"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১১ : শীতকালীন প্রাকৃতিক দৃশ্য //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন। সুস্থ আছেন।আজ আমার এক দিদির বিয়ে। সবমিলিয়ে ভীষণ ব্যস্ত আছি কিন্তু তার মধ্যে থেকেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ মিস করতে চাইনি।তাই আজ আপনাদের সঙ্গে আমার বাংলা ব্লগের প্রতিযোগিতার শীতকালের প্রাকৃতিক দৃশ্যের ছবি গুলো ভাগ করে নিলাম।আশা করি সকলের ভালো লাগবে।


আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা -১১ (শেয়ার করো তোমার সেরা ফটোগ্রাফি-শীতকালীন প্রাকৃতিক দৃশ্য )প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করলাম। প্রথমেই ধন্যবাদ জানাই @rme দাদাকে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমার সবথেকে ভালো লাগে এখানে সকলের কথা ভেবে খুব সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা হয়,যাতে করে সবাই অংশগ্রহণ করতে পারে। আমার বাংলা ব্লগের জয়েন করার পর থেকে যতগুলো প্রতিযোগিতা হয়েছে এখন ও পর্যন্ত সবগুলো প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার চেষ্টা করেছি কারণ সবরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার খুব ভালো লাগে।আর এইবারও @rme দাদা এত চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন সত্যিই এই সুযোগটা হাতছাড়া করতে আমি চাইনি ।তাই জন্য এই প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ।


বাংলার প্রকৃতিতে ঋতুচক্রের আবর্তনে হেমন্তকালের পরই শিশির ঝড়িয়ে শীতের আগমন। শীতকালের একটি নিজস্ব সৌন্দর্য আছে, বিশেষ করে শীতের সকাল বা বিকেলের প্রকৃতির স্নিগ্ধ শীতল রূপমাধুরী যেকোনো সৌন্দর্য অনুরাগী মানুষের মনকে আনন্দে ভরিয়ে তোলে। তাই কবিগুরু বলেছিলেন -

প্রথম শীতের মাসে
শিশিরের লাগিল ঘাসে
হু হু করে হাওয়া আসে
হি হি করে কাঁপে গাত্র।


আমার মনে হয় কলকাতায় থেকে গ্রামের মত সুন্দর প্রকৃতি খোঁজাটা একটু সমস্যার তাই জন্যই আমি ময়দানে গেছিলাম। আর আরেকটা দিন আমি বারাসাতের খুব কাছে কিন্তু শহরের কোলাহল থেকে একটু ভেতরের দিকে ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়েও কিছু ফটোগ্রাফি করেছি।


WhatsApp Image 2022-02-02 at 12.19.21 PM (1).jpeg

WhatsApp Image 2022-02-02 at 12.19.21 PM.jpeg

শীতকালে তাড়াতাড়ি ডুবে যাওয়া রঙিন সূর্য


WhatsApp Image 2022-02-02 at 12.19.27 PM.jpeg




WhatsApp Image 2022-02-02 at 12.19.24 PM (1).jpeg

WhatsApp Image 2022-02-02 at 2.54.28 PM.jpeg




WhatsApp Image 2022-02-02 at 12.19.22 PM.jpeg




WhatsApp Image 2022-02-02 at 12.23.34 PM.jpeg




WhatsApp Image 2022-02-02 at 12.19.25 PM (1).jpeg

WhatsApp Image 2022-02-02 at 12.19.30 PM.jpeg

WhatsApp Image 2022-02-02 at 12.19.25 PM.jpeg




WhatsApp Image 2022-02-02 at 12.19.24 PM.jpeg

WhatsApp Image 2022-02-02 at 12.23.34 PM (1).jpeg

WhatsApp Image 2022-02-02 at 12.23.37 PM.jpeg

শীত ঋতু রিক্ততার প্রতিমূর্তি। এই রিক্ততার যেমন একটি বৈশিষ্ট্য আছে তেমনি আছে রহস্যময় রূপও। গাছগাছালি রিক্ত পত্র হয়ে নিস্তেজ ও ম্রিয়মাণ,সোনালী সব শস্যখেতগুলি আদিগন্ত বিরাট শূন্যতার উপলব্ধি। উত্তুরে হাওয়া তরুলতাকে রিক্ত করে পৃথিবীকে বিবর্ণ করে নব বসন্তের আগমন সূচিত করে,নতুন জীবন,নতুন প্রাণের প্রতীক বসন্ত ঋতুর শুভ আগমনের জন্য পথ প্রস্তুত করে দেয়।


