তরমুজের ম্যান্ডেলা আর্ট
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।আজ অনেক দিন পর আবার আঁকা নিয়ে বসলাম। ইচ্ছা করে প্রত্যেকটা সপ্তাহে কিছু না কিছু আঁকার জন্য। কিন্তু খুব মুডের উপর ডিপেন্ড করে ।এখন চট করে চাইলে আঁকতে পারি না ।যেটা আগে হতো সব সময় কিছু না কিছু আঁকতে ইচ্ছে হতো কিন্তু এখন ইচ্ছেটা থাকলেও আর বসা হয় না যাইহোক আজকে অনেকদিন পর বিকেলে বাড়ি ছিলাম তাই ভাবলাম যে কিছু একটা আঁকি। তাই তরমুজ নিয়ে একটা ম্যান্ডেলা আর্ট করলাম। আশা করি সকলের ভালো লাগবে।
অংকন পদ্ধতি:
উপকরণ
• একটি সাদা কাগজ
• একটা পেন্সিল
• রবার
• কালো রঙের মার্কার পেন
• লাল রং
• সবুজ রং
• হলুদ রং
• কালো মার্কার পেন
প্রথম ধাপ
• প্রথমে একটি পেন্সিল, রবার, হলুদ রং ,লাল রং, সবুজ রং এবং একটি কালো মার্কার পেন নিয়ে নিলাম।
দ্বিতীয় ধাপ
• প্রথমে একটা ত্রিভুজ আকৃতির কিছুটা অংশ একে নিলাম ।
তৃতীয় ধাপ
• এরপর ত্রিভুজের উপর দিয়ে গোল করে নিলাম।
চতুর্থ ধাপ
এরপর গোলের সাইড দিয়ে পাতা পাতা একে নিলাম ।
পঞ্চম ধাপ
• এরপর নিজের মতো কিছু ফুলের ডিজাইন করলাম।
ষষ্ঠ ধাপ
• এরপর আর নিজের মতন করে কিছু ডিজাইন করে নিলাম।
সপ্তম ধাপ
• তারপর তরমুজ আকার জন্য মাঝখানের অংশে লাল করে দিলাম।
অষ্টম ধাপ
•এরপর হলুদ এবং সবুজ রং করে দিলাম ।
নবম ধাপ
দশম ধাপ
ব্যাস এই ভাবেই তৈরি করে নিলাম তরমুজের একটি মিষ্টি ম্যান্ডেলা আর্ট ।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
অনেকদিন আগে বিভিন্ন জনার পোষ্টের মধ্যে তরমুজের ম্যান্ডেলা আর্ট লক্ষ্য করতাম। তবে আজকে আপনার পোষ্টের মধ্যে তরমুজের ম্যান্ডেলা আর্ট করতে দেখে আমার খুবই ভালো লাগলো। এই তরমুজের ম্যান্ডেলা আর্ট করতে যেয়ে আপনি ব্যবহার করেছেন বিভিন্ন প্রকার রং। তবে রং তুলি ব্যবহার করার পূর্বে খুব সুন্দরভাবে সাদা পেপারের উপর নকশা তৈরি করে নিয়েছেন আর এরপরে রং এর ব্যবহার করেছেন যার জন্য মেন্ডেলা আর্ট এর পূর্ণাঙ্গ রূপ পেয়েছে।
আসলে মাঝে মাঝে ইচ্ছে থাকলেও খাতা পেন্সিল ও রং নিয়ে বসা হয় না,বিভিন্ন ঝামেলার কারনে।আপু আপনার আর্ট গুলো একটু ইউনিক হয়। দেখতে বেশ ভালোই লাগে।আজকের ম্যান্ডেলাটা বেশ দারুন হয়েছে।যাক অনেক দিন বিকেল টা বেশ ভালো কাজে লাগিয়েছেন।কালার কম্বিনেশন টা ভালো লাগছে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ
ভালো লাগলো দিদি তোমার মন্তব্য দেখে। ভালোবাসা নিও♥️
তরমুজের মেন্ডেলার চিত্র অংকন ভালোই উপভোগ করলাম দিদি। একদম ঠিক বলেছেন মাঝে মাঝে এই ধরনের চিত্র অংকন যেটা আপনার ইচ্ছা থেকেই করে থাকেন যেটা নিজের দক্ষতার চর্চা হয়। অনেক ভালো অঙ্কন করতে পারেন আপনি এর আগেও দেখেছি।
তরমুজের ম্যান্ডেলা আর্ট চিত্র অংকন খুবি সুন্দর হয়েছে। আপনার চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর চিত্র অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
বাহ কি সুন্দর হাসি খুশি তরমুজ। দারুন একেছেন দিদি। দেখে মনে হচ্ছে আকা খুব একটা কঠিন কিছু না কিন্তু খুবই ভালো একেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ দাদা
তরমুজ সাধারণত যত লাল হয় ততই খেতে মজা লাগে। আপনি তরমুজের ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন যেটা দেখতে খুবই চমৎকার লাগছে। তরমুজের টকটকে লাল বর্ণের জন্য আরো বেশি ভালো লাগছে। আর দুই পাশের মেন্ডেলা আর্ট তরমুজের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। অনেক ভালো লেগেছে দিদি।
দিদি আপনি যে এতো সুন্দর সুন্দর আর্ট করতে পারেন না ৷ সত্যি মুগ্ধ হয়ে যাই ৷ তবে এটা ঠিক বলেছেন যে আর্ট করার জন্য সময় আর ধৈর্য প্রয়োজন ৷ তবে হুবহু একদম তরমুজ মনে হচ্ছে ৷ একদম নিখুঁত আর্ট করছেন ৷
অসংখ্য ধন্যবাদ দিদি-ভাই এভাবেই নতুন নতুন আর্ট শেয়ার করবেন এমনটাই প্রতার্শা ৷
তরমুজের ম্যান্ডেলা আর্ট দেখতে খুবই সুন্দর হয়েছে। তরমুজের দুই পাশের ডিজাইন তরমুজের সৌন্দর্য বৃদ্ধি করেছে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।
অনেকদিন পর আপনার আর্ট দেখলাম মনে হচ্ছে।আপনার আর্টগুলো এতো ভালো লাগে আমার, সত্যি বলছি।কারণ,আগের কিছু আর্ট আমার এখনো চোখে ভাসে।তরমুজ এতো সেঁজে গুজে থাকতে তো খেতেই ইচ্ছে করবেনা।😁
হাহাহা দারুণ বলেছো😜। এই তরমুজের দিকে শুধু তাকিয়ে থাকো। তাকিয়ে থাকলেই হাফ পেট ভরে যাবে 🤭
ঠিক বলেছেন দিদি এখন চাইলেই ঝটপট আর্ট করা যায় না। দিন দিন মস্তিষ্কে যেন মরিচা পড়ে যাচ্ছে 😅। সত্যি কথা বলতে আপনার আর্ট অনেক অনেক সুন্দর হয়েছে। তরমুজের ম্যান্ডেলা আর্ট দেখতে দারুণ লাগছে। মন চাচ্ছে তরমুজের পিস নিয়ে খেয়ে ফেলি। দারুন একটি আর্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দিদি।
অনেক ধন্যবাদ দিদি♥️