DIY-এসো নিজে করি: "ফুলে ফুলে বসে থাকা প্রজাপতির চিত্রাংকন"। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে ফুলের উপর বসে থাকা একটি প্রজাপতি চিত্রাংকন করলাম। । আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।


সময় যে কিভাবে চলে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না।সকালে কলেজ গিয়ে বাড়ি আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে। তারপর কলেজের প্রজেক্ট এর কাজ। তার পরের দিন আবার কলেজ। সত্যি কথা বলতে আমাদের সপ্তাহে ছয় দিনই কলেজ হচ্ছে। সব মিলিয়েই ভীষণ ব্যস্ততার মধ্যে দিন কেটে যাচ্ছে।


যাইহোক হঠাৎ অনেক বছর পর প্যাস্টেল কালার দিয়ে কিছু রং করতে ইচ্ছে করছিল। তাই দোকান থেকে একটা নতুন প্যাস্টেল রং নিয়ে এলাম ৫০সেড এর। অনেকদিন পর প্যাস্টেল কালার দিয়ে আঁকতে পেরে বেশ ভালই লাগছিল।যদিও প্রথমে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু তাও রং করতে করতে একটু সহজ হয়ে গেছিল।এত ব্যস্ততার মধ্যে যখনই কিছু ভাললাগার কাজ নিয়ে বসি, তখন মনটা বেশ চিন্তামুক্ত লাগে।


তাই আজকে আমি 'ফুলে বসা প্রজাপতির' একটি চিত্র অংকন করলাম।


WhatsApp Image 2021-11-27 at 9.49.44 PM.jpeg



উপকরণ


• সাদা কাগজ
• কালো স্কেচ পেন
সবুজ রঙ
• কালো রঙের মার্কার পেন
• হলুদ রঙ
•আকাশী রঙ
• ডিপ নীল
• লাল রঙ
• গোলাপি রঙ
• ইয়েলো অকার রঙ
• কালো রঙ
•সাদা পেন


প্রথম ধাপ



• প্রথমে আমি একটা কালো স্কেচ পেন, কালো মার্কার পেন, আর সবুজ,গোলাপি,আকাশী, ডিপ নীল, হলুদ , ইয়েলো অকার রং নিয়ে নিলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.49.52 PM.jpeg


দ্বিতীয় ধাপ



• তারপর খাতার ওপর কালো মার্কার পেন দিয়ে প্রজাপতির শরীরের বাইরের অংশটা আঁকলাম।

WhatsApp Image 2021-11-27 at 11.26.13 PM.jpeg


তৃতীয় ধাপ



• এরপর প্রজাপতির ডানা এঁকে নিলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.50.13 PM (1).jpeg

WhatsApp Image 2021-11-27 at 9.50.13 PM.jpeg


চতুর্থ ধাপ



•এরপর একটা ফুলের ডাল আঁকার জন্য দাগ টেনে নিলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.49.51 PM (4).jpeg


পঞ্চম ধাপ



• তারপর একটা পদ্মফুল এঁকে নিলাম ডালের মধ্যে।

WhatsApp Image 2021-11-27 at 9.49.51 PM (3).jpeg


ষষ্ঠ ধাপ


•তারপর আরো একটা পদ্ম ফুল এঁকে নিলাম পাতাসহ।

WhatsApp Image 2021-11-27 at 9.49.50 PM (1).jpeg

WhatsApp Image 2021-11-27 at 9.49.50 PM (2).jpeg


সপ্তম ধাপ



• এরপর প্রজাপতির ডানা আঁকার জন্য হলুদ রং করলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.49.52 PM (3).jpeg


অষ্টম ধাপ



•তারপর কমলা কালার দিলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.49.51 PM.jpeg

WhatsApp Image 2021-11-27 at 9.49.50 PM (3).jpeg

WhatsApp Image 2021-11-27 at 9.49.49 PM (1).jpeg



নবম ধাপ



• যেখানে হলুদ কালার দিয়েছিলাম, তার উপরে লাল রং করে দিলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.49.49 PM.jpeg


দশম ধাপ



•এরপর প্রজাপতির শরীরের যে অংশটা এঁকেছিলাম সেখানেও লাল রং করে দিলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.49.50 PM.jpeg