WhatsApp Image 2022-02-02 at 12.19.29 PM.jpeg

WhatsApp Image 2022-02-02 at 12.23.39 PM (1).jpeg

শীতের বিকেলে ময়দানের খুব সুন্দর একটি দৃশ্য। এই সময় সকলেই যেন শীতটাকে খুব উপভোগ করতে চায়।

WhatsApp Image 2022-02-02 at 12.23.38 PM (1).jpeg




WhatsApp Image 2022-02-02 at 12.23.40 PM.jpeg

WhatsApp Image 2022-02-02 at 12.23.38 PM.jpeg




বারাসাতের প্রাকৃতিক দৃশ্য

WhatsApp Image 2022-02-02 at 12.14.17 PM (1).jpeg




WhatsApp Image 2022-02-02 at 12.14.17 PM.jpeg

WhatsApp Image 2022-02-02 at 12.14.16 PM.jpeg

যেসব কৃষকেরা ফসল ফলায় তারা মনের আনন্দে সবজি তুলে বিক্রয়ের জন্য ঝাঁকা ভর্তি করতে থাকে। এখানে আমি বাঁধাকপি চাষের কিছু ছবি আপনাদের সাথে ভাগ করে নিলাম।




WhatsApp Image 2022-02-02 at 12.14.15 PM.jpeg

সরিষা ক্ষেত। চারিদিকে যেন হলুদের সমাহার।




WhatsApp Image 2022-02-02 at 12.14.15 PM (2).jpeg



WhatsApp Image 2022-02-02 at 12.14.15 PM (1).jpeg

WhatsApp Image 2022-02-02 at 2.52.37 PM.jpeg




WhatsApp Image 2022-02-02 at 2.27.10 PM.jpeg

শীতের সকালের সবচেয়ে প্রিয় হলো খেজুরের রস।খেজুর রস নিয়ে ভার করে ঘুরতো শিউলিরা। এই শিউলিরা আগের দিন গাছ কেটে কলসি গাছে ঝুলিয়ে রাখে এবং সকালে তা নামিয়ে এনে আমাদের উপহার দেয়। কনকনে ঠান্ডায় সেই কনকনে খেজুর রস খাওয়া যে কি উপাদেয় তা বলে বোঝানো যায় না।


WhatsApp Image 2022-02-02 at 12.25.24 PM.jpeg

শীতকালে এমনিই পুকুর, খাল বিলের জল কিছুটা হলেও ,শুকিয়ে যায় তারই একটি ছবি।


WhatsApp Image 2022-02-02 at 12.43.39 PM.jpeg

WhatsApp Image 2022-02-02 at 12.43.01 PM.jpeg





শীত যেমন জড়তার তেমনি মাধুর্যের। কেননা জড়তা কাটিয়ে যে মাধুর্যকে উপভোগ করা যায় সেই মাধুর্যই তো চিরন্তন। এই শীতের মধ্যেই মাঠের ফসল ঘরে আসে।কৃষকদের বড় উৎসব নবান্ন এই শীতেই অনুষ্ঠিত হয়।তাই শীতে যেমন জড়তার তেমনি তা পূর্ণতার। তবে সেই পূর্ণতা সকলের জীবনে আসে না।কারণ আমাদের দেশে বহু মানুষ আছে যাদের পরনে এখনো পর্যাপ্ত শীতের পোশাক জোটে না। তারা একটুও রোদের জন্য অপেক্ষা করে থাকে। আমাদের সহানুভূতি যদি সেইসব নিরন্ন,পোশাকহীন মানুষের মনে হাসি ফোটাতে পারে,তাহলে শীত সকলের কাছে বয়ে আনবে পূর্ণতার বার্তা।


