ব্ল্যাকসের সাথে//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে ব্ল্যাকসের সাথে ই-মলে যাওয়ার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম ।
কিছুদিন আগে হঠাৎ করে ঠিক করলাম চাঁদনী চকে যাবো। অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু কোনো না কোনো কারণে হয়ে উঠছিল না ।তাই হঠাৎ করেই চাঁদনী চকে গেলাম। আমার সেভাবে কিছু কেনার ছিল না কারণ কিছুদিন আগে আমি ল্যাপটপ কেনার জন্য চাঁদনীতে গিয়েছিলাম । কিন্তু ব্ল্যাক্স এর ল্যাপটপ কেনা দরকার ছিল,কিন্তু সেটা কোনোভাবেই অনলাইনে তাড়াতাড়ি ডেলিভারি ছিলনা ।সেহেতু নিজে গিয়ে কেনাটাই তখন সবচেয়ে ঠিক বলে মনে হয়েছিল ।তাই জন্য আর কি চাঁদনী চকে যাওয়া ।তো সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে গেলাম । তার মধ্যে কলকাতার রাস্তা বুঝতেই পারছেন কতোটা জ্যাম হয় । পৌঁছাতে কিছুটা দেরীই হলো। চাঁদনী চকে ই-মল ইলেকট্রনিক্স এর জিনিস কেনাকাটির জন্য বেস্ট , এখানে সব রকমের ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় ।কিন্তু ওর একটা স্যামসাং এর ল্যাপটপ কেনার ছিল। সেই জন্যই স্যামসাং-এরই ল্যাপটপের স্টোরে গেলাম । ওখানে সেই মডেল এর নাম বলাতে ওনারা বললেন ওনাদের কাছে এই মুহূর্তে সেই ল্যাপটপটা এভেলেবেল নেই। শুনে কিছুটা হতাশই হলাম । ওখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের মনে হয়েছিল যে আরও কয়েকটা স্টোর ঘুরলে হয়তো পাওয়া যেতে পারে তাই আরো কয়েকটি স্টোরে ঘুরে দেখলাম ।কিন্তু কোথাও সেই মডেলটা খুঁজে পেলাম না তাই বেরিয়ে গেলাম সেখান থেকে।
যেহেতু ল্যাপটপ কিনতে গিয়েছিলাম। আর সেটা যখন কেনাই হলো না তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। যেহেতু সময়ের আগেই বেরিয়ে গিয়ে ছিলাম তাই ভাবলাম কোথাও থেকে একটু খেয়ে আসি। তাই সামনাসামনি একটু হেটে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম ।সেখানে ঢুকলাম ।
রেস্টুরেন্টে ঢোকার পর কি খাবো বুঝতে পারছিলাম না। যেহেতু দুজনেরই বাড়িতে ডিনার করার কথা ছিল। তাই ভাবলাম স্টাটার টাইপের কিছু আইটেম নিই। তাই জন্য চিকেন তন্দুরি,বাটার নান, আর চিকেন ভর্তা নিয়ে নিলাম। খাবার না আসা পর্যন্ত কিছুক্ষণ গল্প করলাম।আর অল্প সময়ের মধ্যেই খাবার চলে আসে।
প্রত্যেকটা খাবারের টেস্ট খুবই ভালো ছিল।তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চাঁদনি থেকে কিছু জিনিস কেনাকাটি করে বাড়ি চলে এলাম ।সব মিলিয়ে সন্ধ্যেটা খুব সুন্দর ভাবেই কাটালাম।
দিদি আপনি দাদার সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
দেখেই মনে হচ্ছে ব্ল্যাকস দাদার সাথে খুব ভালো সময় কাটিয়েছেন। এভাবে সব সময় হাসি খুশি থাকেন দুই জনেই।এই প্রত্যাশা করি। ভালো থাকবেন। ধন্যবাদ
ওয়াও blacks দাদার সাথে আপনি দারুন একটি সময় কাটিয়েছেন। দাদাকে এই প্রথম কারো সাথে বাহিরে দেখলাম। তারমানে দাদা ল্যাপটপ কেনা হলো না। 🥲 আপনাদের রেস্টুরেন্টে খাওয়া দেখে আমারও আপনাদের সাথে যোগ দিতে ইচ্ছা করছে। যাইহোক আপনার সাথে অনেক সুন্দর একটি সময় কাটিয়েছেন এবং সেই অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ দিদি❤️।