একাদশ ধাপ



• এরপর পদ্ম ফুল আঁকার জন্য গোলাপি রং দিলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.49.52 PM (2).jpeg


দ্বাদশ ধাপ



• এরপর প্রত্যেকটা পদ্মফুলই গোলাপি রং করে দিলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.49.48 PM (3).jpeg


ত্রয়োদশ ধাপ



•যেখানে গোলাপি রং করেছিলাম তার উপরে ডিপ গোলাপি রং করলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.49.48 PM (4).jpeg


চতুর্দশ ধাপ



•তারপর যেকটা পদ্ম ছিল সেকটা তেও একই ভাবে ডিপ গোলাপি করলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.49.48 PM (2).jpeg


পঞ্চদশ ধাপ



•এরপর পাতা আকার জন্য সবুজ কালার করলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.49.47 PM.jpeg


ষোড়শ ধাপ



•এভাবে প্রত্যেকটা পাতা সবুজ করে দিলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.49.47 PM (2).jpeg


সপ্তদশ ধাপ



•যে পাতাগুলোতে সবুজ রং করেছিলাম তার উপরে হলুদ রং করে দিলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.49.48 PM (1).jpeg


অষ্টাদশ ধাপ



•ডালটা তেও হলুদ রং করে দিলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.49.47 PM (3).jpeg


১৯তম ধাপ



•তারপর খাতার চারপাশে ডিপ নীল রং করে দিলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.49.53 PM.jpeg


২০তম ধাপ



•ডিপ নীল রঙের পাশ দিয়ে আকাশী রং করে দিলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.49.46 PM (1).jpeg


২১তম ধাপ



•যে পাতাগুলো সবুজ করেছিলাম সেই পাতাগুলোর উপরে ডিপ সবুজ রং করলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.49.46 PM.jpeg


২২তম ধাপ



•এরপর প্রজাপতির ডানা গুলোতে মার্কার পেন দিয়ে ডিজাইন করে দিলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.49.45 PM.jpeg


২৩তম ধাপ



•এবং প্রজাপতির সহ পদ্মফুল,পাতা, কালো স্কেচ পেন দিয়ে ডিপ করে দিলাম।

WhatsApp Image 2021-11-27 at 9.49.45 PM (3).jpeg


২৪তম ধাপ



•এরপর প্রজাপতির ডানায় সাদা পেন দিয়ে ডিজাইন করে দিলাম।

WhatsApp Image 2021-11-27 at 11.21.21 PM.jpeg


২৫তম ধাপ



•ব্যস তৈরি হয়ে গেল ফুলে বসা প্রজাপতির চিত্রাংকন

WhatsApp Image 2021-11-27 at 9.49.44 PM (1).jpeg



WhatsApp Image 2021-11-27 at 11.25.41 PM (1).jpeg

চিত্রটির সাথে আমার একটি নিজস্বী


ধন্যবাদ

Sort:  
 3 years ago 

ফুলে ফুলে বসে থাকা প্রজাপতির চিত্রাংকন জাস্ট অসাধারণ হয়েছে আপু।আপনার চিত্র অংকন প্রসংশার দাবিদার। আর আপনার তো দেখছি অনেক ধৈর্যশক্তির।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রার্থনা করবেন এরকম ধৈর্য শক্তি নিয়েই যেন সবসময় কাজ করে যেতে পারি।

দিদি আপনি খুব দক্ষতার সাথে এই চিত্রটি অংকন করেছেন খুব সুন্দর লাগছে প্রজাপতির ছবিটা, সত্তি ফাটাফাটি। এই রকম আরো পোস্ট চাই

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর একটা মন্তব্যের জন্য। অবশ্যই আমি চেষ্টা করবো সুন্দর সুন্দর পোস্ট করে আপনাদের সাথে শেয়ার করার।

 3 years ago 

এত সুন্দর চিত্র কিভাবে অঙ্কন করেন আপু! প্রজাপতি, ফুল এবং ফুলের গাছের পাতা সবকিছুই আমার কাছে খুব ভালো লেগেছে। সুন্দর হবে অংকন করার পদ্ধতি ও ধাপ আকারে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 3 years ago 