ফোনের বিবরণ

ক্যামেরা: vivo v21
বিষয়: আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -১১-শীতকালীন প্রাকৃতিক দৃশ্য।
ক্যাপচার: @swagata21
অবস্থান: কলকাতা ও বারাসাত



দাদার আয়োজিত এই শীতকালীন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করে আমি ভীষণ আনন্দিত হয়েছি। কারণ যে জিনিসগুলো আমরা চোখে দেখলেও সেই মুহূর্তগুলোকে ধরে রাখি না আজকে সেই শীতকালের প্রাকৃতিক দৃশ্যের মুহূর্তগুলোকে ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আমার ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।



ধন্যবাদ



Sort:  
 3 years ago 
  • আপনার ফটোগ্রাফি মাধ্যমে শীতেে প্রকৃতি খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। খুবই ভালো লাগলো। অপরূপ সৌন্দর্যময় এই ফটোগ্রাফি গুলো প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে হলুদের সমাহার। সরিষা ফুলের সৌন্দর্যময় প্রকৃতিতে দেখতেই মন চায়। আপনার জন্য শুভকামনা রইল।
 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হলাম ।‌আপনার ফটোগ্রাফি গুলো আসলেই প্রশংসনীয় আমাদের এদিকে ঘোড়ার গাড়ি তেমন একটা দেখা যায় না এগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে তবে আপনার এই পোস্টের মধ্যে ঘোড়ার গাড়ির ফটোগ্রাফি টি দেখে খুবই ভালো লাগলো । তা ছাড়াও আপনি প্রত্যেকটি ফটোগ্রাফি আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ আপু আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

শীতকালের প্রাকৃতিক দৃশ্যের যে ফটোগ্রাফি গুলো আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন সত্যিই মনমুগ্ধকর ছিল। প্রকৃতি দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেছে এত সুন্দর মাঠে-ময়দানে ফটোগ্রাফি গুলো। এবং সন্ধ্যায় শীত উপভোগ করার মুহূর্তগুলো সত্যিই দারুণ ছিল এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

আজ আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হচ্ছি।আপনার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো ছিল শহরকেন্দ্রিক। আমার কাছে খুবই ভালো লেগেছে আপু।অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 3 years ago 

বাহ আপু আপনার তোলা শীতকালীন ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে । আপনি সবগুলো ছবি দক্ষতা সহকারে অনেক সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন । তাছাড়া ফটোগ্রাফি গুলোর সাথে সাথে বর্ণনাগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের জন্য।

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন‍্য। আপনার শীতকালীন ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর লেগেছে। প্রতিটি ছবিই অনেক সুন্দর লেগেছে। আরো ভালো লেগেছে সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করায়। আপনার জন‍্য শুভকামনা রইল দিদি।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 3 years ago 

শীতের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। একদম মনমুগ্ধকর ফটোগ্রাফি। ফটোগ্রাফি সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনার ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন কিছু জানতে পারলাম। শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 3 years ago 

দারুন ফটোগ্রাফি করেছেন তো। অসাধারণ ছিল প্রত্যেকটি ফটোগ্রাফি। দারুন লেগেছে আমার কাছে। গ্রামীন দৃশ্যের পাশাপাশি শহর কেন্দ্রিক ফটোগ্রাফিও করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আপু এবং আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শীতকালীন প্রতিযোগিতার এই ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ হয়েছে। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনি এই প্রতিযোগিতার প্রথম সারিতে অবস্থান করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ধন্যবাদ ভালো থাকবেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ দিদি আপনি খুব সুন্দর কিছু শীতকালীন ফটোগ্রাফি শেয়ার করেছেন । শীতকালে পুকুরের পানি যেন শুকিয়ে যায় খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি । আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে দিদি । প্রত্যেকটি ফটোগ্রাফি খুব সুন্দর করে ক্যামেরাবন্দি করেছেন । ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56739.93
ETH 2400.98
USDT 1.00
SBD 2.30