অবশিষ্ট প্রেম

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।কবিতায় মানুষ কল্পনায় অনেক কিছু বলে যায়।তার মনের অনুভূতি কখনো কখনো কল্পনায় বাসা বাঁধে।ভালোবাসা হোক কিংবা বিরাহ সব কবিতায় পরম নিশ্চিন্তে আশ্রয় পায়।আমার আজকের কবিতায় এমনি কিছু প্রতিফলিত হয়েছে।


image.png

Image created by AI



মেঘের আড়ালে মনটা একটু ভিজে ভিজে যায়
পরিশ্রান্ত একটা বিকেলে কি কেনা যাবে,
আমার হারিয়ে যাওয়া শৈশব আমার সব?
আমি একটা রাতজাগা পাখি
আমার ডানা আছে মনের ডানা ইচ্ছের ডানা
আমি সেই ডানায় ভর করে উড়ে যাই,
আমার ভালোবাসায় একটা অক্সিজেন ছিলো
সেটা তুমি আমার সবুজ ময় প্রিয়জন।
এই তুমি আর আমি ভীষণ ভাবে এগিয়ে যাই
পরাজিত আবেগে একটা দুঃখবোধ আমার ও জাগে,
আমার প্রয়োজন অবাধে তোমাকে খুঁজে
তুমি কোন ফুলের গন্ধে অভিমান ভুলে যাও?
তোমার আকাশে কোন কোন তারা উঠে,
আমি ভীষণ রকমের ভালোবাসায় আটকে আছি।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

মনের জোর হচ্ছে সবচেয়ে বড় জোর। মনের জোর থাকলে জীবনে অনেক কিছুই করা সম্ভব। তবে প্রতিটি মানুষের জীবনে ভালোবাসার মানুষের দরকার হয়। কারণ ভালোবাসার মানুষ পাশে থেকে সাপোর্ট দিয়ে যায়। এতে করে আমরা উৎসাহ পাই জীবনে ভালো কিছু করার। যাইহোক বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন বৌদি। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ঠিক বলেছেন আপু, কবিতার মাধ্যমে মানুষ কল্পনায়কৃত অনেক কিছুই প্রতিফলন ঘটায়। আর কল্পনা এবং নিজের অনুভূতি সবকিছু মিলিয়ে আসলে কবিতাগুলো পারফেক্ট হয়ে ওঠে। তেমনি আজকে আপনার কবিতাটাও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু। এমনিতে আপনার কবিতাগুলো পড়তে ভীষণ ভালো লাগে।

 2 months ago 

এটা ঠিক কথা বলেছো দিদি, কবিতায় ভালোবাসা এবং বিরহ দুটোই আশ্রয় পায়। তোমার লেখা কবিতাগুলো বরাবরই অনেক সুন্দর হয় দিদি। তোমার আজকের শেয়ার করা এই "অবশিষ্ট প্রেম" কবিতাটাও মন ছুঁয়ে যাওয়ার মত ছিল। আমার কাছে এই কবিতাটি অনেক ভালো লেগেছে।

 2 months ago 

ভালোবাসা থাকলে এক আধটু অভিমান তো থাকবে থাকবেই।তবুও ভালোবাসার মানুষেরা সে ভালোবাসা ও প্রেমে আটকে থাকে।

 2 months ago 

ভালোবাসা হোক কিংবা বিরহ, সব কবিতায় পরম নিশ্চিন্তে আশ্রয় পায়।

যথার্থ বলেছেন দিদিভাই।

 2 months ago 

দারুন লিখেছেন দিদি। আপনার কবিতা লেখার হাত আসলেই অনেক ভালো। কবিতার লাইনগুলো হয়েছে হৃদয় ছোঁয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আমরা কল্পনাতে কত কিছুই তো চিন্তা করি কিন্তু সেগুলো বাস্তবে কখনোই হয় না। তারপরও কল্পনায় হারিয়ে যেতে বেশ ভালোই লাগে। সেই কল্পনার বিষয়গুলো মুখ ফুটে ভালবাসার মানুষকে কখনোই বলা হয় না। সেগুলো কবিতার মাধ্যমে খুব সুন্দরভাবে প্রকাশ করা যায়। আপনার কবিতাটি খুব ভালো লেগেছে আমার কাছে। প্রতিটি লাইন একেবারে মন ছুয়ে গেল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57831.03
ETH 3136.64
USDT 1.00
SBD 2.42