আপু আপনি ফুলে বসে থাকা প্রজাপ্রতির চিত্রাংকন খুব সুন্দর হয়েছে। কালার করা খুব ভালো হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার আর্ট করার দক্ষতা দেখে আমি মুগ্ধ। প্রজাপতির ফুলের উপর বসে মধু খাওয়ার দৃশ্য চিত্র অংকন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক সময় নিয়ে চিত্রটি অংকন করা হয়েছে যা ধাপ গুলোর মাধ্যমে প্রমাণ করলেন। আপনার জন্য শুভকামনা রইল আপু। 😍😍

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

পদ্ম ফুলের উপর প্রজাপতির বসে থাকা অনেক সুন্দর একটি দৃশ্য আপনি সৃজনশীলতার মাধ্যমে সৃষ্টি করেছেন। আর্ট মানেই সৃষ্টিশীলতা ,আট মানি সৃষ্টি। আমি একজন প্রেমিক হওয়াই আর্ট এর মর্মার্থ আমি খুব সহজেই বুঝতে পারি ।একটি আর্ট করতে ধৈর্য ,পরিশ্রম ও ভেতর থেকে ভালোবাসা লাগে যা যার সবটুকু আপনার মধ্যে আছে ।আপনার আর্ট আমার অসাধারণ লেগেছে ।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। এত সুন্দর একটি মনোরম দৃশ্য আমাদের সাথে তুলে ধরার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। এই কমেন্টগুলো পড়ি সত্যিই অনেক উৎসাহ পাই এবং কাজ করার ইচ্ছা অনেক বেড়ে যায়।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সত্যিই আপু দেখার মত একটি অংক ছিল। তবে আপনি ভিডিওতে যদি সম্পূর্ণটা ক্যাপচার করতেন তাহলে আমার মনে হয় আরো ভালো হতো। সম্পূর্ণ ভিডিও ক্যাপচার করলে দেখা যায় ভিডিও এর সময় বেশি হয়ে যায়। করে আপনি একটি কাজ করতে পারেন এডিট অপশন থেকে একটু স্পিড বাড়িয়ে দিলে দেখা যায় ভিডিও সময়টা কমে আসে। আর এতে করে আপনার অনেক ফলোয়ার দেখা যাবে ইউটিউবে হয়ে যাবে। শেষবারের মতন আবারো বলতে চাই সত্যিই অসাধারণ অঙ্কন করেছেন আপনি।

 3 years ago 

আপনি একদম ঠিক বলেছেন। আসলে আঁকতে আঁকতে ভিডিও করা তার সাথে ছবি তোলা আমার একটু অসুবিধা হয়ে যায়🤭। কিন্তু আপনার এই কথাটা আমার খুবই ভালো লেগেছে পরের বার থেকে চেষ্টা করব এই ভাবে ভিডিও করার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

খুবই সুন্দর চিত্র এঁকেছেন আপু। বিশেষ করে প্রজাপতিটি দেখতে খুবই ভালো লাগছে। প্রজাপতির ডানা গুলো একেবারে পারফেক্ট লাগছে এবং চারপাশের নীল ব্যাকগ্রাউন্ড লাল সবুজ ফুলের সাথে খুবই দারুণভাবে মানিয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করবার জন্য। শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর করে ফুলের মাঝে বসে থাকা প্রজাপতির ছবি অঙ্কন করেছেন। সত্যি দারুন হয়েছে আসল কথা বলতে গেলে কি মেয়েরা খুব ভালো ছবি অঙ্কন করতে পারে। আমি বলব মেয়েরা এদিক থেকে অনেক এগিয়ে আছে। যাই হোক আমাদের সাথে অনেক সুন্দর করে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

শুধু মেয়েরা না দাদা ,ছেলেরাও খুব ভালো ছবি অঙ্কন করতে পারে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 
আপনি অনেক ব্যাস্ততার মাঝেও যে আমাদের সময় দিয়েছেন। সময় দেয়ার পর অঙ্কন করেছেন। অঙ্কন করতে তো অনেক সময় লাগে। আপনি ফুলে ফুলে বসে থাকা প্রজাপতি ছবি অঙ্কন করেছেন। আমার দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে কালার কম্বিনেশন ঠিক লিখেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল। আপনার অংকনটি অনেক সুন্দর হয়েছে
 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার প্রশংসা করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63525.26
ETH 2583.76
USDT 1.00
SBD 2.80