দীপাবলীর রাত
নমস্কার বন্ধুরা,
আজ আমি আপনাদের সঙ্গে দীপাবলীর বিকেল বেলার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম ।আশা করি আপনাদের ভালো লাগবে।
বাঙ্গালীদের উৎসব আজ শেষ হলো। উৎসব বলতে দুর্গাপূজা থেকে শুরু করে লক্ষ্মীপূজো ,সেখান থেকে কালীপুজো আর তারপরেই ভাইফোঁটা ছিল ।গতকাল ভাইফোঁটা হয়ে আমাদের পুজোর মাসটা কাটলো।
দুদিন আগে ছিল দীপাবলি ।এই দীপাবলিতে মানুষ চারিদিকে আলোয় আলোয় ভরিয়ে তোলে। গ্রামের দিকে সকল মানুষ দীপাবলীর দিন মোমবাতি দিয়ে পুরো ঘর সাজিয়ে তোলে ।আর কলকাতার দিকে কিছু মানুষ প্রদীপ দিয়ে ঘর সাজায় আবার অনেক জন নানান রকমের লাইট কিনে ঘর সাজায় ।
বিভিন্ন ধরনের লাইট দিয়ে যখন ঘর সাজানো হয় বা অনেকে তাদের নিজেদের বাড়ির বাইরের দিকটাও সাজায় তখন দেখতে এত সুন্দর লাগে যা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। যেহেতু প্রত্যেকটি বাড়িতে টুনি লাইট দিয়ে সাজানো হয় আর বিভিন্ন মানুষ বিভিন্ন স্টাইলে ঘর সাজানোর চেষ্টা করে ।আর সেগুলো যখন চোখে পড়ে তখন খুব ভালো লাগে।
কালীপুজো যেহেতু একদিনেই শুরু আর সেই দিনটাতেই শেষ। তাই সবথেকে বেশি মজা এই পূজোতেই কিন্তু হয়। কারণ সারাদিনটাই একটা পুজো পুজো ভাব থাকে ।তার মধ্যে বাজি ফাটানো তো আছেই। আর সন্ধ্যে হওয়ার সাথে সাথেই চারিদিক দিয়ে বাজির শব্দ । আর সব মিলেমিশে পরিবেশটা খুব আনন্দ মুখর হয়ে থাকে।
এছাড়াও প্রত্যেক বাড়িতে বাড়িতে কালীপুজোর দিন সন্ধ্যেবেলা ১৪ প্রদীপ দেওয়া হয়। এই চোদ্দোটা প্রদীপ জ্বালিয়ে কালো মুছিয়ে আলোকিত করে তোলে বাড়িগুলোকে।
কিছু কিছু জায়গায় কালী পূজার দিন লক্ষ্মীপুজো করা হয়। তাছাড়া এই দিনটিতে অনেকে বাড়িতে বাড়িতে মিষ্টি বিতরণ করে। সন্ধ্যে হওয়ার সাথে সাথে আমার মা ও সারা বাড়িতে প্রদীপ জ্বালিয়ে আলোয় আলোকিত করে তুলেছিল। এই ভাবেই আমাদের দীপাবলি রাতটা কেটেছিল।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ওরে বাবা আপনাদের তো দেখছি পুরো মাস জুড়ে উৎসব আর উৎসব। আসলে উৎসব কার না ভালো লাগে। আর যদি একটার পরে একটা উৎসব আসে তাহলে তো আরো বেশি আনন্দ। দীপাবলীর দিন প্রদীপ দিয়ে ঘরবাড়ি সাজানো হয় এবং বাজি ফোড়ানো হয় এগুলো আমার জানা রয়েছে। তবে আপনার মাও খুব সুন্দর ভাবে আপনাদের ঘর সাজিয়ে আলোকিত করে তুলেছে। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
আপনাদের বেশ মজা মাস জুরেই উৎসব। আমাদেরও রোজার মাস ৩০ দিন উৎসব পালন করার পর বড় উৎসব ঈদ। বিভিন্ন উৎসব পালন করতে সবাই পছন্দ করে। দীপাবলীতে বাড়ি আলোয় আলোয় সাজানো হয় দেখে বেশ সুন্দর লাগে। প্রত্যকেই তাদের বাড়ি বিভিন্ন জিনিস দিয়ে সাজায়। আন্টিও আপনাদের বাড়ি প্রদীপ দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছেন। দেখতে বেশ সুন্দর লাগছে।
আপনাদের উৎসবের মাঝে আমার কেন জানি দীপাবলির উৎসবটা বেশ ভালো লাগে।চারদিকে আলো আলোই মুখরিত। বেশ সুন্দর করে প্রদীপ জালিয়েছেন।ভালো লাগলো অনেক।ধন্যবাদ আপনাকে
দিদি পুরো মাসটা পূজা উপলক্ষে বেশ ভালোই উপভোগ করলেন। দীপাবলি উৎসবটা আসলেই চমৎকার। চারিদিকে লাইটিং করা থাকলে দেখতে আসলেই দারুণ লাগে। লাইটিং অবশ্যই রুম এবং বাড়ির সৌন্দর্য অনেক বৃদ্ধি করে। কিছুদিন আগে তো আমাদের ছোট দাদাও বিভিন্ন ধরনের লাইট কিনেছে। সবমিলিয়ে দীপাবলির রাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন দিদি। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।
দীপাবলির রাতকে নিয়ে বেশকিছু তথ্য আর ফটোগ্রাফি তুলে ধরেছেন দিদি।ভীষণ ভালো লাগলো। দীপাবলির উৎসব মানেই চারিদিকে আলোয় আলোকিত।যা দেখে সত্যি ভীষন ভালো লাগে। এই দিনটিতে খুব মজা হয় আপনাদের।আশাকরি খুব চমৎকার ভাবে দিনটি পালন করেছেন দিদি।ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে সুন্দর এই পোস্টটিকে তুলে ধরার জন্য।
বাজি ফাটানোতেই কালীপূজার আসল মজাটা আসে। দীপাবলিতে আমাদের দিকেও এইরকম প্রদীপ জ্বালিয়ে আলোকসজ্জা করা হয়। তবে আপনাদের কলকাতার মতো এতো হয় না। এই টানা একটা মাস আপনাদের বিভিন্ন পূজা উৎসব লেগেই ছিল। বেশ চমৎকার ছিল আপনার পোস্ট টা দিদি। চমৎকার শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।
দিদি শুনেছিলাম যে আপনাদের নাকি বারো মাসে তের পুজা। বেশ মজা হয় আপনাদের। আর সব গুলো উৎসবের মধ্যে কেন জানি দিপাবলীই চারদিকে আলো ছড়িয়ে দেয়। বেশ ভালো লাগে এই রাতের আলোক সজ্জাগুলো দেখতে। আজ আপনার পোস্ট পড়েও অনেক গুলো বিষয় জানতে পারলাম। ধন্যবাদ দিদি পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।