পাখির মধুবনী আর্ট
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।বেশ কিছুদিন আমি বাইরে ছিলাম। তাই সেভাবে কোনো জায়গাতেই আমি খুব একটা এংগেজমেন্ট রাখতে পারিনি ।গতকাল আমি ঘুরে বাড়ি এসেছি এবং খুব সুন্দর ঘুরেছি তার সাথে খুব সুন্দর সুন্দর অভিজ্ঞতা হয়েছে। কিন্তু ঘুরে আসার পর এবার তো কাজ করতেই হবে ।কারণ এতদিন ঘুরে বেড়িয়ে আসলেও যখন ঘরে এসেছি তখন নতুন ভাবে আবার যখন কাজে বসলাম মনটাও বেশ ভালো লাগছে ।সেখান থেকে আজকে সকাল থেকে ভাবছিলাম যে কি পোস্ট করবো আর তাতে করেই মনে হলো বহুদিন আমি খাতা পেন নিয়ে বসিনি। তাই আপনাদের সঙ্গে একটা মধুবনী আর্ট ভাগ করে নিলাম। আশা করি সকলে ভালো লাগবে ।চলুন তাহলে শুরু করা যাক।
অংকন পদ্ধতি:
উপকরণ
• খাতা
• পেন্সিল
•রবার
•কালো মার্কার পেন
প্রথম ধাপ
• প্রথমে একটি পাখির বাইরের অবয়বের কিছুটা অংশ এঁকে নিলাম ।
দ্বিতীয় ধাপ
এরপর আর লেজের কিছুটা অংশ একে নিলাম।
তৃতীয় ধাপ
•এরপর ঠোঁট এঁকে নিলাম ।
চতুর্থ ধাপ
• এরপর পুরো পাখিটি পেন্সিল দিয়ে এঁকে তার ভিতরে কিছু ছোটো ছোটো ডিজাইন করে দিলাম ।
পঞ্চম ধাপ
• এরপর কালো মার্কার পেন দিয়ে বর্ডার করে নিলাম।
ষষ্ঠ ধাপ
সপ্তম ধাপ
• এরপর পেন দিয়ে আরও সূক্ষ্ম সূক্ষ্ম যে ডিজাইনগুলো ছিল সেগুলো করে ,পুরো পাখিটি কমপ্লিট করে নিলাম।
অষ্টম ধাপ
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছেন জেনে খুশি হলাম দিদি। এরপর সুস্থ ভাবে এবং ভালোভাবে বাড়ি ফিরেছেন জেনে ভালো লাগলো দিদি। আসলে কোথাও ঘুরতে গেলে সেখান থেকে ফিরে আসার পর মানসিক প্রশান্তি পাওয়া যায়। আর কোন কাজ করতেও ভালো লাগে। দিদি আপনার এই আর্ট খুবই সুন্দর হয়েছে। দেখতে অনেক ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ দিদি দারুন একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দিদি আপনি আজকে চমৎকার ভাবে পাখির মধুবনী আর্ট করেছেন। এধরনের আর্ট প্রথম বারের মত দেখলাম। লেজটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। খুব সুন্দর লাগতেছে দিদি ধন্যবাদ আপনাকে।
দিদি খুব সুন্দর ভাবে একটি পাখি মধুবনী অঙ্কন করেছেন। পাখি অংকন এর প্রতিটি ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। মার্কার পেন এর অংক গুলো দেখতে অনেক ভালো লাগে। পাখির ভিতরের ডিজাইন গুলো দেখতে অসাধারন ছিল। ধন্যবাদ দিদি সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
অনেকদিন পর আপনি আবার পুরোপুরি কাজে ফিরেছেন জেনে ভালো লাগলো দিদি। তাছাড়া বাইরে থেকে ঘুরে আসলে মনটা অনেক ফ্রেশ থাকে। এজন্য কাজে অনেক ভালো মন বসে। আজকে খুব চমৎকার একটি পাখির আর্ট করেছেন। বিশেষ করে পাখির ভিতরের ডিজাইনগুলো আমার কাছে খুব ভালো লেগেছে।
আপনার পোস্টের মাধ্যমেই কিন্তু জানতে পেরেছি যে আপনি কোথাও, সম্ববত মায়াপুর বেড়াতে গিয়েছিলেন। আশা করি সেখানে থেকে বেশ ফ্রেশ একটি মন নিয়ে ফিরে এসেছেন। তবে আপনার মনটা যে বেশ ফ্রেশ হয়েছে সেটা কিন্তু আপনার আর্ট দেখেই বুঝা যাচেছ। বেশ সুন্দর করে ধাপে ধাপে আপনি আমাদের মাঝে আর্টটি তুলে ধরেছেন।
মানসিক প্রশান্তির জন্য মাঝে মধ্যে সবারই উচিত কোথাও ঘুরতে যাওয়া। ঘুরাঘুরি করে দারুণ অভিজ্ঞতা নিয়ে বাসায় এসেছেন। এখন মনোযোগ সহকারে খুব ভালো ভাবে কাজ করতে পারবেন দিদি। যাইহোক পাখির মধুবনী আর্টটি এককথায় দুর্দান্ত হয়েছে দিদি। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন। দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ওয়াও দিদি আপনি দারুন সুন্দর একটি পাখির মধুবনী আর্ট করেছেন। আপনার তৈরি পাখির মধুবনী আর্ট আমার কাছে দারুন লেগেছে। আপনি খুব সুন্দর করে প্রত্যেকটা ধাপ তৈরি টা আমাদেরকে দেখিয়েছেন। খুব সুন্দর তৈরির বর্ণনা করেছেন। এত সুন্দর একটি পাখির মধুবনী আর তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইল দিদি।
আপনি সুস্থভাবে বাসায় ফিরতে পেরেছেন শুনে অনেক খুশি হলাম দিদি। এছাড়াও আপনার আজকের ড্রইং টি অসাধারণ ছিল।
আপনি বেশ কয়েকদিন ভ্রমণ করে সুস্থ স্বাভাবিকভাবে বাসায় ফিরতে পেরেছেন এটা জেনে খুবই আনন্দিত হয়েছি আমি। যাহোক,অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন আপু। পাখির চিত্র অংকনের ক্ষেত্রে--পাখির ঠোঁটের চিত্র অঙ্কনটি এবং পাখিটির লেজের ডিজাইন করা চিত্র অংকনটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। পাখির মধুবনী চমৎকার একটি চিত্র অঙ্কন এর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।