ত চোখ সব ধ্বংস করে,
তবুও তার বুকের মধ্যে একটি আশাবাদী হৃদয় স্পন্দিত হয়,
জাতির নতুন সূচনা দেখার জন্য আকুল সেই হৃদয়।

"পরিবর্তন আসুক," সে ফিসফিস করে, বেলচা হাতে নিয়ে,
"এই কষ্ট থেকে প্রস্ফুটিত হবে আলোর দিন।'
তার সন্তানদের ভাগ্যের জন্য, এবং তাদের ভবিষ্যতের জন্য,
তিনি সততার স্বপ্ন দেখেন, কারো কাছে নতি স্বীকার করেন না।

দুর্নীতির জোয়ারের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন,
তার অসহায় হাতে আশা ছাড়া আর কিছুই নেই।
বিশ্বাস আর সাহস নিয়ে সে দাঁড়িয়ে আছে
দু চোখ তার দারুণ তীক্ষ্ণ আর কঠোর।

তাই সে প্রতিদিন পরিশ্রম করে, এত বড় দৃষ্টি নিয়ে,
ন্যায়পরায়ণ সমাজের জন্য তিনি দুর্বার
হতাশার মুখে তার আত্মা আরো জ্বলে উঠবে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

উপমহাদেশের রাজনীতি হচ্ছে সবচেয়ে নোংরা রাজনীতি। চারিদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি। এরমধ্যে কিছু কিছু সৎ নেতা রয়েছে, যারা দেশ এবং দেশের মানুষদের উন্নতির জন্য লড়াই করে যায়। কিন্তু শত শত অসৎ মানুষের ভিড়ে, সৎ মানুষগুলো অনেক সময় হারিয়ে যায়। আবার হয়তোবা অনেক সময় সফল হয়। তবুও দিনশেষে ভালো মানুষ যদি না থাকে,দুনিয়াটা অচল হয়ে যাবে। তবে আমরা সবসময়ই যোগ্য নেতার আশায় থাকি। যাইহোক কবিতার লাইনগুলো বেশ অর্থবহ বৌদি। কবিতাটি পড়ে আসলেই ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

লাইনগুলো দারুন লেগেছে দিদি। দীর্ঘ অর্থবহুল চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

Posted using SteemPro Mobile

 6 months ago 

দিদি আপনি আজকে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। এই কবিতার মধ্যে অনেক অর্থবহ কিছু বিষয় আপনি তুলে ধরেছেন। তবে বলতেই হয় কবিতার কথাগুলো কিন্তু ভীষণ কঠিন লেগেছে আমার কাছে। তবে কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Doller buy sell call 01700817832 WhatsApp
Doller kinbo 1000%

 6 months ago 

দারুণ একটা কবিতা লিখেছেন দিদি।বাস্তভিত্তিক কবিতাটি পড়ে খুব ভালো লাগলো।

খোলা আকাশের মত তার স্বপ্ন বিশাল,
রাজনীতির নিষ্ঠুর শিকল আশা হয় দুরাশা
ঘামের প্রতিটি ফোঁটায় একটি না বলা গল্প,
একটি উজ্জ্বল ভবিষ্যত হয় কখনো কেনা কখনো বিক্রয়।

বিশাল স্বপ্ন রাজনীতির শিকলে বাঁধা পড়ে যায়।আসলে এই লাইনগুলোতে এক অপ্রিয় বাস্তবতা লুকিয়ে আছে।

 6 months ago 

আপু আপনার লেখা পরিশ্রান্ত আশা শিরোনামের কবিতাটি পড়ে আবার অনেক ভালো লেগেছে। আসলে দুর্নীতির মতো অভিশপ্ত প্রচলন যেখানে আছে সেখানে খেটে খাওয়া মানুষের সমস্ত আশা গুলোই নিরাশায় পতিত হয়। তারপরও মানুষ বেঁচে থাকার নতুন স্বপ্ন দেখে, জীবনে ভালো কিছু করার নতুন আশায় বুক বাধে। অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার মধ্যে অনেক বাস্তবতার কথা রয়েছে। আসলে রাজনীতি নোংরা পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে। আর এই রাজনীতির মধ্যে শুধু দুর্নীতি আর দুর্নীতি। যাই হোক দিদি আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

 6 months ago 

পরিশ্রান্ত আসা নামের দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি। আসলেই দিদি যেখানে দুর্নীতি আছে সেখানেই মানুষের জন্য ভোগান্তি একটা কমন বিষয়। আপনার লেখা কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে কেননা কবিতাটি বেশ কিছু বিষয়ের অনুভূতিকে ফুটিয়ে তুলেছে। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 6 months ago 

আজকের কবিতাটি একদম বাস্তব ভিত্তিক দাদা। দিনমজুরের ঘামের প্রতিটি ফোটায় একেকটা না বলা গল্প লুকিয়ে থাকে। লুকিয়ে থাকে কতোশত দুঃস্বপ্ন।

তার ভূমির প্রতি মায়া আত্মায় মোহ সারিবদ্ধ হয়,
তবুও দুর্নীতির ছায়া অন্ধকারে সংজ্ঞায়িত করে।

এটা একদম বাস্তব দাদা। দূর্নীতির ছায়া অন্ধকারে সংজ্ঞায়িত করে

 6 months ago 

প্রতিবাদের ভাষা যখন কবিতায় ফুটে ওঠে, তখন পাঠক হিসেবে প্রশংসা করতেই হয়।

দারুন লিখেছেন দিদিভাই কবিতাটি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66070.34
ETH 2691.62
USDT 1.00
SBD 2.88