Super99 এ শপিং করতে গিয়ে

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে Super99 এ শপিং করতে যাওয়ার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।



কিছুদিন আগে শপিং মলে গিয়েছিলাম ।যেই শপিং মলটা cc2 তে রয়েছে। হঠাৎ করে ঘুরতে ঘুরতেই দোকানটাতে গিয়েছিলাম। এর আগেও এই দোকানের পাশ থেকে গিয়েছিলাম। কিন্তু কখন ও ঢোকা হয়নি । এই বার যখন গেলাম ভীষণ ভালো লেগেছে ।

WhatsApp Image 2024-04-05 at 02.16.18_75c9f5f3.jpg


অনেকটা সুপার মার্কেট টাইপের।cc2 এর মধ্যে যে এত সুন্দর দোকান রয়েছে না গেলে বুঝতে পারতাম না ,কতটা সুন্দর এই দোকানটা।এটা এমন একটা দোকান ঢুকেই মনে হচ্ছিল এটা নিই,ওটা নিই।

WhatsApp Image 2024-04-05 at 02.16.17_d0264488.jpg

WhatsApp Image 2024-04-05 at 02.16.17_f3384f82.jpg

WhatsApp Image 2024-04-05 at 02.16.17_cdd6dbdd.jpg

এখানে ঘরে ব্যবহার করা নানান রকম জিনিস পাওয়া যায়। চা বা কফি খাওয়ার জন্য আধুনিক যে কাপগুলো হয় সেইগুলো,আর তার সাথে ঘরে টাঙানোর বিভিন্ন রকম ঘড়ি।

WhatsApp Image 2024-04-05 at 02.16.18_37d13d62.jpg

সৌখিন জিনিসপত্র যেমন হয় ,ঘরে সাজানোর জন্য প্রদীপ , কাচের বাটি -প্লেট ,বাচ্চাদের জন্য সফট টয়েস ,বিভিন্ন ধরনের বাচ্চাদের বই ,পুতুল।

WhatsApp Image 2024-04-05 at 02.16.17_17634f37.jpg

WhatsApp Image 2024-04-05 at 02.16.18_99d5c2ab.jpg


এছাড়াও মেয়েদের ব্যবহৃত সাজার জিনিস অনেক কম দামে এই দোকানটাতে পাওয়া যায়।তাছাড়াও রান্না ঘরে ব্যবহার করা বিভিন্ন বাসন যেগুলো খুব আধুনিক সেই সকল জিনিস পাওয়া যায় ।

WhatsApp Image 2024-04-05 at 02.16.18_a9b32d88.jpg

WhatsApp Image 2024-04-05 at 02.16.17_96c27bb1.jpg

WhatsApp Image 2024-04-05 at 02.16.17_ebe969d5.jpg

প্রথমে গিয়ে আমি টিনটিনের জন্য কয়েকটা বই কিনেছিলাম। তার সাথে কিছু রঙ কিনেছিলাম ।রং কিনতে আমার ভীষণ ভালো লাগে। যখনই আমি খাতা পেন্সিলের দোকানে যাই তখনই রং কিনি।

WhatsApp Image 2024-04-05 at 02.16.18_aa863025.jpg

তাছাড়াও কফি মগ কিনেছিলাম । যেটা দেখতে খুব সুন্দর ছিল। এবং খুব কিউট দেখতে ছিল। এছাড়াও জলের বোতল আর রান্নার জিনিস রাখার জন্য কিছু কৌটো কিনেছিলাম । এইভাবে অনেক কিছু কিনে বাড়ি চলে এলাম।

WhatsApp Image 2024-04-05 at 02.16.18_1902bd30.jpg

WhatsApp Image 2024-04-05 at 02.16.18_d2e2aa7c.jpg



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

এই শপে বেশ দারুন কিছু জিনিসপত্র দেখতে পেলাম। মার্কেটে গেলে আসলেই সুন্দর জিনিস দেখলে শুধু কিনতে ইচ্ছা করে।দিদি আপনি টিন টিন বাবুর জন্য বই কিনেছেন রং কিনেছেন আর রং আপনার অনেক ভালো লাগে শুনে বেশ
ভালো লাগলো। কাপটা দেখতেও অনেক দারুন ছিল দিদি। ধন্যবাদ দিদি আপনাকে শপিং করার মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