বাহ দিদি আপনি তোর দাদার সাথে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। যদিও বা আপনাদের ল্যাপটপ টা কেনা হয়নি আমার মনে হয় কিনা না হয়ে ভালই হয়েছে আপনারা গল্প করার সুযোগ পেয়েছেন সেই সাথে কিছু খানাপিনা ও করা হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য।
দাদার সঙ্গে ল্যাপটপ কিনতে গিয়ে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন।যদিও শেষ পর্যন্ত ল্যাপটপটি কেনা হয়নি। স্যামসাংয়ের ল্যাপটপ গুলো অনেক ভাল মানের হয়। খাবারের ছবি গুলো দেখে মনে হচ্ছে এখনি খেয়ে আসি। আপনাদের কাটানো সুন্দর মুহুর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।
প্রিয় দাদা প্রিয় দিদি মনি দুজন প্রিয় মানুষকে এক সাথে দেখে খুবই ভালো লাগলো, অসম্ভব সুন্দর মনোরম একটি সময় অতিবাহিত করেছেন দিদি মনি, আপনাদের জন্য আশীর্বাদ করলো, সব সময় জেনো প্রিয় মানুষ দুটি এভাবেই হাতে হাত রেখে চলতে পারেন, শুভকামনা রইলো আপনাদের জন্য দিদি মনি।
প্রিয় দুজন মানুষকে একসঙ্গে দেখে আমার খুব ভালো লাগলো। ল্যাপটপ কেনা হয়নি তো কি হয়েছে সুন্দর একটি সন্ধ্যা আপনারা উপভোগ করেছেন। আড্ডা হয়েছে গল্প হয়েছে সাথে খাওয়া-দাওয়া আর কি চাই। ল্যাপটপ যেকোনো দিন কেনা যাবে কিন্তু সুন্দর সন্ধ্যাটা পাওয়া যাবে না। ব্ল্যাকস দাদার সঙ্গে আনন্দঘন মুহুর্তটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি আসলে আপনাকে কি বলে সম্বোধন করব , তা এই মুহূর্তে বুঝতে পারছিনা । তবে আপনি আমার পছন্দের মানুষের , প্রিয় মানুষ। তাই আপনাকে দিদি বলেই সম্বোধন করছি । আমার ভাইকে যত্নে রাখিয়েন দিদি , আপনি বড়ই সৌভাগ্যবতী ।
আপনাদের দুজনের জন্যই অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও আশীর্বাদ রইল ।।
এভাবেই থাকতে চাই সবসময়। অনেক ধন্যবাদ দাদা আপনাকে।
আশীর্বাদ রইল আপনাদের জন্য।
🙏😊❤
ল্যাপটপ না পাওয়াতেই দুজনে একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে পেরেছেন। যাইহোক দাদা তাড়াতাড়ি তার ল্যাপটপ পেয়ে যাবেন। খবারগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
অনেক ধন্যবাদ দিদি আপনাকে❤️।
আপনি শ্রদ্ধেয় প্রিয় ব্ল্যাক দাদার সাথে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন সত্যিই আপনার এই পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। আপনাদের ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে প্রতিটি মুহূর্ত খুবই আনন্দের ছিল। খুব সুন্দর মূহুর্ত কাটিয়েছেন। আলোকচিত্র গুলো দুর্দান্ত ছিল খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন । বিশেষ করে কাবাবের ফটোগ্রাফি গুলো দেখেই খেতে খুব ইচ্ছে করতেছে। এত চমৎকার পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।