You are viewing a single comment's thread from:

RE: দীপাবলি ও কালীপুজোর রাতে আমাদের ছোটবেলার কিছু মজার স্মৃতি

in আমার বাংলা ব্লগ2 years ago

দীপাবলীর দিন চোদ্দ শাক খাওয়া, চোদ্দ প্রদীপ জ্বালানো এই নিয়ম গুলোই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ।তোমার লেখাটা দুবার পড়লাম । রূপকথার গল্পের মতো মনে হচ্ছে । মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে যাচ্ছি । জীবনে এমন দিন কখন ও হয়তো আসবে না । কিন্তু লেখা গুলো পড়ে একবার গ্রামে গিয়ে এমন দিন গুলো কাটাতে ইচ্ছে করছে ।

Sort:  
 2 years ago 

আসলেই রুপকথার মতো ছিলো। সে সময়ের দিনগুলো ছিলো নির্ভেজাল আনন্দের। স্বপ্নের মতো ছিলো প্রত্যেকটা দিন।

বিংশ শতাব্দির নব্বইয়ের দশক ছিলো সবচেয়ে প্রাণবন্তর মধুর শৈশবের। একবিংশ শতাব্দির নব্বইয়ের দশক যে কেমন হবে!!!

সেই শৈশবের প্রতিটি মধুর মুহূর্তগুলো শুধুই স্মৃতির পাতায় থেকে যাবে, যতদিন আমরা বেঁচে আছি। তারপর....
সব স্মৃতিগুলোও হারিয়ে যাবে।

শুনেছি জান্নাতে সব ইচ্ছে পূরণ করা হবে। তখন সেই শৈশবে ফিরে যেতে চাইবো আরেকবার। অথবা আবার দেখতে চাইবো সেই উচ্ছ্বসিত বিকেল....

যাইহোক, দাদার লেখাগুলো পড়ে হারিয়ে গিয়েছিলাম এক মুহুর্তের জন্য।

play-ground-playing-kid.gif

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111003.43
ETH 4315.85
SBD 0.84