এই শপে দেখছি, আসবাবপত্রসহ সব ধরনের জিনিসই পাওয়া যায়। অনেক চমৎকার কিছু বিষয় শেয়ার করলেন দিদি। তবে আমাদের বাংলাদেশে খুব একটা বেশি এরকম শপ দেখতে পাওয়া যায় না। শপটি সত্যি অনেক চমৎকার ছিল, এছাড়াও বাটি গুলো দেখতে একদম স্বর্ণের মত লাগছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।

 2 months ago 

আপনার পোস্টের ফটোগ্রাফি গুলো দেখে মোটামুটি বোধগম্য হচ্ছে শপিংমল টা আসলেই সুন্দর। বেশ সাজানো গোছানো পরিপাট এবং জাকজমকপূর্ণ। টিনটিনের জন্য কেনা বইগুলো বেশ চমৎকার ছিল। পাশাপাশি আপনার কেনা কাপটার ইমোজি টা বেশ ইমোশনাল হা হা। সুন্দর ছিল দিদি। ধন্যবাদ cc2 তে আপনার শপিং করার মূহূর্ত টা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 2 months ago 

মার্কেটে গেলে চোখের সামনে যেই সুন্দর জিনিসগুলো পড়ে সেগুলোই কিনতে ইচ্ছে করে। দিদি আপনি অনেক কিছুই কিনে ফেলেছেন দেখছি। টিনটিনের জন্য বই কিনেছেন আর নিজের জন্য বেশ কিছু জিনিস কিনেছেন দেখে ভালো লাগলো। ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র কিংবা ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র কিনতে সত্যি অনেক ভালো লাগে।

 2 months ago 

আসলে মার্কেটে গেলে অনেক কিছু কিনতে ইচ্ছা করে। কারণ মার্কেটে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে, আর আপনি মার্কেটে গিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলেন সেখান থেকে টিরটিন বাবুর জন্য অনেক কিছু কিনলেন, বইও কিনলেন। আর আপনি ঘর সাজানোর জন্য বেশ সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র কিনেছেন। মার্কেট করার এই মুহূর্তে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ঘোরাঘুরি মাঝে হঠাৎ বেশ সুন্দর একটি দোকানে প্রবেশ করেছেন দিদি ৷ দোকানটা আসলেই অনেক সুন্দর ৷ তবে দোকানে প্রবেশ করলে এমন সুন্দর জিনিস দেখলে আসলেই কেনার খুব ইচ্ছে করে ৷ আপনি বেশ ভালোই কেনা কাটা করেছেন দেখছি ৷ আপনার সুন্দর অনুভূতি এবং ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ দিদি পোষ্টটি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 months ago 

শপে কিনতে সবার মন চায় দিদি এটা ঠিক বলেছেন ৷ তবে এ শপে দেখি অনেক কিছু দেখে বোঝা যাচ্ছে ৷ টিনটিন বাবুর জন্য অনেক কিছু নিয়েছেন আশা করি টিনটিন অনেক খুশি হবে ৷এছাড়াও শপে রান্না করার জন্য আসবাবপত্র নিয়েছেন৷ সবমিলে অনেক ভালো দিদি ৷
শপের কেনাকাটা করার পোষ্ট টি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন

 2 months ago 

শপিং করার মুহূর্ত সত্যি অনেক আনন্দময় ছিল। আর শপিং করতে প্রায় সকলেরই ভালোলাগে। আপনি অনেক কিছুই কিনেছেন। টিনটিন বাবুর জন্য বই কেনেছেন, আর টিনটিন অনেক আনন্দিত ছিলো দেখতে পেয়ে ভালো লেগেছে। তারপরে ঘরে আসবাবপত্র অনেক কিছুই কিনেছেন। এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

বাহ্! শপটি দারুণ তো। এই ধরনের শপে ঢুকলে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখা যায় এবং পছন্দমতো কেনা যায়। আমাদের দেশে ছোট ছোট কিছু ৯৯ শপ রয়েছে, যেগুলোতে ঢুকলে হরেক রকমের জিনিসপত্র দেখা যায়। যাইহোক শপে ঢুকে বেশ ভালোই কেনাকাটা করেছেন বৌদি। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। মাল্টি কালারের ঘড়িটা দেখতে খুব সুন্দর লাগছে। টিনটিন বাবু তো মনে হচ্ছে খুব খুশি হয়েছিল বইগুলো দেখে। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম বৌদি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপনার কেনাকাটার মুহূর্ত পড়ে বেশ ভালোই লাগলো, বেশি ভালো লেগেছে ছবিগুলো। সময়টা যে আপনার দারুণ কেটেছে, তা কিন্তু অনুমান করা যাচ্ছে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 71206.07
ETH 3811.92
USDT 1.00
SBD 3.47